ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬ জানুন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রগুলো জানা থাকলে, খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন ও উত্তর জানুন এবং অল্প সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করে ফেলুন।
বাংলাদেশের বিভিন্ন প্রকার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে যে সকল প্রশ্ন ও উত্তর
জানা আবশ্যক সেই সকল প্রশ্ন ও উত্তর নিয়ে, এই আর্টিকেলটি সাজানো
হয়েছে। ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেক সময়, প্রশ্ন
ও উত্তর না জানা থাকার ফলে ড্রাইভিং লাইসেন্স পেতে বিলম্ব হয়।
সূচিপত্রঃ ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
- ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
- BRTA সকল ধরনের ড্রাইভিং লাইসেন্সের প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
-
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- কার বা ফোর হুইল ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- কার বা ফোর হুইল ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
-
পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি?
- ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট ও কাগজ লাগে?
ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
ড্রাইভিং লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল যা আপনাকে রাস্তায় বৈধভাবে
মোটরযান চালানোর অনুমতি প্রদান করে। একটি ড্রাইভিং লাইসেন্স সড়কের বিভিন্ন
নিরাপত্তা নিশ্চিত করে। ড্রাইভিং লাইসেন্স করার সময় একজন ড্রাইভারকে ট্রাফিক আইন
ও নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। সম্পূর্ণ চ্যানেল
ড্রাইভিং লাইসেন্স করলে সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করে। এই আর্টিকেলটিতে
কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
এই আর্টিকেলটি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যাবতীয় প্রশ্ন ও উত্তর
২০২৫-২৬ বিস্তারিত দেওয়া হয়েছে। এ সকল সহজ প্রশ্ন যা আপনি একবার
পড়লেই মনে থাকবে। এ প্রশ্নগুলো পড়ে প্রস্তুতি নিয়ে আপনি যদি ড্রাইভিং
লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে খুব সহজেই উত্তীর্ণ হবেন। এই এই আর্টিকেলে
বাংলাদেশের সকল ধরনের যানবাহন, মোটরসাইকেল, কার, মাইক্রো, ফোর হুইল,
ভারী যানবাহন ইত্যাদি ড্রাইভিং লাইসেন্সের জন্য সকল প্রশ্ন দেওয়া হয়। সম্ভাব্য
সকল প্রশ্ন ও উত্তর দেওয়া আছে একবার আর্টিকেলটি সম্পন্ন পড়ে নিলে, ড্রাইভিং
লাইসেন্স পরীক্ষা নিয়ে আর কোন ভয় থাকবে না।
BRTA সকল ধরনের ড্রাইভিং লাইসেন্সের প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
প্রশ্নঃ মোটরযান কাকে বলে?
উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোন যন্ত্রচালিত যান, যারা চালিকাশক্তির
বাইরে বা ভিতরে কোন উৎস সরবরাহ করে থাকে।
প্রশ্নঃ লাল রং সংকেতের অর্থ কি?
উত্তরঃ থামতে হবে বা গাড়ি থামাতে হবে।
প্রশ্নঃ সবুজ রং সংকেতের অর্থ কি?
উত্তরঃ এখন গাড়ি চালানো যাবে।
প্রশ্নঃ হলুদ সংকেতের অর্থ কি?
উত্তরঃ সাবধান হতে হবে কারণ দ্রুত সংকেত বদলাতে পারে।
প্রশ্নঃ কোন কোন স্থান বা এরিয়ায় হর্ন বাজানো নিষেধ?
উত্তরঃ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্দিষ্ট এরিয়ায় যেগুলোতে
নির্দেশনা দেওয়া থাকে।
প্রশ্নঃ কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ?
উত্তরঃ হোয়াট টেকিং নিষেধ সম্মিলিত সাইন থাকলে, জাংশনে, ছোট ব্রিজ
বা কালভার্ট, সরু রাস্তা এবং হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।
প্রশ্নঃ জেব্রা ক্রসিং এর অর্থ কি?
