পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন

পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন। আলকুশি গাছের বীজ ও মূল প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকে। পুরুষদের বিভিন্ন যৌন চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি গাছ আলকুশি। আপনি জানলে, অবাক হবেন এই গাছের উপকারিতা। বিশেষজ্ঞদের মতে, পুরুষের যে কোন যৌন সমস্যায় যৌনশক্তি বৃদ্ধিতে আলকুশি গাছ অত্যন্ত কার্যকরী।

পুরুষ-শক্তিতে-আলকুশি-বীজের-উপকারিতা-ও-ব্যবহারের-নিয়ম-জানুন

যেকোনো যৌন সমস্যায় পুরুষ এবং মহিলা উভয়ের জন্য অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ আলকুশি। শুধু যৌন সমস্যায় যে ব্যবহৃত হয় এই গাছ তা কিন্তু নয়, এর বাইরেও বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় আরকরশি গাছের বীজও মূল। তবে যথাযথ কার্যকারিতা পেতে অবশ্যই আপনাকে নিয়ম অনুসরণ করে ব্যবহার করতে হবে।

সূচিপত্রঃ পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন

পুরুষ শক্তিতে খুশি আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন

আলকুশি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। আলকুশি গাছের ফল দেখতে অনেকটা সিমের মত তাই এই গাছটিকে সিম পরিবারের একটি উদ্ভিদ বলা হয়। আলকুশি গাছের বীজ ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে "বিলাই চিমটি" বা "বিলাই খামচি" বলা হয়। আলকুশি গাছের বৈজ্ঞানিক নাম "Mucuna Pruriens". যা বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয়। প্রাচীনকালে কেজি সম্প্রদায়ের মানুষ সবজি হিসাবে রান্না করে খেত।

আলকুশি গাছের বীজ থেকে তৈরি পাউডার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পুরুষদের যৌনশক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। প্রাচীনকাল থেকে এই উদ্ভিদের বীজ ও মূল আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়। এই বীজ শরীরে বিভিন্ন শক্তি যোগান দেয়। তবে আলকুশি বীজ থেকে যথাযথ উপকার পেতে আপনাকে কিছু নিয়ম অবলম্বন করা আবশ্যক।
এই আর্টিকেলটিতে কিভাবে আলকুশি বীজ থেকে পুরুষ মানুষ যথাযথ উপকার পাবে। এবং মহিলাদের উপকারিতা সম্পর্কে দেওয়া হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে আলকুশি বীজের ১০টি কার্যকরী উপকারিতা তবে এর জন্য অবশ্যই মেনে ব্যবহার করতে হবে। এই সকল তথ্য এই আর্টিকেলটি আলোচনা করা হয়েছে।

পুরুষ শক্তিতে  আলকুশি বীজের উপকারিতা

আলকুশি বীজের অন্যতম প্রধান উপকারিতা পুরুষদের জন্য, হজম শক্তি বৃদ্ধি করে ও রক্ত নিয়ন্ত্রণে সহায়তা করে। আলকুশি বীজ নিয়মিত সেবনে শরীরের ভিতর থেকে টক্সিন দূর করে এবং শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখে। বিভিন্ন কার্যকারী পুরুষশক্তিতে আলকুশি ব্রিজের উপকারিতা গুলো জেনে নিন।
  • যৌনস্বাস্থ্য ভালো করেঃ আলকুশি বীজ বা পাতার রস মানব দেহের জন্য অত্যন্ত উপকারিতা। এটি প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে। এটি নিয়মিত সেবন পড়লে পুরুষদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে যা প্রজনন বৃদ্ধিতে সাহায্য করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ আলকুশি ভিজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বেশি হওয়ার ফলে, সৃষ্ট থেকে শরীরের বিভিন্ন কোষগুলোকে রক্ষা করতে সাহায্য করে।
  • মেজাজ ভালো রাখেঃ বিষন্নতা ও উদ্বেগের লক্ষণ দূর করে এবং মেজাজ এর উপর দ্বিবাচক প্রভাব ফেলতে পারে এই আলকুশি বীজ। এতে থাকা উপস্থিত L-DOPA মস্তিষ্কে ডকমিনের মাত্রা বাড়ায় যা, মেজাজ ভালো রাখে।
  • বন্ধ্যাতা দূরীকরণঃ কম টেস্টস্টরেন বা ফলিকন স্টিমুলেটিং হরমোন ও পোল্যাক্তিন বন্ধ্যাতা কারণ হিসাবে পরিচিত। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে, নিয়মিত আলখুশি সেবন করার পরামর্শ দেন আয়ুর্বেদিক চিকিৎসকরা।
  • স্ট্রেস কমায়ঃ আলকুশি স্ট্রেস কমাতে অত্যন্ত ভূমিকা রাখে এবংস্ট্রেসের প্রতি প্রতি শরীরের প্রতিক্রিয়া উন্নত করতে সাহায্য করে।
পুরুষ-শক্তিতে-আলকুশি-বীজের-উপকারিতা-ও-ব্যবহারের-নিয়ম-জানুন

