সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জেনে নিন
বাংলাদেশী সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জানুন। অনেকেই বিভিন্ন কারণে বাংলাদেশের সিম ব্যবহার করেন কিন্তু সিমের মালিকানা অন্য কেউ। অনেকেই দেখা যায় নিজের আইডি কার্ড না থাকলে পরিবারের অন্য কোন সদস্য অথবা বিভিন্ন রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে।
পরবর্তী সময় নিজের নামে এনআইডি কার্ড হলে অবশ্যই নিজের নামে সিম করে ফেলুন। কেননা অন্যের নামে সিম থাকা অবস্থায় নিজে ব্যবহার করলে ভয়াবহ বিপদ হতে পারে। এই আর্টিকেলটিতে সম্পূর্ণ বিস্তারিত সব সিম পরিবর্তনের নিয়ম বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
সূচিপত্রঃ সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জেনে নিন
- সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জেনে নিন
-
সিমের মালিকানা চেক করার নিয়ম
- গ্রামীনফোন সিম মালিকানা মালিকানা পরিবর্তন করার নিয়ম
- স্কিটো সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
-
বাংলালিংক সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
- রবি সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
- এয়ারটেল সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
- টেলিটক সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
-
সিম মালিকানা পরিবর্তনে প্রয়োজনীয় ডকুমেন্ট
-
মৃত ব্যক্তির সিম মালিকানা পরিবর্তন নিয়ম
সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জেনে নিন
সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জেনে এখনই সিমের মালিকানা
পরিবর্তন করে ফেলুন। বর্তমানে সবার হাতে মোবাইল ফোন একে অপরের সাথে যোগাযোগ
করতে সবচাইতে গুরুত্বপূর্ণ চিপসটির নাম সিম কার্ড। বর্তমানে হাজার হাজার সিম
কার্ড ব্যবহার হচ্ছে মালিকের নাম না জেনেই। বিভিন্ন কারণে এটি হয়ে থাকে
যেমন বয়স কম থাকায় সিম রেজিস্ট্রেশন করতে না পারায় অন্যের নামে সিম উত্তোলন
করা অথবা মোবাইলের দোকান থেকে একটি সিম ক্রয় করা।
আরো পড়ুনঃ বিএমইটি রেজিস্ট্রেশন করার নিয়ম
কিন্তু অন্যের নামে সিম ব্যবহার করা বিপদজনক। এই আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা
করা হয়েছে বাংলাদেশী সব সিম মালিকানা পরিবর্তনের নিয়ম। মা বাবা, ভাই বোন বা
অন্যের নামে যদি সিম থাকে তাহলে অবশ্যই নিজের নামে করে ফেলুন। সিম মালিকানা
পরিবর্তনে কোন প্রকার টাকা খরচ হয় না আর যদিও বা হয় তাহলে সর্বোচ্চ ২০
টাকা চার্জ প্রযোজ্য হবে। নিম্নে সব কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সিম
কোম্পানির নিয়ম অনুসারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সিমের মালিকানা পরিবর্তন
করবেন।
সিমের মালিকানা চেক করার নিয়ম
সব সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম জেনে পরিবর্তন করতে চাইলে অবশ্যই
আপনাকে সর্বপ্রথম জানতে হবে সিমটির বর্তমান মালিকের নাম। অনেক সময় আমরা
নিজের অজান্তেই অন্যের মালিকানা সিম ব্যবহার করে থাকি। তাই সিম ব্যবহার করার আগে
মালিকানা পরিবর্তন করা অত্যন্ত জরুরী আর এ মালিকানা পরিবর্তন করতে হলে জানতে
হবে সিমের মালিকানা চেক করার নিয়ম। নিম্নে সব সিমের মালিকানা চেক করার
নিয়ম দেওয়া হল।
- গ্রামীনফোন(GP): ডায়াল করুনঃ *1600*2# অথবা আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে "info" লিখে 4949 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনি সিম নিবন্ধন সম্পর্কে সম্মানিত একটি উত্তর সাথে সাথে এসএমএস এর মাধ্যমে পাবেন।
