Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা

Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা জানুন বিস্তারিত। ট্রিপটিন ট্যাবলেটের মূল উপাদান  অ্যমিট্টিপটাইলিন এবং হাইড্রোক্লোরাইড (Amitriptyline Hydrochloride). সাধারণত আমরা জানি, Tryptin একটি ঘুমের ঔষধ। তবে Tryptin শুধুমাত্র একটি ঘুমের ঔষধ না, Tryptin এর বিভিন্ন কার্যকরিতা রয়েছে।
Tryptin-10-কিসের-ওষুধ-খাওয়ার-নিয়ম-ও-সতর্কতা
এই ধরনের ঔষধ শুধুমাত্র শরীরে ঘুমের জন্য দেওয়া হয় না। এর কিছু কার্যকারিতা রয়েছে, যেগুলো শরীরে ঔষধ যাওয়ার পর বা রক্তের সাথে সূসিত হওয়ার পরে ধীরে ধীরে কাজ করে তারপর ঘুম আসে। Tryptin ঔষধ সম্পর্কে সমস্ত ধারণা দেওয়া হল এই আর্টিকেলটিতে।

সূচিপত্রঃ Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা

Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা

Tryptin 10-25mg এর মূল্য উপাদান অ্যমিট্টিপটাইলিন এবং হাইড্রোক্লোরাইড (Amitriptyline Hydrochloride). এই ঔষধটি তৈরি করে স্কয়ার ফার্মাসিটিক্যাল। এই ঔষধ বাজারে পাওয়া যায় Tryptin 10mg, Tryptin 25mg. ট্রিপটিন হলো Tricyclic antidepressant বা মানসিক বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহার করা। আমরা অনেকেই, ট্রিপটিন ঔষধকে ঘুমের ঔষধ হিসাবেই জানি। তবে ট্রিপটিন ঔষধ খেলে ঘুম হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন রোগের চিকিৎসায় কাজ করে।
ট্রিপটিন ঔষধ বিষন্নতা দূর করে, বিভিন্ন নেশাগ্রস্থ লোককে সুস্থতার জন্য ট্রিপটিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে যাদের, অনেক সমস্যায় ঘুম কম হয় তাদের জন্য এই ঔষধটি দেওয়া হয়। Tryptin 10-25mg সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলটিতে। তাই Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

Tryptin 10 কিসের ঔষধ?

Tryptin বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। Tryptin অত্যন্ত একটি কার্যকরী ঔষধ। যা মানুষের শরীরে বিভিন্ন রকম ভাবে উপকার করে থাকে। Tryptin 10-25mg কিসের ঔষধ? নিম্নে দেওয়া হল।
  • বিষন্নতা বা ডিপ্রেশন দূর করে।
  • ঘুমের সমস্যা দূর করে।
  • শিশুদের রাতের বেলায় বিছানায় প্রসব করা সমস্যা দূর করে।
  • অনিচ্ছাকৃত প্রসবের সমস্যা দূর করা।
  • দীর্ঘ দিনের ব্যথা দূর করে।
  • টেনশন থেকে হওয়া মাথাব্যথা দূর করে।
  • মাইগ্রেনের ব্যথা প্রতিরোধ করেন।
  • হঠাৎ মাথাব্যথা দূর করে।
  • ড্রাগ বা নেশা ছেড়ে দেওয়ার পরে, সুস্থতার জন্য ট্রিপটিন ঔষধ খাওয়া হয়।
  • মুদ্রাদোষ দূর করতে, ট্রিপটিন ঔষধ খাওয়া দেওয়া হয়।

Tryptin ঔষধে প্রস্রাবের সমস্যা দূর করার উপায়

ট্রিপটিন ঔষধ বয়স্ক থেকে বাচ্চাদের ঘনঘন প্রস্রাবের সমস্যা দূর করে। বাচ্চাদের ক্ষেত্রে ঘন ঘন প্রসব হয় মানসিক সমস্যা থেকে, তবে অবশ্যই ৭ বছরের নিচে বাচ্চাদের Tryptin 10-25mg ঔষধ খাওয়া থেকে বিরত রাখুন। বাচ্চাদের প্রসাবের সমস্যা দূর করতে, রেজিস্টাড ডাক্তারের পরামর্শ নিন।

বয়স্ক মানুষদের ঘনঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। নিয়মিত নিয়ম মেনে ট্রিপটিন ঔষধ খেলে, এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর হয়। অবশ্যই মনে রাখবেন যে কোন ঔষধ সেবনের আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। তবে Tryptin 10-25mg সেবনের ফলে ঘুমের প্রভাব বেড়ে যায়।