উত্তরঃ পথচারী পারাপার হওয়ার চিহ্ন।
প্রশ্নঃ রাতের বেলায় গাড়ি চালানোর সময় কোন কোন ধরনের লাইট ব্যবহার করা
যাবে?
উত্তরঃ হেডলাইট ডিপ ব্যবহার করা যাবে।
প্রশ্নঃ বৃষ্টির দিনে কিভাবে গাড়ি চালাতে হয়?
উত্তরঃ গাড়ি ধীরে চালাতে হবে এবং হেডলাইট জ্বালিয়ে দিতে হবে।
প্রশ্নঃ গাড়ি পার্কিংয়ের জন্য কোন স্থান ব্যবহার করা উচিত?
উত্তরঃ পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।
প্রশ্নঃ গাড়ি চালানোর সময় ব্রেক কাজ না করলে কি করতে হবে?
উত্তরঃ গিয়ার কমিয়ে, ধীরে ধীরে গাড়ির গতি কমাতে হবে।
প্রশ্নঃ গাড়ি চালানোর সময় দুর্ঘটনা হলে কি করতে হবে?
উত্তরঃ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে।
প্রশ্নঃ একজন গাড়ি চালকের কি কি গুন থাকা উচিত?
উত্তরঃ ধৈর্য, সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী
চলার মানসিকতা।
প্রশ্নঃ গাড়ি চালানোর আগে কি কি করণীয়?
উত্তরঃ গাড়ির হালনাগাদ কাগজপত্র। যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস
সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স ও
ড্রাইভিং লাইসেন্স। এর সকল প্রয়োজনীয় কাগজ সব সময় গাড়ির সঙ্গে হবে।
প্রশ্নঃ রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন?
উত্তরঃ সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর এবং এর উপর পুলিশ কর্মকর্তা।
মোটরযান পরিদর্শক, বিআরটিএ কর্মকর্তা ও মোবাইলকোর্টের কর্মকর্তা।
প্রশ্নঃ মহাসড়কে ও রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে নিরাপদ
দূরত্ব কত হবে?
উত্তরঃ কমপক্ষে ২৫ মিটার।
প্রশ্নঃ রাস্তার ওপর প্রধানত কি কি ধরনের রোডমার্কিং দেওয়া থাকে?
উত্তরঃ সাধারণত তিন ধরনের রোডমার্কিং দেওয়া থাকে। ১. ভাঙ্গা লাইন যাওয়া
অতিক্রম করা যায়। ২. বিশেষ প্রয়োজনে অতিক্রম করা যাবে।
৩. অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ মোটরসাইকেল চালানোর সময় কি কি কাগজ সঙ্গে রাখতে হবে?
উত্তরঃ গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র। রেজিস্ট্রেশন সার্টিফিকেট,
ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স।
প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ২০ বছর ও অপেশাদার
ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ১৮ বছর।
প্রশ্নঃ মোটর ড্রাইভিং লাইসেন্স কি?
উত্তরঃ মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ
দলিল।
প্রশ্নঃ হেলমেট পড়া কেন গুরুত্বপূর্ণ?
উত্তরঃ দুর্ঘটনার সময় মাথা রক্ষা করার জন্য মৃতর ঝুঁকি কমাতে সাহায্য
করে।
প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কি কি শাস্তি হতে পারে?
উত্তরঃ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫,০০০ টাকা জরিমানা হতে
পারে। ধারা চার এবং পাঁচ এর বিধান লঙ্ঘন করলে, ছয় মাসের জেল বা
২৫,০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ের দণ্ড হতে পারে।
প্রশ্নঃ কোন কোন যানবাহনকে ওভারটেক করার সুযোগ দিতে হবে?
উত্তরঃ যে গাড়ির গতি বেশি, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরী কাজে
নিয়োজিত যানবাহন ও ভিআইপি গাড়ি।
প্রশ্নঃ নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালালে কি কি শাস্তি হতে পারে?
