ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন বিস্তারিত। ফরসেজ একাউন্ট খুলতে হলে প্রথমেই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ইন্সটল করতে হবে। Trust Wallet কিভাবে ইন্সটল করতে হয় বিস্তারিত দেওয়া আছে আজকের আর্টিকেলটিতে।
Trust Wallet এপ অ্যাপ সেটআপ করার পরে ফরসেজ অ্যাকাউন্ট খুলতে হয়। ফরসেজ একাউন্ট থেকে কিভাবে খুব সহজে ইনকাম করার বিস্তারিত উপায় দেওয়া হলো। এই আর্টিকেলটিতে Forsage io থেকে টাকা ইনকামের যাবতীয় তথ্য দেওয়া হল।
সূচিপত্রঃ ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
- ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
- Forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
- ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম
- Trust Wallet ইন্সটল করার নিয়ম
- Forsage io কাজ করার নিয়ম
- ফরসেজ অ্যাপ থেকে আয় করা নিয়ম
-
ফরসেজ মার্কেটিং এবং প্রচার প্রচারণা করে ইনকাম করার নিয়ম
- ফরসেজ কতদিন থাকবে?
- ফরসেজ ট্রেন্ডিং একাউন্ট খোলার নিয়ম
-
ফরসেজ এর সবচেয়ে বেশি আয় করা কোন কোনটিতে?
ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন বিস্তারিত।
বর্তমান সময় ইন্টারনেটের যুগে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায় এ কথাটি সকলেরই
জানা তবে আমরা অনেকেই জানিনা কিভাবে অনলাইনে ইনকাম করা যায়। আর
ফরসেজ অ্যাকাউন্ট এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানেই অল্প সময়ে ভালো
পরিমাণের টাকা। উপার্জন করা যায়। ফরসেজ Forsage io মাধ্যমে মানুষ লক্ষ
লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করছে। শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অথবা
ল্যাপটপ দিয়ে ঘরে বসে টেকনিক খাটিয়ে ইনকাম করছে।
আরো পড়ুনঃ অনলাইন গেম খেলে টাকা ইনকাম
আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে ফরসেজ Forsage io একাউন্ট করার
নিয়ম ও দ্রুত সহজে টাকা ইনকাম করার পদ্ধতি। ফরসেজ Forsage
io এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ওয়েবসাইটে একবার অ্যাকাউন্ট করলে
বছরের পর বছর কাজ করা যায়। অনেকের মধ্যে ফরসেজ এটা ব্লকচেনের মাধ্যমে চলে
থাকে এখানে কোন ব্যক্তি মালিকানা নেই বলে জিরো পার্সেন্ট রিস্ক থাকে এর তাই আর
দেরি না করে বিস্তারিত আর্টিকেলটি পড়ে ফরসেজ Forsage io সম্পূর্ণ
নিয়ম জেনে নিন।
Forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
ফরসেজ Forsage io একটি ব্লগ চেইন ভিত্তিক প্রোগ্রাম যা
ব্যবহারকারীদের ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ইনকাম হয়। এখানে সাধারণত রেফার করার
মাধ্যমে টাকা ইনকাম করা যায়। সর্বপ্রথম ফরসেজ Forsage io
প্রোগ্রামটিতে যোগদান করে অন্যদের রেফার করার মাধ্যমে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি
হয় যার ফলে টাকা ইনকাম করা যায়। যার যত নেটওয়ার্ক বড় হবে সাধারণত তার তত
ইনকাম বেশি হবে।
ফরসেজ Forsage io যোগদানের পরে অন্যদের যত রেফার পাবেন আপনি তত
