বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি কার্যকরী উপায়
বাবুল গেম খেলে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কিভাবে খেলবেন বা কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায়। এর সহজ ১০ টি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হলো। আপনি যদি ঘরে বসে টাকা ইনকামের কথা ভাবেন তাহলে অবশ্যই কার্যকারীতা জেনে নিন।
বর্তমানে বাংলাদেশের প্রচুর পরিমাণের লোক মোবাইলে বাবুল গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করছে। এর অন্যতম কারণ হচ্ছে এখানে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয় না। অন্য সাধারণ গেম খেলার মতই খেলে টাকা ইনকাম করা যায়। চলুন দেখে নেই বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি কার্যকরী উপায়।
সুচিপত্রঃ বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি কার্যকরী উপায়
- বাবুল গেম কি?
- বাবুল গেম খেলে কি সত্যি টাকা ইনকাম করা যায়?
- বাবুল গেম খেলে টাকা বিকাশ পেমেন্ট
- বাবুল গেম খেলে টাকা ইনকাম করার সেরা ৫টি অ্যাপস
- Bubble Burst Make-Money
- WinZo Gold
- Bubble Cash
- Swagbucks Live
- Bitcoin Pop
- বাবুল গেম সম্পর্কে প্রশ্ন ও উত্তর
বাবুল গেম কি?
অনেকে আমরা জানিনা বাবুল গেম কি? বাবুল গেম এমন একটি গেম যেখানে আপনাকে একই
রকমের বলগুলো মিলিয়ে, বলগুলো ভাঙতে হবে। এটি হচ্ছে মজাদার একটি গেম যেটি
অনেকে পছন্দ করে থাকে। আবার অনেকে জানে না গেমটি থেকে দিনে অন্তত ৫০০ থেকে টাকা
১০০০পর্যন্ত ইনকাম করা যায়। বাবুল গেমের বর্তমানে এমন কিছু অ্যাপস রয়েছে
যেগুলোতে গেম খেলার বিনিময়ে পয়েন্ট বা টাকা দিয়ে থাকে।
বাবুল গেম এমন একটি প্ল্যাটফর্ম যেটির অনেকগুলো সিরিজ রয়েছে যা মূলত তাই-তো
দ্বারা তৈরি এবং প্রকাশিত হয়েছে। সিরিজের প্রথম বাবুল বল ১৯৮৬ সালে একটি আরকেড
কেবিনেট হিসাবে প্রকাশিত হয়েছিল। বাবুল গেম অনলাইনে ফ্রিতে খোলা যায় এবং অনেক
টাকা ইনকাম করা যায়। আজকে বাবুল গেম সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
তাই বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি কার্যকরী উপায় জানি।
বাবুল গেম খেলে কি সত্যি টাকা ইনকাম করা যায়?
বাবুল গেম খেলে বর্তমানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ইয়াং ছেলে মেয়ে ইনকাম
করছে। এটা শুনতে অবাক লাগলেও সত্যি, এই গেম খেলে টাকা ইনকাম করা যায়। আজকাল
হাজার হাজার মানুষ নিজেদের মোবাইল ফোনে এই গেমটি খেলে থাকে। বাবুল গেম খেলে দিনে
৫০০/১০০০ টাকা ইনকাম করতে পাবেন ঠিকই। কিন্তু বড় পরিসরে ইনকাম করতে পারবেন
না।
এটি পেশাগত ইনকামের সোর্স হিসেবে আপনি নিতে পারবেন না। অবসর সময়ে গেম খেলে ভালো
লাগার পাশাপাশি অল্প আয় করতে পারবেন। এই গেম খেলতে বিশেষ পরিকল্পনা
প্রয়োজন হয় না। টাইম পাস করে টাকা ইনকাম করা যায় এই গেমের মাধ্যমে। আর গেম
খেলে ইনকামের একটি অতিরিক্ত উৎস থাকলে মন্দ হয় না।
বাবুল গেম খেলে টাকা বিকাশ পেমেন্ট
বাবুল গেম খেলে টাকা ইনকাম করে বিকাশে কিভাবে নিতে হয় অনেকেই জানেনা। বিকাশের
মাধ্যমে টাকা নেওয়ার প্রসেসটা জানা জরুরী। প্রথমেই এই গেম খেলে পর্যাপ্ত পয়েন্ট
করে নিন । পয়েন্ট থেকে টাকা আপনার একাউন্টে নিন। একাউন্টে ব্যাল্যান্স চেক
করতে ওয়ালেট ওপেন করে দেখে নিন। তারপরে উইথড্র অপশনে ক্লিক করুন।
তারপরে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে বিকাশ সিলেক্ট করুন।
বাবুল গেম বিকাশ সাধারণত থাকে এরপর আপনার বিকাশ নাম্বারটি দিন। এরপর আপনার
