আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা
আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আকন্দ গাছ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এখনতো গাছের ফুল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আকন্দ গাছ সম্পূর্ণ একটি ভেষজ ঔষধি গুণে গুণান্বিত উদ্ভিদ।
আকন্দ গাছের পাতা, মূল, ছাল ও দুধালো রসের ব্যবহার করে নানা রোগের
চিকিৎসায়। এই উদ্ভিদটি শরীরের বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকে।
আকন্দ গাছের অনেক ওষুধ রয়েছে, তবে বিষাক্ত দিকও অনেক রয়েছে। তাই সঠিক নিয়ম
জেনে এই উদ্ভিদটি ব্যবহার করা জরুরি।
সূচিপত্রঃ আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা
- আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা
- আকন্দ গাছের ফুলের উপকারিতা
- আকন্দ গাছের ১০টি বিশেষ উপকারিতা
- আকন্দ গাছের যত গুণ
- আকন্দ পাতার ঔষধি গুনাগুণ
- আকন্দ গাছের ব্যবহারের নিয়ম
- আকুন্দ গাছের শিকড়ের উপকারিতা ও নিয়ম
- আকন্দ গাছের বৈশিষ্ট্য
- আকন্দ গাছ কোথায় পাওয়া যায়?
- আকন্দ গাছ ব্যবহারের সতর্কতা
আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা
আকন্দ গাছ বিভিন্ন প্রকারের ঔষধি গাছ। আকন্দ গাছের বৈজ্ঞানিক নাম
"Calotropis Gigantea" গাছটির বিভিন্ন অংশ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই
গাছটি সাধারণত ৩-৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এশিয়ার মধ্যে সাধারণত দুই
প্রকার আকন্দ গাছ দেখা যায়। এদের মধ্যে শ্বেত আকন্দ গাছ ও লাল আকন্দ
গাছ। শ্বেত আকন্দ গাছ গাছের ফুলের রং সাদা ও লাল আকন্দ গাছের ফুলের রং
বেগুনি কালার হয়ে হয়।
এই গাছটি বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে অথবা জঙ্গলে দেখা যায়। আকন্দ গাছটি
দেখতে ধুসর রঙের এবং কাণ্ড ও পাতায় দুধালো রস বের হয়। এই রসে থাকে
কার্ডিয়াক গ্লাইকোসাইডস এবং এবং অ্যালকালয়েড জাতীয় রাসায়নিক উপাদান
যা বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই আর্টিকেলটি সাজানো হয়েছে সম্পূর্ণ
আকন্দ গাছের উপকারিতা ও আকন্দ ফুলের উপকারিতা ও ১০টি কার্যকরী বিশেষ
উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আকন্দ গাছের ফুলের উপকারিতা
আকন্দ গাছের প্রচুর পরিমাণ ঔষধি গুনাগুন রয়েছে। তবে আকন্দ গাছের
ফুল বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয় এবং এর উপকারিতা অনেক বেশি। আকন্দ গাছের
ফুল থেকে বিভিন্ন রকম রোগ নিরাময় করা হয়। তার মধ্যে রয়েছে-সর্দি, কাশি,
হাঁপানি ও পেটের মধ্যে কৃমি রোগের চিকিৎসা করা হয়। আকন্দ গাছের ফুল বাত
ব্যথা কমাতে ব্যবহার করা হয়। তাদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ব্যবহার করা হয়,
হাঁপানি রোগীদের।
হাঁপানি রোগের ক্ষেত্রে একটি ভেষজ ফর্মুলা পালন করে ওষুধ তৈরি করা হয়।
হাঁপানি রোগের মহা ঔষধ হচ্ছে আকন্দ গাছের ফুল। আকন্দ গাছের ফুলের মাঝখানে,
চোখ আকার অংশ ১৪টি নিতে হয়। তার সাথে ২১টি গোলমরিচ দিয়ে। একসাথে মিশ্রিত
করে বেটে, ২১টি বড়ি বানিয়ে প্রতিদিন সকালে পানির সাথে মিশে একটি করে
বড়ি খেতে হয়। তবে এই ওষুধ খাওয়ার সময় শুধু দুধ ভাত খাওয়া যায়। এটি
একটি ভেষজ ওষুধ তাই অবশ্যই পরামর্শ নিয়ে, খেতে হবে।