বেশি ইনকাম করা যায়। প্রথমে যোগদান করার পরে আপনি অন্যকে রেফার করলে রেফার
করা ব্যক্তিরা ওই প্রোগ্রামে অংশ নেন তখন সেখান থেকে আপনার একাউন্টে কমিশন আসবে।
অনুরূপভাবে আপনার রেফার করা ব্যক্তিরা যখন আরো নতুন সদস্যকে নিয়ে আসে তখন একটি
বিশাল নেটওয়ার্কের পরিণত হয়। তখন ওই ব্যক্তির রেফারের জন্য নিয়োগ কমিশন পাবেন।
অ্যাপলাইন থেকে ইনকাম ও মার্কেটিং করে ইনকাম সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা
করা হয়েছে।
ফরসেজ অ্যাকাউন্ট খোলার নিয়ম
ফরসেজ Forsage io একাউন্ট জটিল বিষয় নয়। ফরসেজ নিয়মটি সম্পূর্ণ
পড়ুন এবং মোবাইল ফোন অথবা কম্পিউটারে সেটআপ করে নিন। ফরসেজ একাউন্ট করতে
হলে প্রথমেই আপনাকে একটি ট্রাস্ট ওয়ালেট একাউন্ট করতে হবে(ট্রাস্ট ওয়ালেট
একাউন্ট করার নিয়ম নিম্নে দেওয়া আছে)। এরপরে ওয়ালেটে ডলার ডিপোজিট করতে হবে।
- ট্রাস্ট ওয়ালেট ওপেন করুন এবং ব্রাউজারে প্রবেশ করুন।
- রেজিস্টার(Register) সান এ ক্লিক করুন।
-
এরপর ১২ ট্রলার পেমেন্ট করলেই আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে।
- বিএনবি স্মার্ট চেইন 0.12 BNB রাখুন।
- ট্রাস্ট ওয়ালেট ব্রাউজারে সার্চ করুন Forsage.io লিখে তারপরে সকল পারমিশন দিয়ে দিন।
সবগুলো প্রসেস কমপ্লিট করার পরে আপনি আপনার ডলারগুলো দিয়ে বিভিন্ন
ধরনের স্টল ওপেন করতে পারেন এবং এক্স ট্রিপল এক্স ও ট্রিপল এক্স
৪ ওপেন হয়ে যাওয়ার পরে ইনকাম শুরু হবে। আপনার ইনকামের ডলার আপনি সরাসরি
দেখতে পাবেন। ইনকাম বাড়াতে অবশ্যই রেফার করুন যত রেফার করবেন তত ডলার পাবেন।
সেই সাথে রেফার কারী ব্যক্তি কে রেফার করার জন্য উৎসাহ দিন যাতে করে সে রেফার
করলে আপনিও ডলার ইনকাম করতে পারেন।
Trust Wallet ইন্সটল করার নিয়ম
ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার নিয়ম খুব সহজেই জেনে হাতে থাকা মোবাইল ফোনটিতে
ইন্সটল করে ফেলুন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে ইন্সটল করুন। নিম্নে Trust
Wallet ইন্সটল করার নিয়ম খুব সহজেই বিস্তারিত দেওয়া হল।
- প্রথমেই অ্যাপ স্টোর বা প্লে স্টোর ওপেন করুন।
- "Trust Wallet" লিখে সার্চ করুন এবং অ্যাপসটি ডাউনলোড করুন।
- ডাউনলোড সম্পূর্ণ হলে ইন্সটল করে ফেলুন।
- ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি চালু করুন।
- "Create a new wallet" অপশনটি সিলেক্ট করুন।
- Terms of Service আসবে, পড়ে সম্মতি দিন।
- Backup অপশনটি নির্বাচন করুন।
-
এরপর আপনাকে ১২ টি শব্দের একটি Recovery phrase দেওয়া হবে তারপর সেটিকে গোপন
রাখুন। এই ফ্রেজটি আপনার ওয়ালেট পুনরুদ্ধারের কাজে লাগবে।
- Recovery phrase সেভ করার পর, আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট
এই ট্রাস্ট ওয়ালেট একাউন্ট এর মাধ্যমে আপনি ক্রিপটো কারেন্সি পাঠানো গ্রহণ এবং
অন্যান্য সকল লেনদেন সম্পূর্ণ করতে পারবেন। তারপর ফরসেজ অ্যাকাউন্ট করার
নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন।
Forsage io কাজ করার নিয়ম
ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন তার