Tryptin ঔষধ খেয়ে মানসিকভাবে বিপর্যয় থেকে বাঁচার উপায়

ট্রিপটিন ঔষধ মানসিকভাবে বিপর্যস্ত থেকে রক্ষা করে। মানুষের বিছন্নতা ও দুশ্চিন্তা দূর করে Tryptin 10-25mg ঔষধ। ট্রিপটিন ঔষধ মানুষের মস্তিষ্কে সেরাটোনিন ও নরএপিনেফ্রিন দুইটি নিউরো ট্রান্সমিটারের কার্যক্রমকা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন নেশায় অ্যাডিক্টেড ব্যক্তিরা, নেশা ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন প্রকার মানসিক সমস্যায় পড়তে হয়। এ সকল সমস্যা থেকে দূর করে Tryptin 10-25mg ঔষধ।

অনেক মানুষ আছে, নিজেকে নিজে চিনতে পারেন না হঠাৎ করে ড্রাগ বা নেশা ছেড়ে দেন পরে। এ ধরনের সমস্যার খুবই কার্যকরী সমাধান এই ঔষধ। বিভিন্ন প্রকার হতাশা দৈনিক জীবনে অনেক মানুষেরই আসে এই হতাশা থেকে মুক্তি দিতে পারে এই ঔষধ। মানসিক বিপর্যয়গ্রস্ত মানুষের জন্য দারুন ভাবে কাজ করে। ট্রিপটিন নিয়মিত খেলে, ঘুম ভালো হওয়ার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকা যায়।
Tryptin-10-কিসের-ওষুধ-খাওয়ার-নিয়ম-ও-সতর্কতা

Tryptin ঔষধে দীর্ঘস্থায়ী ব্যথা দূর করার নিয়ম

দীর্ঘস্থায়ী দূর করতে বা অনেক দিনের ব্যথা দূর করতে Tryptin 10-25mg ঔষধ খুবই কার্যকর। দীর্ঘদিনের ব্যথা, ডায়াবেটিস ও স্নায়ু সমস্যা দূর করতে পারে এই ঔষধ। এছাড়াও শরীরের বিভিন্ন প্রকার ব্যথা দূর করতে এই ঔষধ ব্যবহৃত হয়। নিয়মিত ট্রিপটিন ঔষধ খেলে অলসতা ভাব দূর হয়। হাড়ের মধ্যে জয়েন্টের ব্যথা দূর হয়।

দীর্ঘস্থায়ী বা দীর্ঘ ভূমিয়াদি ব্যথা দূর করতে একজন বয়স্ক ব্যক্তি ১০-১৫ মিলিগ্রাম ঔষধ সেবন করতে পারে, দিনে অথবা রাতে যেকোনো একবার। তবে অবশ্যই এই ঔষধ সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

গর্ভাবস্থায় ও স্তন্যদান ট্রিপটিন ঔষধ খাওয়ার নিয়ম

গর্ভাবস্থার ক্যাটাগরি সি। গর্ভাবস্থায় Tryptin 10-25mg ঔষধ সেবন করা যাবে তবে মায়ের শরীরের ফিটনেস এর উপর বিবেচনা করে। বিশেষ করে প্রথম এবং তৃতীয় অবস্থায় ট্রিপটিন ১০ সেবনে সুপারিশ করা হয় না। গর্ভাবস্থায় প্রতিটি ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাই আপনি যদি এই ঔষধ খাওয়ার প্রয়োজন মনে করেন তবে অবশ্যই রেজিস্টাড ডাক্তারের পরামর্শ নিন।

এই ঔষধ স্তন্যপায়ী শিশুদের সম্ভাব্য ক্ষতিকর প্রতিক্রিয়ার কারণে স্তন্যদান থেকে অথবা ঔষধ সেবন থেকে বিরত থাকা উচিত। অবশ্যই সব ধরনের ঔষধ খাওয়ার পূর্বে স্তন্যদানকারী মায়েদের অত্যন্ত সতর্ক থাকা জরুরী।

শিশুদের জন্য Tryptin ঔষধ খাওয়ার নিয়ম

শিশুদের ক্ষেত্রে ট্রিপটিন ঔষধ খাওয়ার বয়সের তারতম্য রয়েছে। শিশুদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় প্রসবের সমস্যায় এই ঔষধ ব্যবহার করা হয়। তাই এই ঔষধ কোন বয়সে কতটুকু খাওয়াতে হবে। নিম্নে বয়স ও নিয়ম সম্পর্কে আলোচনা করা হল।
  • প্রস্রাবের সমস্যায়ঃ ৭-১০ বছরের শিশুদের ১০-২০ মিলিগ্রাম ট্যাবলেট শুধুমাত্র রাত্রে সেবন করিবে।
  • প্রস্রাবের সমস্যায়ঃ ১১-১৬ বছরের শিশুদের ২৫-৫০ মিলিগ্রাম ট্যাবলেট শুধুমাত্র রাত্রে সেবন করিবে।
  • মাইগ্রেনের সমস্যায়ঃ প্রতিদিন সর্বোচ্চ ১০০ মিলিগ্রাম।
  • টেনশন, দুশ্চিন্তা বা অন্যান্য কারণে মাথাব্যথা হলেঃ ১০-২৫ মিলিগ্রাম করে, প্রতিদিন তিনবার সেবন করা যাবে।
  • সর্বোচ্চ তিন মাস ঔষধ সেবন করা যাবে।