ফোনে দুই/তিন মিনিটের মধ্যে টাকা চলে আসবে। সার্ভারের সমস্যা থাকলে কোন কোন
সময় এক/দুই দিনও সময় লেগে যেতে পারে। বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি
কার্যকরী উপায় জানুন বিস্তারিত, জেনে গেম খেলুন তাহলে খুব সহজে ইনকাম করতে।
বাবুল গেম খেলে টাকা ইনকাম করার সেরা ৫টি অ্যাপস
বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যায় অনেক অ্যাপস এ। কিন্তু আজকে আমরা জানবো ৫ টি
কার্যকার এই অ্যাপস যা আজকে থেকেই ইনকাম করা সম্ভব। আমরা অনেকে বিনোদনের জন্য
বিভিন্ন ধরনের গেম খেলে থাকি। বিশেষ করে অনেকেই বাবুল গেমটি খেলে থাকে মজা করে।
কিন্তু তারা ইনকাম করতে পারেনা এর অন্যতম প্রধান কারণ কোন অ্যাপস দিয়ে কিভাবে
খেলতে হয় জানে না।
আরও পড়ুনঃ কোটি টাকা আয় করার উপায়
বর্তমান সময়ে ঘরে বসে অনেকেই বিভিন্ন ধরনের গেম খেলে টাকা উপার্জন করে। এই
বাবুল গেম টি অন্যতম সেরা মানুষের পছন্দের। আপনাদের এই অ্যাপস উপায় গুলো
সম্পর্কে অতিরিক্ত বিস্তারিত জেনে রাখা ভালো যা আমরা আলোচনা করেছি। এমন বেশ কিছু
জনপ্রিয় অ্যাপস ও সাইটের নাম তুলে ধরা হলো যেখানে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে
পারবেন।
Bubble Burst Make-Money
বাবুল গেমে দ্রুত টাকা ইনকাম করার একটি জনপ্রিয় এপ্লিকেশন হলো Bubble Burst
Make-Money এই গেমটির মাধ্যমে আপনি বাবুল শুটার গেম খেলার পয়েন্ট অর্জন
করতে পারবেন। প্রতিটি ধাপে ধাপে স্কোর গেইন করার মাধ্যমে রিওয়ার্ড পাবেন যা
নির্দিষ্ট সার্কেলে পৌঁছালে নগদ টাকাতে রুপান্তর করতে পারবেন। এই অ্যাপটি
থেকে খুব সহজে করতে পারবেন।
বর্তমানে এই গেমটি ১ মিলিয়ন বা ১০ লাখেরও বেশি ডাউনলোড করা হয়েছে। যা বেশিরভাগ
মানুষ ভালো রেটিং দিয়েছে। এই গেমটি খেলতে হলে প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে
হবে। এর কারণ বেশি অর্থ উপার্জন করতে চাইলে আপনাকে গেমটিতে সময় দিতে হবে। এই
গেমটি মজা করে খেলা যায় এবং গেমটি উপভোগ করা যায়।
WinZo Gold
এটি একটি মজার এবং আকর্ষক গেম যেখানে আপনাকে একাই আইটেম গুলোকে বাছাই করে
চ্যালেঞ্জের সাথে মিলাতে হবে। WinZo Gold গেম হল ব্যবহারকারীদের একাধিক
ফরম্যাটে স্কিল গেম খেলার এবং তার বিনিময়ে নগদ অর্থ উপার্জন করার একটি
প্লাটফর্ম। WinZo Gold এমন একটি গেম একত্রে টুর্নামেন্টেরও আয়োজন করা হয়ে
থাকে।
বর্তমানে এই গেমটির গুলো ভার্সন রয়েছে। সেগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী বাছাই
করতে পারবেন। এই গেমটি মোবাইল ফোন ও কম্পিউটার দিয়ে খেলতে পারবেন। এবং অর্থ
উপার্জন করার জন্য এই গেমটি অন্যতম সেরা। টাকা লেনদেনের ব্যাপারেও গেমটি
যথেষ্ট ফাস্ট যা দ্রুত লেনদেন করা যায়। বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি
কার্যকরী উপায় মধ্যে এটি অন্যতম।
Bubble Cash
বর্তমান বিশ্বে Bubble Cash অনেক জনপ্রিয় একটি রিয়াল মানি গেমিং অ্যাপস। এই
গেমটি থেকে আপনাকে প্রতিযোগিতামূলক বাবুল শুটিং গেম খেলে ইনকাম করা যায়। Bubble
Cash মূলত একত্রে অনেকগুলো বাবুল ভাঙতে হয়। বাবুল ভাঙ্গার ক্ষেত্রে একসাথে
মিনিমাম তিনটি বাবুল ভাঙতে হবে বা অধিক বাবুল ভাঙতে হয়। তারপর ইনকাম করা যায় এই
ইনকামের টাকা PayPal এর মাধ্যমে পালন করা যায় সাধারণত।
Bubble Cash বাবুল গেমের সবচেয়ে বড় আকর্ষণ হল। এই গেমে বাৎসরিক প্রতিযোগিতামূলক
টুর্নামেন্ট হয়ে থাকে। গেম খেলে উইনারদের লক্ষ লক্ষ টাকা পর্যন্ত প্রাইস মানি
দিয়ে থাকে টুর্নামেন্ট থেকে। সাধারণত স্কোর এর ভিত্তিতে পুরস্কার জেতা
যায়। উল্লেখিত টুর্নামেন্ট খেলতে হলে আপনাকে বাবুল গেমের প্রতি অনেক বেশি দক্ষ