পাশাপাশি জানুন Forsage io কাজ করার নিয়ম বিস্তারিত। ফরসেজ একটি
ক্রিপটো কারেন্সি ভিত্তিক প্রোগ্রাম যা বিকেন্দ্রীভূত এবং স্ব-নির্বাহী
প্রোগ্রাম। ফরসেজ এর কাজ করার নিয়ম মূলত ব্যবহারকারীদের রেফারেল বোনাস ও ডিম
বোনাস সহ বিভিন্ন প্রকারের ইনকাম করা যায়। অর্থাৎ আপনি চাইলে ফরসেজ থেকে রেফার
এবং টিম গঠন করে অনেক অর্থ উপার্জন করতে পারেন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে।
ফরসেজ Forsage io কাজ করার নিয়ম খুব সহজ এতে অনলাইনে খুব বেশি স্কিল এর প্রয়োজন
হয় না। সাধারণভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে ইনকাম করতে পারবেন। মূলত
বন্ধু-বান্ধবদের সাথে কথা বলতে বলতে Forsage io একটি গ্রুপ তৈরি করতে হয় এই
গ্রুপে যত পরিমানে মেম্বার হবে তত পরিমাণে ডলার ইনকাম করা সম্ভব। ব্যবহারকারীদের
একটি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে ক্রিপটো কারেন্সি ডলার
ইনকাম করা যায়।
ফরসেজ অ্যাপ থেকে আয় করা নিয়ম
ফরসেজ Forsage io অ্যাপ থেকে আয় করতে হলে প্রথমেই অ্যাপটি ডাউনলোড করতে হবে
ডাউনলোডের নিয়ম ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তারপর বিনিয়োগ করতে হবে বিনিয়োগের
পরিমাণ সর্বনিম্ন ১২ ডলার হতে হবে। আপনি চাইলে এর অধিক পরিমাণ বিনিয়োগ করতে
পারবেন এবং যত বেশি বিনিয়োগ করবেন সেখান থেকে তত বেশি ইনকাম করতে পারবেন। এটাকে
Forsage io এর ভাষায় বলা হয় একাউন্ট তৈরি এবং স্মার্ট চুক্তিতে বিনিয়োগ।
ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন সম্পূর্ণ
আর্টিকেলটি পড়লে ফরসেজ অ্যাপ থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। অ্যাপ
এর মাধ্যমে রেফারেল লিংক ব্যবহার করে আয় করা যায়। আপনার রেফারেল লিংক
ব্যবহার করে অন্যদের এই প্লাটফর্মে যোগ দিতে উৎসাহ করুন। যত বেশি মেম্বার বা
ব্যবহারকারী বাড়বে সেখান থেকে আপনি কমিশন পাবেন।
ফরসেজ মার্কেটিং এবং প্রচার প্রচারণা করে ইনকাম করার নিয়ম
ফরসেজ একটি অনলাইন প্লাটফর্ম জাম মার্কেটিং এবং প্রচারণার মাধ্যমে অনেক টাকা
উপার্জন করা যায়। এই মাধ্যমকে সাধারণত মাল্টি লেবেল মার্কেটিং প্ল্যাটফর্ম বা
(MLM) বলা হয়। যেখানে ব্যবহারকারীরা রেফারেল লিংক ব্যবহার করে বিভিন্ন মানুষ কে
উৎসাহিত করে থাকে এসব ওয়েবসাইটে কাজ করার জন্য। ফরসেজ যত মার্কেটিং করা যাবে তত
এর সদস্য বাড়বে আর সদস্য বাড়লে, প্রতিটি সদস্য থেকে কমিশন পাওয়া যাবে যার ফলে
ইনকাম স্বাভাবিকভাবেই বাড়বে।
আপনার রেফারেল লিংক ব্যবহার করে নতুন সদস্যদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন মাধ্যম
ব্যবহার করতে পারেন। যেমন -অনলাইন ফোরাম, ফেসবুক, ইউটিউব এবং আরো বিভিন্ন
অনলাইন অথবা অফলাইন প্লাটফর্ম। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রচার প্রচারণা করতে
পারেন। আপনার রেফারেল করার সদস্যরা যখন কোন প্যাকেজ কিনবে তখন আপনি সাথে সাথে
একটি কমিশন পাবেন। নতুন সদস্যদের আপনার রেফারেল লিংক ব্যবহার করে প্লাটফর্মে যোগ
দিতে উৎসাহিত করুন।
ফরসেজ কতদিন থাকবে?
ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন এর পাশাপাশি
একটি প্রশ্ন সবার মধ্যে থাকে ফরসেজ কতদিন থাকবে। এই প্রশ্নের উত্তর সহজ
ভাষায় বলতে হলে, এর কোন নির্দিষ্ট সময়সীমা নেই। তবে এটি বলা যায় ফরসেজ যদি
কখনো বন্ধ হয় তাহলে অবশ্যই, বন্ধ হওয়ার অন্তত দুই দিন আগে জানতে পারবেন।
বাংলাদেশে তথা সারা বিশ্বে বর্তমানে ফরসেজ থেকে ইনকাম দিনকে দিন বেড়েই চলেছে
সুতরাং অল্প পরিসরে এটি শুরু করতে পারেন ধীরে ধীরে ইনকামের পরিধি বাড়ার সাথে
সাথে বেশি পরিমাণের ইনভেস্ট করতে পারেন।
আরো পড়ুনঃ কোটি টাকা আয় করার উপায়
আরো একটি নির্ভরযোগ্য বিষয় হলো, ফরসেজ এর নির্দিষ্ট কোন মালিক নেই যার ফলে এটি
সহজে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফরসেজ একটি
বিকেন্দ্রীকৃত প্ল্যাটফর্ম এবং এর কোন একক মালিকানা নেই। এটি একটি স্মার্ট
কন্টাক দ্বারা পরিচালিত হয় যা ব্ল্যাকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে
ব্যবহার করা হয়। ফরসেজ কে একটি নেটওয়ার্কিং মার্কেটিং ব্যবসা বলা হয়।
ফরসেজ ট্রেন্ডিং একাউন্ট খোলার নিয়ম
ফরসেজ একটি বিকেন্দ্রীকৃত প্ল্যাটফর্ম যা সাধারণত স্মার্ট কন্টাক্ট
প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হয় এবং এদের মাধ্যমে ক্রিপ্টো
কারেন্সি ট্রেড করা যায়। ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io
কিভাবে ইনকাম করবেন জানুন এবং নিয়মিত ট্রেনিং অ্যাকাউন্ট থেকে অর্থ উপার্জন
করুন। ফরসেজ ট্রেন্ডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট কোন নিয়ম নেই এটি সাধারণ
ফরসেজ অ্যাকাউন্ট করে ট্রেনিং এ আসতে হয়।
ফরসেজ একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম, যার ফলে লেনদেন এবং অ্যাকাউন্ট সম্পর্কিত
তথ্য নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত পাবেন। এছাড়াও ক্রিপ্টো
কারেন্সি ট্রেনিংয়ে ঝুঁকি রয়েছে তাই অবশ্যই করার পূর্বে অল্প পরিসরে
বিনিয়োগ করুন তারপর বুঝে শুনে পরবর্তী সময়ে বিনিয়োগের পরিমাণ বাড়ান।
ফরসেজ এর সবচেয়ে বেশি আয় করা যায় কোন কোনটিতে?
ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন এবং অবশ্যই
জেনে নিন ফরসেজ এর সবচেয়ে বেশি আয় করা যায় কোন সাইট থেকে। সবচাইতে বেশি আয়
করা যায়, ডাইরেক্ট রেফারেল এর মাধ্যমে। যেমন-নতুন সদস্যদের আপনার রেফারেল লিংক
ব্যবহার করে ফরসেজ যোগ করো না এবং তাদের থেকে অধিক পরিমাণে কমিশন উপার্জন করা।
আবার অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম থেকে আয় করা সম্ভব। এগুলো প্রোগ্রামের মধ্যে
সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলো হলো- x3,x4,xGold,xQore, Meta
Force ইত্যাদি। এগুলো একটি প্রোগ্রাম যার নির্দিষ্ট কাঠামো রয়েছে এবং
বিভিন্ন প্রকার আয় করার সুযোগ রয়েছে।
শেষ কথাঃ ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন
ফরসেজ অ্যাকাউন্ট করার নিয়ম-forsage io কিভাবে ইনকাম করবেন জানুন বিস্তারিত
আর্টিকেলটিতে এর বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তবে এক্ষেত্রে ঝুঁকি রয়েছে। ফরসেজে
কামের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ফরসেজ ইনকামের বড় সমস্যা হচ্ছে
প্রতারণা ঝুঁকি। এই সমস্যার কারণে অনেকেই ফরসেজে যুক্ত হতে ভয় পান। এক কথা বলতে
গেলে ফরসেজ থেকে প্রতারণার শিকার হচ্ছে অনেক মানুষ।
সুতরাং আর্টিকেলটি বিস্তারিত করে ফরসেজ নিয়ে কাজ করতে পারেন এতে অবশ্যই ইনকাম
করা সম্ভব। তবে অবশ্যই সতর্কতার কথা মাথায় রেখে কাজ করতে হবে। ফরসেজে
বিনিয়োগ করা ডলার বিভিন্ন কারণে নাও পেতে পারেন প্রথম অবস্থায়। তাই
সর্বনিম্ন ডলার দিয়ে শুরু করতে পারেন এতে এতে ঝুকির পরিমাণ কম। ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url