জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম জেনে নিন এখনই। জন্ম নিবন্ধন প্রত্যেক মানুষেরই নির্দিষ্ট পরিচয় বহন করে। আমরা অনেকেই এই সহজ নিয়ম না জানার কারণে অনেক ঝামেলার মধ্যে পরি। তবে নিয়ম জানা থাকলে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করা এখন অনেক সহজ।
জন্ম নিবন্ধন প্রত্যেকটি নাগরিকের প্রথম পরিচয় পত্রের প্রথম ধাপ। তাই এই
আর্টিকেলটিতে জন্ম নিবন্ধন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে আপনার
জন্ম নিবন্ধন যাচাই করবেন বা ভুল সংশোধন করবেন অথবা আপনার জন্ম নিবন্ধন পরিবর্তন
করবেন ইত্যাদি বিষয় নিয়ে আর্টিকেলটি তুলে ধরা হয়েছে।
সূচিপত্রঃ জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম
- জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম
- জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
-
জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম ও গুরুত্ব
-
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
-
জন্ম নিবন্ধন সংশোধন করার উপায়
- নতুন নিয়ম জন্ম নিবন্ধন করার কাগজপত্র ও নিয়মাবলী
-
কোথায় জন্ম নিবন্ধন আবেদন করতে হয়
-
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার কারণ
-
নাম এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা কি যায়?
- জন্ম নিবন্ধন সম্পর্কিত সমস্যা ও সমাধান
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম
জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র একটি নাগরিকের। বর্তমানে ঘরে
বসেই জন্ম নিবন্ধন যাচাই করা যায় অনলাইন মাধ্যমে। তবে আমরা অনেকেই এই সহজ নিয়ম
না জানার ফলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। শুধু আপনার জন্ম নিবন্ধনটি যাচাই
করা যায় এমনটি নয় তুমি চাইলে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই, আবেদন, সংশোধন,
পুনঃ মুদ্রণ ও বাতিল সবকিছুই করা যায়।
বাংলাদেশে বর্তমানে অনেকের জন্ম নিবন্ধনে, নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ
ও ঠিকানা ইত্যাদি ভুল রয়েছে। আপনি চাইলে ঘরে বসেই এই ভুলগুলোর সংশোধনের
জন্য আবেদন করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধন যাবতীয় সমস্যা দূর করতে
পারবেন, মাত্র ২ মিনিটে ঘরে বসে। এই আর্টিকেলটি সম্পূর্ণ জন্ম নিবন্ধন
সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ পড়লে জন্ম নিবন্ধন
সম্পর্কে আপনার কোন অজানা থাকবে না। নিম্নে বিস্তারিত দেওয়া হয়েছে।
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
বর্তমানে বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন যাচাই করা খুব সহজাত করেছেন। সাধারণ
কিছু তথ্য আমাদের সকলেরই জানা যেমন-জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ। আর
এই সাধারণ তথ্য দিয়েই অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করা যায় খুব সহজেই।
তাই নিয়ম জেনে এখানে আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে আছে কিনা যাচাই করুন। নিম্নে
সহজ নিয়ম দেওয়া হল
- প্রথমেই আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুন বা ক্লিক করুন everify.bdris.gov.bd অথবা গুগল ব্লাউজারে লিখুন জন্ম নিবন্ধন যাচাই।
-
সাইটটি ওপেন করার পরে, আপনার জন্ম নিবন্ধনে ১৭ ডিজিট এর নাম্বারটি জন্ম
নিবন্ধন নাম্বারটি প্রদান করুন(প্রথম ঘরে)। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন
অনুযায়ী নাম্বারটি দিন।
-
দ্বিতীয় ঘরে আপনার জন্ম নিবন্ধন এর জন্ম তারিখটি প্রদান করুন। yyyy mm dd
অর্থাৎ এরকম ভাবে প্রথমে সাল, মাঝে মাস, শেষে তারিখ।
- এরপর ক্যাপচা (Captcha) সমাধান করতে হবে। ক্যাপচার যোগ, বিয়োগ করে ফলাফলটি প্রদান করুন The answer is লেখা ঘরে। ক্যাপচা সাধারণত এইভাবে আসে। যেমন- 15+7=?, 15-9=? এর সঠিক উত্তরটি ঘরে প্রবেশ করুন।
-
এরপরে Search সার্চ বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাবেন আপনার জন্ম
নিবন্ধন ও আপনার সম্পর্কে যাবতীয় তথ্য।
অনেক সময় দেখা যায় "Recoed not found" এই লেখাটি আছে। এই লেখাটি আসলে অবশ্যই
আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা দেখে নিন। সব তথ্য ঠিক থাকার পরেও যদি এই
লেখাটি দেখা যায় তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল নয় অর্থাৎ অনলাইনে
এর কোন সংরক্ষণ নাই।
জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম ও গুরুত্ব
জন্ম নিবন্ধনের ডাউনলোড কবে খুবই গুরুত্বপূর্ণ হয় বিভিন্ন কাজকর্মে। আর এই
জন্ম নিবন্ধন ডাউনলোড করা খুবই সহজ ব্যাপার। আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করা
অত্যন্ত জরুরী, যদি প্রয়োজন না মনে হয় তারপরও ডাউনলোড করে রাখা উচিত কেন না
যে কোন সময় যে কোন প্রয়োজনে জন্ম নিবন্ধনের দরকার হয়। জন্ম নিবন্ধন
ডাউনলোড করার জন্য, প্রথমেই জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে যেতে হবে।
- প্রথমে, জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করুন "জন্ম ও মৃত্যু নিবন্ধন"
-
একটুও নিচের দিকে "জন্ম নিবন্ধন যাচাইকরণ" অপশন রয়েছে, এখানে ক্লিক
করুন।
-
আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও তারিখ প্রবেশ করা।
- ক্যাপচা সমাধান করুন।
-
এরপর আপনার জন্ম নিবন্ধন কি দেখতে পাবেন এবং ডাউনলোড অপশন এ গিয়ে ডাউনলোড
করতে পারবেন।
-
ডাউনলোড করতে প্রথমে Ctrl+P একসাথে প্রেস করলে প্রিন্টার অপশন
আসবে।
-
প্রিন্টিং অপশানে Print to PDF সিলেক্ট করুন।
-
এরপর ওকে বাটন চাপ দিলেই আপনার কাঙ্খিত জন্ম নিবন্ধন ডাউনলোড হয়ে যাবে।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম অনুসরণ করে মোবাইল দিয়ে জন্ম
নিবন্ধন যাচাই করা যায় ম্যানুয়াল পদ্ধতিতে। আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমে
ছাড়া আপনার জন্ম নিবন্ধনটি যাচাই করতে পারবেন এখনই। এর জন্য আপনার মোবাইলে ২-৩
টাকা ব্যালেন্সের প্রয়োজন হয়। তাহলে USSD কোড ডায়াল করে খুব সহজেই
আপনার জন্ম নিবন্ধন সম্পর্কে জানতে পারবেন। আসুন আমরা জেনে নেই মোবাইল ফোন থেকে
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।
- USSD কোড ডায়াল করুন। ডায়াল করুন *161* (আপনার জন্ম নিবন্ধন নাম্বার)# আপনার মোবাইলে অপশনে গিয়ে ডায়াল করুন। উদাহরণ-*161*12345678912345678#
-
এরপর আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে নিবন্ধন থাকে তাহলে " অনলাইনে পাওয়া
যায়" এরকম লেখা দেখতে পাবেন।
-
আর যদি আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে না থাকে তাহলে "Record Not Found" লেখা
দেখা যাবে।
জন্ম নিবন্ধন সংশোধন করার উপায়
জন্ম নিবন্ধন সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের অনেক মানুষ
আছে যাদের জন্ম নিবন্ধনে ভুল থাকে। নিজের নাম থেকে শুরু করে বাবার নাম,
ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি ভুল হয়ে থাকে। তবে এর জন্য অনেকে কি করা উচিত
জানিনা। তবে বর্তমানে সহজে আপনি ঘরে বসেই আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে
পারবেন। তবে আবেদনের সময় প্রয়োজনীয় কাগজ লাগে আপনার জন্ম নিবন্ধনটি
আসলেই ভুল এটি প্রমাণ করার জন্য। যেমন-জন্ম সনদ, জাতীয় পরিচয় পত্র,
সার্টিফিকেট (যদি থাকে)। নিম্নে অনলাইনে আবেদন করার নিয়ম দেওয়া হল
- প্রথমেই জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রবেশ করুন। টাইপ করুন bdris.gov.bd অথবা লিংকে ক্লিক করুন।
-
এরপরে "সংশোধন" বা "Correctiom" অপশন এ ক্লিক করুন।
-
আপনার যাবতীয় তথ্য দিয়ে, ফর্মটি পূরণ করুন।
-
আপনি কি কারনে জন্ম নিবন্ধন পরিবর্তন করতে চান উল্লেখ করুন এবং আপনার জন্ম
নিবন্ধন নাম্বার দিন।
-
অনলাইনে ফরম পূরণ করার পরে, আবেদনটি ডাউনলোড করে স্বাক্ষর করুন।
নতুন নিয়ম জন্ম নিবন্ধন করার কাগজপত্র ও নিয়মাবলী
জন্ম নিবন্ধন করতে কিছু বাধ্যতামূলক ডকুমেন্টের প্রয়োজন হয়। তবে জন্ম নিবন্ধন
করার বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন রকম কাগজপত্রের প্রয়োজন হয়। যেমন-বয়স
০ হতে দিন ৪৫ দিন হলে ও বয়স ৪৬ দিন হতে ০৫ বছর পর্যন্ত এবং বয়স ০৫
বছরের অধিক হলে। নিম্নে ডকুমেন্টসহ বিস্তারিত নিয়মাবলী দেওয়া হল।
আরও পড়ুনঃ
সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক ২০২৫
বয়স ০ হতে দিন ৪৫ দিন
- এপিআই অর্থাৎ টিকার কার্ড।
-
পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র।
-
আবেদনকারীর বা অভিভাবকের মোবাইল নাম্বার।
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- বয়স ০ হতে দিন ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের আবেদন করলে, কোন প্রকার চার্জ প্রযোজ্য হয় না।
বয়স ৪৬ দিন হতে ০৫ বছর
- এপিআই অর্থাৎ টিকার কার্ড।
- পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র।
- আবেদনকারীর বা অভিভাবকের মোবাইল নাম্বার।
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
বয়স ০৫ বছরের অধিক হলে
- শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে) অথবা সরকারি ডাক্তারের প্রত্যয়ন সনদ ও জন্ম নিবন্ধন আবেদন ফর্মের ৭ এর ০১ নম্বর কলমে স্বাক্ষর সহ সিলমোহর।
- যাদের জন্ম ০১-০১-২০০১ বা এরপরে জন্ম তাদের ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক। ০১-০১-২০০১ এর পূর্বে জন্ম হলে বাধ্যতামূলক নয়।
- যাদের জন্ম ০১-০১-২০০১ বা এর পূর্বে তাদের পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক।
- ০১-০১-২০০১ পরে জন্ম তাদের ক্ষেত্রে পিতা-মাতা মৃত্যুবরণ করলে প্রথম অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ এবং এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ উভয় সনদ আবেদন পত্রের সহিত দাখিল করতে হবে।
- আবেদনকারীর মোবাইল নাম্বার।
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- চারিত্রিক সনদপত্র।
বিশেষ দ্রষ্টব্যঃ সাধারণত সব ইউনিয়ন পরিষদে উপরের নিয়ম মেনে জন্ম
নিবন্ধন করার আবেদন গ্রহণ করা হয়। তাই অবশ্যই জন্ম নিবন্ধন আবেদন করতে গেলে
আপনার বয়স অনুযায়ী, আপনার ডকুমেন্ট তৈরি রাখুন।
কোথায় জন্ম নিবন্ধন আবেদন করতে হয়
জন্ম নিবন্ধন আবেদন করতে হলে আপনার নিজস্ব জায়গায় আবেদন করতে হবে। ইতিপূর্বে
আমরা জেনেছি জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজন হয়। এ সকল ডকুমেন্ট নিয়ে, আপনি