আকন্দ গাছের ১০টি বিশেষ উপকারিতা
আকন্দ গাছের পাতা, ছাল, ফুল ও দুধালো রস ঔষধি
গুন সম্পূর্ণ। আকন্দ গাছের পাতায় এক ধরনের এনজাইম সমৃদ্ধ
তরুক্ষির বিদ্যামান। এই গাছে রয়েছে বিভিন্ন গ্লাইকোসাইট ও বিটা-এমাইরিন, যা
মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। আকন্দ গাছের অনেক উপকারিতা থাকলেও সবচাইতে
কার্যকরী ১০টি বিশেষ উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো।
- শ্বাসকষ্ট ও হাঁপানি সমস্যা দূর করেঃ আকন্দ পাতা পানিতে গরম করে, পানি থেকে বের হওয়া ধোয়া শ্বাসের সাথে নিলে শ্বাসকষ্ট দূর হয়।
-
শরীরের ক্ষতস্থান দ্রুত ভালো হয়ঃ শরীরের ক্ষতস্থানে আকন্দের পাতা
সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিলে দ্রুত ভালো হয় ও পুজ ও ব্যাকটেরিয়া হয় না।
- ত্বকের যত্নের ব্যবহারঃ ত্বকের বিভিন্ন সমস্যায়। যেমন-একজিমা, চুলকানি ও বিভিন্ন প্রকার দাগ দূর করতে, আকন্দের দুধালো রস খুবই উপকারী।
-
ব্যথা নিরাময় করেঃ আকন্দ গাছের পাতা দ্রুত ব্যথা নিরাময় করার ক্ষমতা
রাখে। অনেক দিনের ব্যথা দূর করতে আকন্দ গাছের পাতা বেঁধে রাখুন ব্যথা যুক্ত
স্থানে।
- দাঁত ও মাড়ি সমস্যা দূর করেঃ আকন্দ গাছের দুধালো রস তুলোর সাথে মিশিয়ে দাঁতে ধরে রাখলে, দাঁত ব্যথা দূর হয় ও মাড়ির সমস্যা সমাধান হয়।
-
দ্রুত জ্বর ঠিক হয়ঃ অনেকদিনের সর্দি কাশি ঠিক হয়, আকন্দ গাছের ভেষজ
ওষুধ ব্যবহার করলে।
-
চর্মরোগ ঠিক হয়ঃ দীর্ঘদিন থেকে যারা চর্মরোগে ভুগেন।
যেমন-চুলকানি, দাদ ও খসড়া পচায় তারা এই গাছটি থেকে উপকারিতা নিতে
পারেন।
-
বহুমূত্র রোগ নিরাময় হয়ঃ আকন্দ গাছের ফুল বহুমূত্র রোগ নিরাময়ে
ব্যবহার করা হয়।
-
ডায়াবেটিস রোগী ব্যবহার করেনঃ ডায়াবেটিস রোগের জন্য আকন্দ গাছের
ভেষজ ওষুধ ব্যবহার করা হয়।
-
গর্ভপাত করতে ব্যবহার করা হয়ঃ অল্প ব্যথায় গর্ভপাত করা হয় আকন্দ গাছ
দিয়ে।
আকন্দ গাছের যত গুণ
আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা ইতিমধ্যেই আমরা জেনেছি।
হাজারো গুনে গুণান্বিত আকন্দ গাছ। আকন্দ গাছ ব্যাথা নিবারক ও বিষনাশক হিসাবে
অত্যন্ত কার্যকর। এসিডিটি দেখা দিলে, আকন্দ গাছ ব্যবহার করুন। এসিডিটি দেখা
দিলে ০.৬৫ গ্রাম পরিমাণ আকন্দর পাতা পোড়া ছাই পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে
উপকার পাওয়া যায়।
শ্বাসকষ্ট হলে আকন্দের শিকড়ের ছাল শুকিয়ে গুড়া করার পর, গুড়ো ভিজিয়ে রেখে
শুকানোর পরে, ধোঁয়াটা ভিতরে নিলে শ্বাসকষ্ট ভালো হয়। আকন্দে রয়েছে অনেক ভেষজ
গুনাগুন। হাঁপানি, নিউমোনিয়া, পেট জ্বালাপোড়া করা, বায়ু নাশক,
পাকিস্থলি ব্যথা, হজম সমস্যা দূর করা থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসায় এই
উদ্ভিদ ব্যবহৃত হয়।
আকন্দ পাতার ঔষধি গুনাগুণ
আকন্দ গাছকে বলা হয়, প্রকৃতিতে যত প্রকার উদ্ভিদ আছে এই গাছটি সবচেয়ে বেশি
কার্যকর। প্রচন্ড কাশি কিংবা সর্দি লাগলে বুকে পুরাতন ঘি এর মালিক করে এই পাতার
ছাক দিলে কমে যায়। এই গাছের পাতা সবচেয়ে বেশি ব্যবহার হয় ঔষধি কাজে।
প্রাচীনকাল থেকেই এই গাছের ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা
হিসেবে ব্যবহৃত হয় এই উদ্ভিদ।
খোঁস-পাছড়া ও বিভিন্ন কোষ্ঠকাঠিন্য অন্তত সমস্যা বা হজম শক্তির বৃদ্ধি করে। এই