- বাংলালিংকঃ ডায়াল করুনঃ বাংলালিংক সিমের মালিকান চেক করার কোন কোড নেই। সিম সম্পর্কিত তথ্য পেতে ডায়াল করুন *16001# আরো তথ্য পেতে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। অথবা ডায়াল করুন *1600#
- রবি বা এয়ারটেলঃ আপনার জাতীয় পরিচয় পত্রের অধীনে যে সিমটি আছে কিনা এটি চেক করতে পারবেন। এটা চেক করতে ডায়াল করুন *16001# এরপর অনুরোধ আসলে আপনার এনআইডি কার্ডের শেষ চারটি অক্ষর দিন। ফিরতি মেসেজে আপনার উত্তর পেয়ে যাবেন। অথবা ডায়াল করুন *1600#
- টেলিটকঃ আপনার টেলিটক মোবাইল ফোন থেকে ডায়াল করুন *16001# এরপর একটি বার্তা পাবেন সেখানে আপনার এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা দিন। এরপর প্রাসঙ্গিক বার্তা পাবেন। অথবা ডায়াল করুন *1600#
গ্রামীনফোন সিম মালিকানা মালিকানা পরিবর্তন করার নিয়ম
গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তনের জন্য প্রথমেই বর্তমানে যার নামে
রেজিস্ট্রেশন আছে তার সহমত থাকা লাগবে। কেননা বর্তমান মালিকের ফিঙ্গারপ্রিন্ট
দেওয়া লাগবে সিম পরিবর্তন করার ক্ষেত্রে। উভয়েরই বায়োমেট্রিক ভেরিফিকেশন বা
ফিঙ্গারপ্রিন্ট সহ গ্রামীণ ফোন এক্সপেরিয়েন্স সেন্টার অথবা গ্রামীণফোন গ্রাহক
সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে একটি ফর্মের এর মাধ্যমে মালিকানা পরিবর্তন
করা হয়।
আরো পড়ুনঃ সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক ২০২৫
মালিকানা পরিবর্তন করতে গ্রামীণফোন গ্রাহক সেবা অফিসে অবশ্যই উভয়েরই এনআইডি
কার্ড নিয়ে যেতে হবে। এনআইডি কার্ড নাম্বার সহ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাধ্যমে
পরিবর্তন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এক্ষেত্রে এক্সপ্রেস এবং সিম
রিপ্লেসমেন্ট পয়েন্টে সর্বোচ্চ ২০ টাকা চার্জ প্রযোজ্য করা হতে পারে।
স্কিটো সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
স্কিটো সিম মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই গ্রামীণফোন কাস্টমার কেয়ার
অথবা সার্ভিস সেন্টারের যেতে হবে। নতুন গ্রাহক সাথে পুরনো গ্রাহক দু'জনকেই
এনআইডি কার্ডের তথ্য নিয়ে গ্রামীনফোন সেন্টারের যাওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট
দিতে হবে। মালিকানা হস্তান্তরের সময় পূর্বের সিম কার্ডের মালিক এবং নতুন সিম
কার্ডের মালিক কে উভয় উপস্থিত থাকতে হবে।
বর্তমানে এই মালিকানা পরিবর্তন করার জন্য ১১৫ টাকার চার্জ নিয়ে থাকে
গ্রামীণফোন কাস্টমার কেয়ার। আবার কেউ মনে করে স্কিটো সিম থেকে
গ্রামীণফোন সিমে যেতে চান তাহলে ফ্রিতেই এই সার্ভিস পাওয়া যায়। এর জন্য
গ্রামীণফোন সেন্টারে এনআইডি কার্ড প্রমাণ সহ যেতে হবে। স্কিটো থেকে
গ্রামীণফোন সিমে কনভার্ট করা খুব সহজেই অল্প সময়ে হয়।
বাংলালিংক সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
বাংলালিংক সিম মালিকানা পরিবর্তন করার জন্য, বাংলালিংক কাস্টমার কেয়ারে আবেদন
করতে হবে। গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে সেখান থেকে একটি ফর্ম নিয়ে পূরণ
করতে হবে। বর্তমান মালিক এবং ভবিষ্যৎ মালিকের সম্মতি ক্রমে ফর্ম পূরণ করতে হবে।
এরপরে উভয় সম্মতিতে বায়োমেট্রিক দিতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য
কিছু নিয়মকানুন রয়েছে যা বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে কাস্টমারকে জানানো
হয়।
নতুন মালিকের জাতীয় পরিচয় পত্র সাথে রাখতে হবে এবং সিমটির আগের মালিকের
জাতীয় পরিচয় পত্র সাথে রাখতে হবে। আপনার দেওয়া ডকুমেন্টসমূহ ও তথ্য যাচাই
করা হবে। বাংলালিংক সিম পরিবর্তনের ক্ষেত্রে কোন প্রকার ফি প্রযোজ্য নেয়।
সবকিছু ঠিক থাকলে সিমের মালিকানা হস্তান্তর কাজ সম্পন্ন করা হবে।
রবি সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