হতে হবে। আপনি মোবাইলে গেম খেলে এই দক্ষতা অর্জন করতে পারেন।
Swagbucks Live
Swagbucks Live হচ্ছে একটি কুইজ অ্যাপ, যেখানে আপনি কুইজ খেলে অর্থ উপার্জন
করতে পারবেন। তারপর বিজ্ঞাপন দেখে পয়েন্ট উপার্জন করতে পারবেন উক্ত পয়েন্ট
দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এই অনলাইন প্লাটফর্মটি বিশ্ব অত্যন্ত জনপ্রিয়
কেননা শুধুমাত্র বাবুল গেমে টাকা উপার্জন করা যায় এমনটি নয় বরং অনেক
অনলাইন উপায়ে এই সাইটটি থেকে টাকা ইনকাম করা যায়।
Swagbucks Live এর বিভিন্ন গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয় এবং PayPal ক্যাশ ও
গিফট কার্ড এর মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। পয়েন্ট অর্জন করে টাকা ইনকামের
পাশাপাশি বিভিন্ন ধরনের কুইজে অংশগ্রহণ করা যায়। যেগুলো মূলত কুইজ প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতা গুলো থেকে ভালো পরিমাণের অর্থ উপার্জন করা যায়। এটি বর্তমানে এক
কোটি লোকের অধিক ব্যবহার করে থাকে।
Bitcoin Pop
Bitcoin Pop একটি চোখ ধাঁধানো রঙিন গেম সেটি অনেক প্রাণবন্ত
আপনাকে ঘন্টার পর ঘন্টা গেম খেলার জন্য উৎসাহ যোগাবে। মূলত এটি মূলত বাবুল
শুটার গেম এখানে আপনাকে বাবুল ফাটিয়ে একের পর এক লেবেল কমপ্লিট করতে হবে। এই
গেমে প্রচুর বিনোদন আছে এবং ইনকাম করার সুযোগ আছে। আপনাকে এক কালারের বাবুল
মিলিয়ে ভাঙতে হবে তারপর একের পর এক লেবেল সম্পূর্ণ করতে হবে।
এরপর ব্লক চেনের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে সেগুলো মূলত বিট কয়েন। এগুলো কয়েন
পপ অ্যাপের মাধ্যমে কাজ করে। তারপর পয়েন্ট বেজ কয়েন বেস ওয়ালেটে
ট্রান্সফার করা যায়। এরপর পেপালের মাধ্যমে টাকা নেওয়া যায়। তারপর বিকাশের
মাধ্যমে টাকাতে রূপান্তর করা যায় খুব সহজে। বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা
১০টি কার্যকরী উপায় এটি আপনার জন্য সেরা হতে পারে।
বাবুল গেম সম্পর্কে প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ বাবুল গেম সবাই খেলতে পারবে কি?
উত্তরঃ বাবুল গেম খুব সহজেই খেলা যায় এতে কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না
তাই সকলে খেলতে পারবে।
প্রশ্নঃ বাবুল গেম কি মোবাইল দিয়ে খেলা যায়?
উত্তরঃ হাঁ আপনি খুব সহজেই মোবাইল দিয়ে খেলতে পারবেন সাথে কম্পিউটার দিয়েও খেলতে
পারবেন।
প্রশ্নঃ বাবুল গেম খেলে কি পরিমান টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ বাবুল গেম খেলে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।
প্রশ্নঃ বাবুল গেম টাকা কি সত্যি পাওয়া যায়?
উত্তরঃ হাঁ, পাওয়া যায়। টাকা Paypal থেকে বিকাশের মাধ্যমে নেওয়া যায়।
সর্ব শেষ- বাবুল গেম খেলে টাকা ইনকাম
আপনি অনলাইন থেকে অনেক গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এর মধ্যে বাবুল গেম
উন্নতম কারন এই গেম খেলতে কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না এটা সাধারণত অবসর সময়ে
খেলা যায়। তবে এই গেম খেলে আপনি কখন লাখ টাকা ইনকাম করতে পারবে না। এটা অল্প কিছু
টাকা ইনকামের জন্য খেলতে পারেন।
বাবুল গেম খেলে টাকা ইনকাম-সেরা ১০টি কার্যকরী উপায় উপরে বিস্তারিত বর্ণনা দেয়া
হয়েছে। যেগুলো জানলে আপনি সঠিক ধারণা নিয়ে গেম খেলতে পারবে এতে করে আপনি বুঝবেন
কিভাবে দ্রুত টাকা ইনকাম করা যায়। যারা আপস থেকে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম
করার কথা ভাবছেন তাদের জন্য কার্যকরী উপায় হবে।
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url