গাছ সম্পূর্ণটাই ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। তবে এ গাছের পাতা
সবচাইতে বেশি উপকারী। কেন না দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি পেতে এই গাছের পাতা
বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয়। দীর্ঘদিনের ব্যথা থেকে পরিত্রাণ পেতে ব্যথা যুক্ত
জায়গায় তেল মালিশ করার পরে এই গাছের পাতার ছাঁক দিলে বাথা ঠিক হয়।
আকন্দ গাছের ব্যবহারের নিয়ম
সাধারণত আকুন্দ গাছের ব্যবহারের নিয়ম জানা অত্যন্ত জরুরী। আকন্দ গাছের কিছু
সাধারণ ব্যবহার রয়েছে যেগুলো আমরা নিজে নিজেই করতে পারি। এই নিয়মগুলো জানলে খুব
সহজেই এই গাছটি থেকে যথাযথ উপকার পাওয়া সম্ভব।
- দাঁত ব্যথাঃ দাঁত ব্যথার জন্য বিশেষভাবে কাজ করে থাকে এই উদ্ভিদ। তুলাই ভিজিয়ে আকন্দ গাছের দুধালো কস ব্যথা যুক্ত জায়গায় দিলে, খুব তাড়াতাড়ি দাঁতের ব্যথা চলে যায়।
-
বুকে সর্দি বসলেঃ বুকে সর্দি বসে গেলে এই আকন্দ পাতার রস খুবই উপকারী।
পরস্পর তিন দিন এক চামচ করে খেতে পারেন তাহলে সর্দি সেরে যাবে।
-
পেট জ্বালাপোড়াঃ পেট কামড়ানো বা পেট জ্বালাপোড়ার সমস্যার জন্য আকন্দ
পাতা খুবই উপকারী। আকন্দ পাতার সোজা দিকে তেল দিয়ে গরম করে, পেটের ওপর
রাখলে, পেটের সমস্যা দূর হয়।
-
নিউমোনিয়া অথবা বুকে ব্যথা হলেঃ নিউমোনিয়া অথবা বুকে ব্যথা হলে আকন্দ
পাতা খুবই উপকারী। আকন্দ পাতার সোজা দিকে অল্প পরিমাণ ঘি মাখিয়ে লবনের পুটলি
দিয়ে চেক দিলে, খুব তাড়াতাড়ি সেরে যায়।
- বিশ যুক্ত পোকামাকড়ে কামড়ালে সাথে সাথে এর দুধালো রস দিলে ভালো হয়।
আকুন্দ গাছের শিকড়ের উপকারিতা ও নিয়ম
আকন্দ গাছের শিকড় যৌন সমস্যা দূর করতে ব্যবহার করা হয়। যৌন সমস্যা
থেকে মুক্তি পেতে এই গাছ অনেক কার্যকরী। বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসকরা এই
শিকড় খাওয়ার পরামর্শ দেন। সাধারণত এই গাছের শিকড় হওয়ার পরামর্শ দেওয়া হয়
যৌন ক্ষমতায় একেবারে অকেজ ব্যক্তিদের। বৈজ্ঞানিক কোন প্রমাণ না
থাকলেও যুগ যুগ থেকে ব্যবহার হয়ে আসছে এই নিয়ম
যে পুরুষে যৌন শক্তি একেবারেই নেই তাদের জন্য নিয়ম। প্রথমে একটি আকন্দ গাছের
শিকড় সংগ্রহ করুন। এরপর ভালোভাবে পরিষ্কার করে একদিন পরপর এক সপ্তাহ খেতে হবে।
এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেয়। এটি এক সপ্তাহ খাওয়ার পরে, যৌন শক্তি
বৃদ্ধি পাবে।
আকন্দ গাছের বৈশিষ্ট্য
বাংলাদেশে যেসকল আকন্দ দেখা যায় সেগুলো সাধারণত দুই প্রকার হয়। একটি
হলো লাল আকন্দ আর অন্যটি শ্বেত আকন্দ গাছ। দুটি গাছের বৈশিষ্ট্য একই হলেও কিছু
পার্থক্য আছে। আসুন আমরা এই গাছটিকে পরিচর্যা করার জন্য হলেও
বৈশিষ্ট্যগুলো জেনে নেয়।
লালা আকন্দঃ লাল আকন্দ গাছ সাধারণত ২.৪- থেকে মিটার পর্যন্ত লম্বা হয়। এই
গাছটির ফুল বেগুনি অথবা সাদা মনে হয়। এই গাছের ফল ফলিকল, ৯-১০ সেন্টিমিটার
লম্বা, চওড়া, পুরু, মাংসল ও সবুজ বর্ণের হয়। এই উদ্ভিদের বীজ ডিম্বাকার ও
ধূসর রংয়ের হয়।
শ্বেত আকন্দঃ শ্বেত আকন্দ সাধারণত ১.৮ থেকে ২.৪ মিটার পর্যন্ত লম্বা হয়। এই
গাছের ফুলের রং সাদা হয় এবং লাল আকান্দের তুলনায় কিছুটা ছোট হয়। প্রায়
গোলাকার অথবা উপবৃত্তিকার ফলিকল হয়। এই উদ্ভিদের বীজ ডিম্বাকার ও হালকা ধূসর
রংয়ের হয়।
আকন্দ গাছ কোথায় পাওয়া যায়?
বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আকন্দ গাছ দেখা যায়। বিশেষ করে এই গাছে দেখা মিলে গ্রামাঞ্চলে বেশি। আকন্দ গাছ সাধারণত আগাছা হিসেবে বেড়ে ওঠে অতীত জমিতে। আকন্দ গাছ বিভিন্ন ঝোপঝাড়ে বেড়ে ওঠে। বাস্তবিক অর্থে এটা চাষ করা হয় না। এই ওষুধি গাছটি রাস্তার আশেপাশে বেশি দেখা যায়। পুকুরের ধারে এই গাছটি একা একা করে উঠে।
তবে এই গাছটি ভেষজ ওষুধ বিক্রি করে এমন ফার্মেসিতে পাওয়া যায়। এই গাছটি থেকে তৈরি অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। তবে এই গাছের ব্যবহার সংগ্রহ করা গাছের চাইতে উত্তম তাজা গাছের ব্যবহার। আকন্দ গাছ দুই প্রকার এবং এই দুই প্রকারই গাছ পাওয়া যায় বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে। আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা জেনে উপকারিতা নিন।
আকন্দ গাছ ব্যবহারের সতর্কতা
আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা ইতিমধ্যে আমরা জেনেছি। তবে এই ঔষধি গাছে যেমন প্রচন্ড উপকারিতা রয়েছে এর কিছু ক্ষতিকারক দিক রয়েছে। আসুন আমরা জেনে নেয় সতর্ক
- এই গাছের দুধালো রস শরীরে অথবা ত্বকে যেকোনো জায়গায় লাগে তাহলে জ্বালাপোড়া অথবা এলার্জি হতে পারে।
- গর্ভবতী নারীদের এই গাছ থেকে বিরত থাকতে হবে। গর্ভের সমস্যা হতে পারে।
- এই গাছ ব্যবহারের নিয়ম জানা অত্যন্ত জরুরী, এই গাছ ব্যবহার করার সঠিক পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।
- এই গাছ সব সময় ব্যবহার করা উচিত না এতে করে শারীরিক সমস্যা হতে পারে।
মন্তব্যঃ আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা
আকন্দ গাছের ফুলের উপকারিতা ও গাছের ১০টি বিশেষ উপকারিতা জেনে ব্যবহার করলে এর থেকে যথাযথ উপকার পাওয়া সম্ভব। তবে বর্তমানে এই গাছের দেখা মিলে খুব কম। তাই আপনার বাড়ির আশেপাশে যদি এই গাছটি দেখেন তাহলে অবশ্যই পরিচর্যা করুন। এই গাছটি আপনার প্রয়োজন না হলেও অন্যের জন্য এই গাছটি অনেক উপকারিতা হতে পারে।
এই আর্টিকেলটি সম্পূর্ণ লেখা হয়েছে আকন্দ গাছের যাবতীয় তথ্য নিয়ে। আশা করি এই আর্টিকেলটি সম্পন্ন পড়ে, আকন্দ গাছের ফুলের উপকারিতা থেকে সম্পূর্ণ গাছের উপকারিতা নিবেন। এই উদ্ভিদটি মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি গাছ। তাই আর্টিকেলটি সম্পূর্ণ বিস্তারিত করুন এবং আকন্দ গাছের যথাযথ উপকার নিন। ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url