আপনি রবি সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজে। এর জন্য কিছু
প্রক্রিয়া অবলম্বন করতে হবে। অন্যান্য সিমের মধ্যে প্রথমে রবি কাস্টমার
কেয়ারে যেতে হবে এবং একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয়
ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন এনআইডি কার্ড ও বর্তমান মালিকের এনআইডি কার্ড।
সিম রেজিস্ট্রেশন সম্পর্কিত অন্যান্য নথি জমা দিতে হবে।
রবি কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই-বাছাই করবে। যদি সবকিছু ডকুমেন্ট ঠিক থাকে
তাহলে মালিকানা পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মালিকানা পরিবর্তনের
ক্ষেত্রে বর্তমান মালিক ও নতুন মালিক উভয়কে সশরীরে উপস্থিত থাকতে হবে।
মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে উভয়কে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিতে
হবে।
এয়ারটেল সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
আপনি যদি আপনার এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করতে চান, তাহলে সর্বপ্রথম
আপনাকে গ্রাহক আবেদন পত্র (সি আর এফ) পূরণ করতে হবে। তারপর অবশ্যই
আপনাকে বৈধ ঠিকানা ও পরিচয় প্রমাণের কাগজপত্র জমা দিতে হবে। তবে আপনাকে
অবশ্যই প্রথমে নিশ্চিত হতে হবে যে আপনি আপনার সিম প্রতিস্থাপন করতে চান, নাকি
মালিকানা পরিবর্তন করতে চান।
মালিকানা পরিবর্তনের নিয়মসমূহ
- সর্বপ্রথম মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে ।তবে অবশ্যই এজন্য এয়ারটেল কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে।
- তারপর আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং আইডি কার্ড জমা দিতে হবে।
- কাগজপত্র জমা দেওয়ার পর নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
- এরপর সবকিছু সঠিক থাকলে ভেরিফিকেশনের পর মালিকানা পরিবর্তন সম্পন্ন হবে।
টেলিটক সিম মালিকানা পরিবর্তন করার নিয়মঃ
টেলিটক সিমের মালিকানা পরিবর্তনের আগে জানতে হবে, এতে আদৌ সম্ভব কিনা। হ্যাঁ
অবশ্যই এটি সম্ভব। তবে এক্ষেত্রে নতুন এবং বর্তমান গ্রাহককে টেলিটক কাস্টমার
কেয়ার সেন্টারে সরাসরি উপস্থিত থাকতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র সহ। আগে এর
জন্য কোন ফি প্রযোজ্য না থাকলেও বর্তমানে সামান্য ফি যুক্ত করা হয়েছে। আর
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে নতুন গ্রাহকের দুই কপি ছবি, বর্তমান গ্রাহকের
একটি ছবি ও উভয় গ্রাহকের এন আই ডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে ।
সংক্ষেপে প্রয়োজনীয় শর্তাবলীঃ
- উভয়গ্রাহক (বর্তমান এবং নতুন) কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি উপস্থিত থাকতে হবে।
- নতুন গ্রাহকের দুই কপি ছবি এবং বর্তমান গ্রাহকের এক কপি ছবি লাগবে।
- উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি।
- নতুন গ্রাহকের পক্ষ থেকে একটি আবেদন পত্র(সিআরএফ) পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
এরপর যাচাই-বাছাই করার পর সিমের মালিকানা পরিবর্তন হবে ।
বিশেষ দ্রষ্টব্যঃমালিকানা পরিবর্তনের সময় উভয় গ্রাহকের উপস্থিতি বাধ্যতামূলক।
প্রয়োজনে টেলিকম কাস্টমার কেয়ার
সেন্টারে সহযোগিতা নিন।
সিম মালিকানা পরিবর্তনে প্রয়োজনীয় ডকুমেন্টঃ
সিম মালিকানা পরিবর্তন এ সর্বপ্রথম যে ডকুমেন্টটি অবশ্যই দরকার সেটি হল,
বর্তমান গ্রহিতা এবং নতুন গ্রইডার জাতীয় পরিচয় পত্র এবং গ্রহীতাদের ছবি। যদি
সিম পরিবর্তন বা রিপ্লেসমেন্ট করতে চান তাহলে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা,
এক্ষেত্রে আরো কিছু কাগজপত্র লাগতে পারে।
আরো পড়ুনঃ ঈমান ও আকিদার মধ্যে পার্থক্য