যাদের জন্য Tryptin ঔষধ খাওয়া নিষেধ

বিভিন্ন রোগীদের ক্ষেত্রে Tryptin ঔষধ খাওয়া একেবারেই নিষেধ। বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে কোন ঔষধের সাথে এই ঔষধ সেবন করলে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোন ওষুধের সাথে Tryptin 10-25mg ঔষধ সেবন করা যায়। Tryptin 10 কিসের ওষুধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা জেনে সেবন করা জরুরী। নিম্নে দেওয়া হল যাদের জন্য Tryptin ঔষধ খাওয়া নিষেধ।
  • যাদের হার্ট অ্যাটাক হয়েছে।
  • হার্ড ব্লক বা স্পন্দনের সমস্যা রোগীদের।
  • যাদের লিভারের সমস্যা রয়েছে।
  • যাদের মানসিক রোগ মেনিআর সমস্যা রয়েছে।
  • গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিন।
  • চোখে চাপের সমস্যা।
  • প্রস্রাবের সমস্যা।
  • ডায়াবেটিসের সমস্যা।
Tryptin-10-কিসের-ওষুধ-খাওয়ার-নিয়ম-ও-সতর্কতা

Tryptin ঔষধের সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া

Tryptin ঔষধের কিছু সাধারণ পার্থক্য প্রতিক্রিয়া দেখা দেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ তিন মাস Tryptin ঔষধ সেবনে তেমন কোন সমস্যা দেখা যায় না। সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দেয়। নিম্নে দেওয়া হল-
  • মুখ শুকিয়ে যাওয়া।
  • চোখের ঝাপসা দেখা।
  • মূত্রথালির প্রসারণ।
  • অত্যাধিক জ্বর।
  • ঘাম বেশি হওয়া।
  • মাথা ঘুরা ভাব হওয়া।
  • ঘুমের ভাব হওয়া।
  • হঠাৎ রক্ত চাপ কমে যাওয়া।
  • হৃদ স্পন্দন বেড়ে যাওয়া।
  • শরীরে ওজন কমে যাওয়া।
  • বদহজম ও বমি বমি ভাব হওয়া।
  • নারীদের ক্ষেত্রে, স্তন ফোলা বা দুধ বের হওয়া।

Tryptin 10-25mg এর দাম

বাংলাদেশের সুপরিচিত একটি ঔষধ Tryptin. দেশের প্রায় সব ফার্মেসিতেই এই ঔষধ পাওয়া যায়। Tryptin ঔষধ বাজারে পাওয়া যায় দুই ধরনের একটি Tryptin 10mg এবং Tryptin 25mg. এটি স্কয়ার ফার্মাসিটিক্যালের একটি ঔষধ। ট্রিপটিন ঔষধ সঠিক দামে ক্রয় করুন এবং Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা জেনে সেবন করুন।

Tryptin 10mg দাম
  • প্রতি পিস এর দাম= ৮৫ পয়সা।
  • এক পাতার দাম=৮ টাকা ৫০ পয়সা।
  • এক বক্সের দাম=১৭০ টাকা।
Tryptin 25mg দাম
  • প্রতি পিস এর দাম= ১ টাকা ৬৭ পয়সা।
  • এক পাতার দাম=১৭ টাকা ৬০ পয়সা।
  • এক বক্সের দাম=৩৫২ টাকা।

সারাংশঃ Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা

Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা জানুন বিস্তারিত আর্টিকেলটি পড়ে এবং Tryptin ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে সেবন করুন। শুধু একটি ঘুমের ঔষধি নয়, এটি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তবে এটি নিয়মিত খেলে খুব ভালো হয় এবং শরীর মন, ভালো থাকে। তবে এই ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে স্পষ্ট নয়।

সাধারণত আমরা জানি, ট্রিপটিন একটি ঘুমের ঔষধ। আসলে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যাবহার করা হয় এই ঔষধ। তাই নিয়ম জেনে সেবন করুন। সুস্থ অর ঠান্ডা স্থানে, ৩০ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো আদ্রতা থেকে দূরে রাখুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url