সোজা চলে যাবেন নিম্নে দেওয়া অফিসে। নিজস্ব এলাকায় এ সকল অফিস আছে।
- ইউনিয়ন পরিষদ
- পৌরসভা
- সিটি কর্পোরেশন
-
সিটি কর্পোরেশনের অধীনে ওয়ার্ড কমিশনার
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার কারণ
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা অত্যন্ত জরুরী। বিভিন্ন জন্ম নিবন্ধন অনলাইনে
নিবন্ধন না হওয়ার ফলে বিভিন্ন প্রকার সার্ভিস পাওয়া যায় না। তাই অবশ্যই আপনার
জন্ম নিবন্ধন টি অনলাইনে নিবন্ধন আছে কিনা সেটি পরীক্ষা করুন। "জন্ম নিবন্ধন
যাচাই yyyy mm dd-নতুন নিয়ম" এই আর্টিকেলটিতে বিস্তারিত দেওয়া হয়েছে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাইয়ের প্রধান কারণ, জন্ম সনদের সঠিকতা নিশ্চিত করা।
আপনার জন্ম সনদটি সঠিক আছে কিনা যদি কোন ভুল থাকে সেখান থেকে দেখে যাচাই করে নেন।
আপনার সাথে থাকা জন্ম নিবন্ধন সনদ অনেক সময় ভুল থাকতে পারে। তবে যদি অনলাইনে
সঠিক থাকে, তাহলে আপনার জন্ম নিবন্ধন সঠিক। বর্তমানে বিভিন্ন সরকারি ও
বেসরকারি কাজে জন সনদের প্রয়োজন হয়। তাই যাচাইয়ের মাধ্যমে সত্যতা নিশ্চিত
করুন।
নাম এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা কি যায়?
আমরা অনেকেই জানি নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। তবে
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ক্ষেত্রে কেবল জন্ম তারিখ বা নাম দিয়ে যাচাই
করা যায় না। অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে এবং আপনার জন্ম তারিখ
দিয়ে আপনার কাঙ্খিত জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
শুধুমাত্র নাম এবং জন্ম তারিখ দিয়ে আপনার জন্ম নিবন্ধন তথ্য খুঁজে পাওয়া সম্ভব
নয়। যদি আপনি জন্ম নিবন্ধন কার্ডটি হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই স্থানীয় ইউনিয়ন
পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন। জন্ম নিবন্ধন যাচাই করার
নিয়ম জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম এই আর্টিকেলটিতে
বিস্তারিত দেওয়া হয়েছে।
জন্ম নিবন্ধন সম্পর্কিত সমস্যা ও সমাধান
জন্ম নিবন্ধন সম্পর্কিত অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। তবে আপনার সকল তথ্য সঠিক
প্রদান করার মাধ্যমেই আপনার জন্ম নিবন্ধন ফলাফলটি পাবেন। আমরা বিভিন্ন প্রকার
সমস্যায় পরি এবং সমাধান কি নিম্নে দেওয়া হল।
- যদি আপনি নাম ও জন্ম তারিখ ভুল দেন।
-
জন্ম জন্ম নিবন্ধন নাম্বার যদি ভুল হয়।
- যদি অনলাইনে নিবন্ধন না থাকে।
- এসব তথ্য ভুল দিলে "No Record Found " লেখা দেখায়।
মতামতঃ জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd-নতুন নিয়ম সম্পর্কে জেনে আপনি যদি, আপনার জন্ম
নিবন্ধনটি অনলাইনে যাচাই করেন তাহলে অবশ্যই খুব সহজেই অল্প সময়ে যাচাই করতে
পারবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন এবং যদি কোন ভুল থাকে নিয়ম
অনুযায়ী সংশোধন করার আবেদন করুন।
অনলাইনে ফ্রিতে জন্ম নিবন্ধন যাচাই করা যায় এতে কোন প্রকার টাকা খরচ হয় না।
আপনি ঘরে বসেই এই আর্টিকেলটি সম্পন্ন করে আপনার জন্ম নিবন্ধন যাচাই করে ফেলুন।
যাচাই করার পরে অবশ্যই একটি ডাউনলোড কপি বের করে রাখুন। আপনার ডাউনলোড কপিটি
বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিসে প্রয়োজন হতে পারে। ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url