সিম মালিকানা পরিবর্তনের জন্য অপরিহার্য ডকুমেন্টসমূহঃ
- বর্তমান সিম গ্রহীতা এবং নতুন সিম গ্রহীতা জাতীয় পরিচয় পত্র(এন আই ডি)।
- নতুন সিম গ্রহীতার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
- সিমটি মৃত ব্যক্তির নামে থাকলে, তার মৃত্যু সনদপত্র, এন আই ডি এবং ওয়ারিশ সার্টিফিকেট।
- তবে যদি সিম পরিবর্তন করতে চান তাহলে ২০০ টাকা চার্জ লাগতে পারে।
উল্লেখ্য যে, সিমের মালিকানা পরিবর্তনের জন্য অবশ্যই নতুন এবং
বর্তমান গ্রহীতাকে কাস্টমার কেয়ার সেন্টারে উপস্থিত থাকতে হবে,
প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে।
সিম মালিকানা পরিবর্তনে প্রয়োজনীয় ডকুমেন্ট
সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম ইতিমধ্যেই আমরা জেনেছি তবে সিম
মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে কিছু ডকুমেন্টের প্রয়োজন। সাধারণ পুরাতন
গ্রাহক বা নতুন গ্রাহকের চিত্রে এনআইডি কার্ড অর্থাৎ এ পরিচয় পত্র, ছবি এবং
সিমের বায়োমেট্রিক যাচাই-বাছাই করন হয়। সিম মালিকানা পরিবর্তনের প্রয়োজনীয়
ডকুমেন্ট নিম্নে দেওয়া হলো।
- বর্তমান সিমের মালিকের জাতীয় পরিচয় পত্র ও ছবি(সাদা ব্যাকগ্রাউন্ড)।
- নতুন সিমের মালিকের জাতীয় পরিচয় পত্র ও ছবি(সাদা ব্যাকগ্রাউন্ড)।
- বর্তমান মালিকের ফিঙ্গারপ্রিন্ট।
সাধারণত, এ সকল ডকুমেন্ট সঠিক যাচাই-বাছাই করার পরে সিমের মালিকানা পরিবর্তন
করে দেয়। বিভিন্ন সিম কোম্পানির কাস্টমার কেয়ার।
মৃত ব্যক্তির সিম মালিকানা পরিবর্তন নিয়মঃ
সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম সাধারণত একই হলেও মৃত ব্যক্তির সিম
মালিকানা করার ক্ষেত্রে কিছু আলাদা ডকুমেন্টের প্রয়োজন হয়। মৃত ব্যক্তির নামে
নিবন্ধন সিমের মালিকানা পরিবর্তন করার জন্য, সিমের প্রকৃত মালিকের অর্থাৎ মৃত
ব্যক্তির এনআইডি কার্ড ও নতুন মালিকের সাথে মৃত ব্যক্তির সম্পর্কের অরিসনামর
ডকুমেন্ট প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন সময় মৃত ব্যক্তি অন্যান্য আত্মীয়
NOC(নো অবজেকশন সার্টিফিকেট) প্রয়োজন হয়। নিম্নে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
দেওয়া হল।
- মৃত ব্যক্তির এনআইডি কার্ড।
- নতুন মালিকের এনআইডি কার্ড।
- নতুন মালিকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
-
মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট। অথবা ব্যক্তিটি মৃত এর প্রমাণ।
-
মৃত ব্যক্তি অর্থাৎ বর্তমান সিমের মালিক এবং নতুন সিমের মালিকের
সম্পর্কের ওয়ারিসনামা।
- মৃত ব্যক্তির আত্মীয়র ওয়ারিসনামা।
প্রয়োজনীয় সব ডকুমেন্ট নিয়ে নতুন মালিককে সিম অনুযায়ী নির্দিষ্ট
কাস্টমার কেয়ারে যেতে হবে। সবকিছু ডকুমেন্ট ঠিক থাকলে। ডকুমেন্ট যাচাই
করুন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে মালিকানা পরিবর্তন হয়ে যাবে।
উপসংহারঃ সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম
সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জেনে নিন এবং নিজের
নামে সিমটি করে ফেলুন। সিমের মালিকানা পরিবর্তন করার জন্য, সাধারণত সিম
বিক্রেতা গ্রামীণফোন, এয়ারটেল, রবি, টেলিটক, বাংলালিংক এর কাস্টমার
কেয়ারে যোগাযোগ করতে হয়। তবে সব সিম মালিকানা পরিবর্তন করার নিয়ম জানা
থাকলে আপনি খুব সহজে মালিকানা পরিবর্তন করতে পারবেন।
সব সিমের মালিকানা পরিবর্তন সম্পূর্ণ প্রক্রিয়া দেওয়া হয়েছে এই
আর্টিকেলটিতে। প্রতিটি সিম কোম্পানি নিজস্ব নিয়ম ও পদ্ধতি থাকে।
তাই আপনি যেই সিম মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তার প্রয়োজনীয়
ডকুমেন্ট করণীয় ইত্যাদি তুলে ধরা হয়েছে। প্রয়োজনে সিম কোম্পানির
ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url