মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন
মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন। মাথা ব্যথা আমাদের একটি পরিচিত রোগের নাম, খুব কম মানুষ আছে যাদের জীবনে মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা অল্প থেকে তীব্র বিভিন্ন রকমের হতে পারে। তবে চিন্তার কোন কারণ নেই, সঠিক ঔষধ ও নিয়ম জেনে সেবন করলে মাথা ব্যথা দূর হয়। মাথা ব্যথার কারণ এ বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাই মাথা ব্যথা নিয়ে অবহেলা না করার পরামর্শ দেন চিকিৎসকরা।
মাথা ব্যথা (Headache) একটি সাধারণ শারীরিক সমস্যা, যা সঠিক ঔষধ সেবনের মাধ্যমে
অল্প সময়ে দূর করা যায়। বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে-যেমন কোন মানুষ যদি
বেশি চিন্তা ভাবনা ও দুশ্চিন্তা করে সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। অথবা
বর্তমান সময়ে অনেক বেশি মাইগ্রেনের সমস্যায় মাথা ব্যথা হয়। তাই আসুন জেনে
নেওয়া যাক, মাথা ব্যথা কমানোর ঔষুধের নাম গুলো ও খাওয়ার নিয়ম।
সূচিপত্রঃ মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন
- মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন
-
মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম
- মাথা ব্যথা ঔষধ খাওয়ার নিয়ম
-
মাথা ব্যথার বিভিন্ন ধরন
-
মাথা ব্যথায় সাধারণ কারণ
-
মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়
-
মাথা ব্যথার মলমের নাম ও ব্যবহার
-
মাথা ব্যথা ঔষুধের দাম
-
মাথা ব্যথা কমানোর ব্যায়াম
-
মাইগ্রেন ও সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য
মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন
মাথা ব্যথা কমানোর ১৫টি ঔষধের নাম
- Tufnil (টাফনিল) Tablet 200mg
- Tolfi (টলিফ) Tablet 200mg
- Tolmic (টলমিক) Tablet 200mg
- Paracetamol (প্যারাসিটামল) Tablet 500mg
- lbuprofen (আইবুপ্রোফেন) Tablet 200mg
- Aceclofenac (অ্যাসপিরিন) Tablet 100mg
- Namitol (নামিটোল) Tablet 200mg
- Napa, Napa Extend (নাপা বা নাপা এক্সট্রা) Tablet
- Anilic (এনিলিক) Tablet 200mg
- Arain (আরিন) Tablet 200mg
- Lograin (লজরিন) Tablet 200mg
- Migrex (মিগরেক্স) Tablet 200mg
- Migratol (মিগ্র্যাটল) Tablet 200mg
- Minopa (মিনোপা) Tablet 200mg
- Mygan (মাইগান) Tablet 200mg
মাথা ব্যথা ঔষধ খাওয়ার নিয়ম
- তীব্র মাইগ্রেনের ব্যথায় ২০০ মিলিগ্রাম পর্যন্ত উপসর্গ প্রদর্শিত হলে, ১-২ ঘন্টা পর পর খাওয়া যেতে পারে ঔষধ।
-
হালকা বা মাধ্যম মাথা ব্যথা হলে,১০০-২০০ মিলিগ্রাম ঔষুধ দিনে তিনবার সেবন করা
যায়।
-
ডোজ ডো সমন্বয় প্রয়োজন হতে পারে।
মাথা ব্যথার বিভিন্ন ধরন
মাথা ব্যথায় সাধারণ কারণ
- মানসিক চাপ বা টেনশন করলে।
- মাইগ্রেনের সমস্যা হলে।
- অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে।
- অতিরিক্ত কাজ করলে।
-
ঘুমের অভাব, দৈনিক অপর্যাপ্ত ঘুম না হলে।
-
অ্যালকোহল বা নেশাদ্রব্য গ্রহণ করলে।
- আঘাত বা দুর্ঘটনার হলে।
- সাইনাসের সংক্রমণ হলে।
-
মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তচাপ হলে।
-
অতিরিক্ত ভ্রমণ বা ট্রাভেল করলে।
- আঘাত বা দুর্ঘটনা হলে।
- ডিহাড্রেশন।
- শারীরিক ক্লান্তি।
মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়
- পর্যাপ্ত ঘুমঃ ঘুম প্রতিটি মানুষের শরীরের জন্য অপরিহার্য। পর্যাপ্ত ঘুমের অভাবে, মাথা ব্যাথার কারণ হতে পারে। তাই মাথা ব্যথা কমাতে অবশ্যই পর্যাপ্ত ঘুমের অত্যন্ত প্রয়োজন।
-
পর্যাপ্ত পরিমাণে পানি পানঃ ডিহাইড্রেশন মাথা ব্যথার একটি কারণ তাই
পর্যাপ্ত পরিমাণের শরীরকে হাইড্রেট রাখার জন্য পানি পান করুন নিয়মিত।
-
পর্যাপ্ত বিশ্রামঃ ক্লান্তি বড় একটি কারণ মাথা ব্যথা হওয়ার জন্য তাই
ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন।
-
ঠান্ডা বা গরম পানি সেঁকঃ কপালে বা ঘাড়ে ঠান্ডা বা গরম পানির সেঁক
দিলে, মাথা ব্যথার সমস্যা দূর হয়।
-
হালকা মাসাজ করুনঃ ঘাড়ে এবং কপালে হালকা মাসাজ পড়লে, তৎক্ষণিক মাথা
ব্যথার সমস্যা কমে যায়।
-
শব্দ দূষণ থেকে দূরে থাকুনঃ কোলাহলপূর্ণ জায়গা থেকে নিজেকে দূরে
রাখুন, শব্দ দূষণ মারাত্মক মাথা ব্যথার কারণ হতে পারে।
-
কাল থেকে দূরে থাকুনঃ উজ্জ্বল আলম মাথা ব্যাথার কারণ হতে পারে, তাই
আলো থেকে নিজেকে অন্ধকারে রাখুন।
মাথা ব্যথার মলমের নাম ও ব্যবহার
- Diclofen 1% Ointment (ডাইক্লোফেন ১% মলম)
- Methyl Salicylate (মিথাইল স্যালিসাইলেট)
- Menthol (মেন্থল)
মাথা ব্যথা ঔষুধের দাম
- Tufnil Tablet 200mg = প্রতি পিচ ১০ টাকা।
- Tolfi Tablet 200mg = প্রতি পিচ ৯.৫০ টাকা।
- Tolmic Tablet 200mg= প্রতি পিচ ৮.০৩ টাকা।
- Paracetamol Tablet 500mg= প্রতি পিচ ১০.৯১ টাকা।
- lbuprofen Tablet 200mg= প্রতি পিচ ০.৮৮ টাকা।
- Aceclofenac Tablet 100mg= প্রতি পিচ ২২.৫০ টাকা।
- Namitol Tablet 200mg= প্রতি পিচ ১০ টাকা।
- Napa, Napa Extend Tablet= প্রতি পিচ ১-৩ টাকা।
- Anilic Tablet 200mg= প্রতি পিচ ৮ টাকা।
- Arain Tablet 200mg= প্রতি পিচ ১০ টাকা।
- Lograin Tablet 200mg= প্রতি পিচ ১০ টাকা।
- Minopa Tablet 200mg= প্রতি পিচ ৭.৩৯ টাকা।
- Migratol Tablet 200mg= প্রতি পিচ ১০ টাকা।
- Migrex Tablet 200mg= প্রতি পিচ ১০ টাকা।
- Mygan Tablet 200mg= প্রতি পিচ ১০ টাকা।
মাথা ব্যথা কমানোর ব্যায়াম
- প্রথমে দুই পায়ের মধ্যে সামান্য ফাঁকা রেখে বসুন।
- দুই পায়ের পাতা হাঁটু থেকে সমান দূরে রাখুন।
- ফাকা এতোটুকু রাখবেন যাতে আপনার পেট ঝুঁকে পড়া অবস্থায় দুই উড়ুর মাঝে বিশ্রাম করতে পারে।
- এরপর জোরে নিঃশ্বাস নিতে নিতে দুই হাত সোজা করে মাথার উপরে তুলুন।
- এভাবে ২ থেকে ৩ মিনিট পর্যন্ত করতে থাকুন।
- শান্ত নিঃশ্বাস নিন ও গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মন ও শরীরকে শান্ত রাখে এবং বিভিন্ন টেনশন থেকে মুক্তি দিতে পারে।
- অনুলোম-বিলোম একটি শক্তিশালী শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরকে শান্ত করে যার ফলে মাথা ব্যথা কমে। এই ব্যায়াম করতে হয় কিভাবে জানুন।
-
প্রথমে একটি আরামদায়ক আসনে বসুন।
- মেরুদন্ড সোজা রাখুন।
- চোখ বন্ধ করুন।
-
ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাসারন্ধ্র বন্ধ করুন এবং বাম
নাসারন্ধ্র দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকুন।
-
নিঃশ্বাস নেওয়ার পর অনামিকা আঙ্গুল দিয়ে বাম নাসারন্ধ্র বন্ধ
করুন এবং ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস ছাড়ুন।
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url