পুরুষ যৌন সমস্যায় আলকুশি বীজ

পুরুষ যৌন সমস্যায় আলকুশি বীজ প্রায় দুই হাজার বছর আগের থেকে ব্যবহারিত হয়ে আসছে। আলকুশি গাছ , বীজ ও পাতার রস মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। পুরুষের যৌন স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে আলকুশি বীজ একটি প্রাকৃতিক উপাদান হিসাবে অত্যন্ত পরিচিত সবার কাছে। আলকুশি বীজ পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং যৌন দুর্বলতা দূর করে।

পুরুষদের একেবারেই অকেজ জন ক্ষমতা ফিরিয়ে আনে। এটি অকাল বীর্যপাত এবং ধাতু দুর্বলতা কমাতে সাহায্য করে। আলকুশি পাউডার খেলে বীর্য ঘন হয়। আলকুশি পাউডার নিয়মিত খাওয়ার ফলে, টেস্টস্টরেন মাত্রা বাড়াতে সাহায্য করে, শুক্রাণু সংখ্যা বৃদ্ধি ও গতিশীল করে হলে যৌন ক্ষমতা অনেক বেড়ে যায়।

আলকুশি বীজ চূর্ণ ১ চা চামচ ও অশ্বগন্ধা মূল চূর্ণ  ১ চা চামচ একসাথে এক গ্লাস পানিতে রাতে ভিজিয়ে সকালে পান করলে যে কোন যৌন সমস্যা দূর হয়।

মহিলা যৌন সমস্যায় আলকুশি বীজ

মহিলা যৌন সমস্যায় আলকুশি দিয়ে অত্যন্ত উপকারী। মহিলাদের মহিলার রোগ সারাতে প্রাচীনকাল থেকে ভেষজ ওষুধ হিসাবে এই আলকুশি বীজ ব্যবহৃত হয় আসছে। এটি সাধারণত হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং প্রজনন স্বাস্থ্য উন্নত করে। মহিলাদের নিয়মিত সেবনের ফলে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।

মহিলাদের আলকুশি বীজ ডিম্বাশয় এবং চড়ায় ও স্বাস্থ্যকে সমর্থন করে, প্রজননের ক্ষমতা বৃদ্ধি করে। মহিলাদের যৌন অনীহা থেকে মুক্তি দেয়। মানসিক চাপ ও উদ্বেগ কমায় এই আলকুশি বীজ। বিশেষজ্ঞরা বলে থাকেন, মহিলাদের অনিয়মিত মাসিকের সমস্যা দূর করে এবং নিয়ম অনুযায়ী সেবন করলে নিয়মিত মাসিক হয়।

আলকুশি পাউডার খাওয়ার নিয়ম

আলকুশি পাউডার খাওয়ার নিয়ম যেন অত্যন্ত জরুরী কেননা আলকুশি পাউডার নিয়মিত নিয়ম না জেনে সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে এই পাউডার খাবারের আগে উপরে যে কোন সময় যেকোনো সুস্থ মানুষ খেতে পারে। আসুন আলকুশি পাউডার খাওয়ার নিয়ম জেনে ূনেয়।
  • সাধারণত প্রতিদিন ১-২ চা চামচ আলকুশি পাউডার খাওয়া উচিৎ।
  • গরম দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে।
  • পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে।
  • অধিক স্বাদ পেতে, চিনি অথবা মধু মিশিয়ে খেতে পারেন।

আলকুশি পাউডারের থাকা পুষ্টি উপাদান

পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন এবং পুষ্টি উপাদান গুলো জেনে নিন। আলকুশি পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি যা মানব দেহে সুস্থ রাখতে সাহায্য করে। আলকুশি একটি ফলের মধ্যে ৪-৬ টা বীজ থাকে, শুকনো ১০০ টি বীজের ওজন ৫৫-৮৫ গ্রাম। আলকুশি ভিজে রয়েছে প্রোটিন, আঁশ এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদাদ
  • L-Dopa এল- ডোপ
  • প্রোটিন
  • ভিটামিন
  • মিনারেল
  • অ্যান্টিঅক্সিডেন্ট

আলকুশি বীজ কিভাবে খেতে হয়?

পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন এবং কিভাবে খেতে হয় সেটা জানাও অত্যন্ত জরুরী। আলকুশি বীজ সেবনর জন্য প্রথমে বীজ সংগ্রহ করতে হয়। এরপর বীজ থেকে পাউডার তৈরি করে নিতে হয়। চলুন দেখে নেওয়া যাক, বীজ থেকে কিভাবে পাউডার তৈরি করা হয়।
  • আলকুশি বীজ প্রথমে সংগ্রহ করুন।
  • এরপর ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • বীজগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিন।
  • সিদ্ধ করার পরে, বীজগুলোর চামড়া ভালোভাবে আলাদা করে নিন।
  • বীজগুলো ভালোভাবে শুকিয়ে নিন।
  • এরপর গুঁড়ো করে পাউডার তৈরি করুন।

আলকুশি বীজ সংগ্রহ করার উপায়

আলকুশি বীজ বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায়। আলকুশি গাছ গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। আপনি গাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন এরপর প্রক্রিয়াজাত করে বীজ সেবন করতে পারেন। তবে নিজে নিজে বীজ সংগ্রহ করার কিছুটা কঠিন। বাজার থেকে বীজ সংগ্রহ করতে পারে। দেশের বিভিন্ন ভেষজ ঔষধের দোকানে এই আলকুশি বীজ পাওয়া যায়। অথবা অনলাইনে আলকুশি বীজের পাউডার পাওয়া যায়।
আপনি চাইলে, আল খুশি গাছ থেকে পরিপক্ক ফল সংগ্রহ করতে পারেন। ফলের রং গারো বাদামি বা কালো হয় পরিপক্ক হয়। তারপর ভালোভাবে ফলগুলো শুকিয়ে নিতে হবে তারপর পাউডার তৈরি করতে হবে। এই বীজের পাউডার দীর্ঘদিন বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন এবং নিয়মিত সেবন করতে পারেন। এই বিষ বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।
পুরুষ-শক্তিতে-আলকুশি-বীজের-উপকারিতা-ও-ব্যবহারের-নিয়ম-জানুন

আলকুশি বীজের সতর্কতা

আলকুশি বীজ অতিরিক্ত পরিমাণে সেবন করা একেবারেই উচিত নয়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষ, দিনে ১-২ চামচ বা ৩-৫ গ্রাম পাউডার সেবন করতে পারবেন। রোগাক্রান্ত রোগীদের এই বীজের পাউডার খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ক্রনিক রোগ রয়েছে এমন ব্যক্তিদের যেমন-হৃদরোগ, ডায়াবেটিস এ সকল রোগীদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আলকুশি বীজের পাউডার খাওয়া উচিত।

গর্ভাবস্থায় বা স্তন্যদান কালে মায়েদের আলকুশি বীজ ক্ষতির কারণ হতে পারে। এটি শরীরের হরমোনাল সিস্টেম প্রভাব ফেলে। তাই গর্ভবতী ও স্তন্যদানকারী ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। শিশুদের আলকুশি খাওয়া থেকে বিরত রাখুন।

পুরুষদের দৈনিক রাত্রে সেবন করলে, যৌন মিলনে অধিক সময় পাওয়া যায়। তবে অতিরিক্ত সেবন থেকে বিরত থাকতে হবে। "পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন" আর্টিকেলটি পরে বিস্তারিত জেনে নিয়ম অনুযায়ী সেবন করুন।

আলকুশি বীজের পার্শ্ব প্রতিক্রিয়া

পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন আর্টিকেলটিতে ইতিমধ্যেই আমরা জেনেছি পুরুষশক্তিতে আলকুশি ব্যবহারের নিয়ম ও উপকারিতা। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেগুলো জানা অত্যন্ত জরুরী। সুস্থ মানুষের অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে এ সকল সমস্যা দেখা দিলে, অল্প পরিমাণে আলকুশি বীজ সেবন করতে পারেন অথবা সমস্যা মনে হলে এই আলকুশি বীজ সেবন করা থেকে বিরত থাকুন।
  • কিছু মানুষের ক্ষেত্রে আলকুশি থেকে অ্যালার্জি হতে পারে।
  • শরীরে বিভিন্ন চুনকালি সম্ভাবনা দেখা দিতে পারে।
  • ত্বকে চুলকানি বা র‍্যাপ হতে পারে।
  • প্রথম সেবনে বমি বমি ভাব হতে পারে।
  • অতিরিক্ত সেবনে পেটের সমস্যা হতে পারে।

উপসংহারঃ পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন

পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ও ব্যবহারের নিয়ম জানুন এবং আলকুশি বীজ থেকে বিভিন্ন রকম উপকারিতা গুলো জেনে নিন। আলকুশি বীজ অনেক উপকারী তবে সঠিক ব্যবহারের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। আলকুশি পাউডার একটি প্রাকৃতিক ও শক্তিশালী উপাদান, যা মানুষের শরীরে অত্যান্ত উপকারিতা যেমন মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক চাপ কমায় শরীরে শক্তি বাড়ায়।

পুরুষদের বিভিন্ন রকম যৌন সমস্যা দেখা যায়। যেমন যৌন মিলন দীর্ঘস্থায়ী না হওয়া এবং একেবারেই নিস্তেজ হয়ে যাওয়া। এ সকল সমস্যা দূর করতে পারে এই আলকুশি বীজ বা বীজের পাউডার। এই আর্টিকেলটিতে খুব সুন্দর করে উপকারিতা গুলো এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অবশ্যই আলকোসি পাউডারকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এবং শারীরিকভাবে সুস্থ থাকুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url