উত্তরঃ ৩ মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়
দণ্ড। দ্বিতীয়বার মামলা হলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০০০
টাকা জরিমানা বা উভয় দণ্ড। লাইসেন্স বাতিল হতে পারে।
প্রশ্নঃ বেপরোয়া ও বিপদজনকভাবে গাড়ি চালালে কি কি শাস্তি হতে পারে?
উত্তরঃ সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা জরিমানা এবং উভয় দণ্ড
হতে পারে। ১৯৮৩ এর ১৪৩ ধারায় ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা স্থগিত হতে
পারে।
প্রশ্নঃ গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?
উত্তরঃ গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে।
প্রশ্নঃ গাড়িতে নিষিদ্ধ হর্ন উচ্চশব্দ বা Exhaust সংযোজন ও
ব্যবহার করলে কি শাস্তি?
উত্তরঃ ফিটনেস এর মামলা দিতে পারে ও ১০০ টাকা পর্যন্ত জরিমানা (১৯৮৩ এর
১৩৯ ধারা)
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ট্রাফিক সিগনাল বলতে কি বুঝায়?
উত্তরঃ রাস্তার মোড় বা পথচারী পাড়া করার স্থানে ব্যবহৃত এ ধরনের আলো
বা যানবহন যা গাড়ি ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করে। এখানে সাধারণত তিন
ধরনের বাতি দেখা যায়। লাল, হলুদ ও সবুজ।
প্রশ্নঃ ওভারটেক করার নিয়ম?
উত্তরঃ ওভারটেক করার সময় চারপাশের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ
করতে হবে। সিগন্যাল ব্যবহার করে অন্য চালকদের সতর্ক করতে হবে এবং পর্যাপ্ত
ফাঁকা জায়গায় রেখে ওভারটেক করতে হবে।
প্রশ্নঃ রাস্তার গাড়ি কোন দিকে চলাচল করে?
উত্তরঃ বামদিকে।
প্রশ্নঃ জেব্রা ক্রসিং কি?
উত্তরঃ সাধারণ মানুষ করার পর হতে পারে এমন চিহ্ন।
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর মৌখিক বা ভাইবা পরীক্ষায় সাধারণত,
বিভিন্ন চিহ্ন দেখায় এবং এই চিহ্নর মানে কি সেটা জিজ্ঞাসা করে। মৌখিক পরীক্ষা
খুবই সহজ এবং উক্ত চিহ্ন গুলো দেখলেই সাধারণত উত্তর দেওয়া যায়।
কার বা ফোর হুইল ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ হালকা মোটরযান বলতে কোন যানবাহন কে বোঝায়?
উত্তরঃ যে মোটরযান সর্বোচ্চ ২৭২৭ কেজির বা ৬,০০০ পাউন্ড এর অধিক
বোঝাই ওজন করতে পারবে না।
প্রশ্নঃ ফুয়েল গেজের কি?
উত্তরঃ ফুয়েল বা জ্বালানি ট্যাংকে কি পরিমান জ্বালানি বা তেল আছে তা ফুয়েল
গেজের এর মাধ্যমে জানা যায়।
প্রশ্নঃ মোটরযান কাকে বলে?
উত্তরঃ মোটরযানের অর্থ যন্ত্রচলিত যান। যা চালিকাশক্তি বাইরের বা ভিতরে
কোন উৎস হতে সরবরাহ করে চলাচল করে।
প্রশ্নঃ গাড়ি চালানোর আগে কি কি কাগজ রাখা জরুরী?
উত্তরঃ গাড়ির বৈধ কাগজ অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস
সার্টিফিকেট, টেক্সট টোকেন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ইত্যাদি।
প্রশ্নঃ গাড়ি চালানোর আগে গাড়ির কোন দিকটি লক্ষ্য করা জরুরী?
উত্তরঃ গাড়িতে পর্যাপ্ত তেল আছে কিনা, ব্যাটারিতে
পানি, ব্যাটারির কানেকশন , ইঞ্জিন অয়েল , ব্রেক অয়েল, গাড়ির
ইঞ্জিন, লাইটিং সিস্টেম, নাট-বোল্ট, ব্রেক ও ক্লাচ, গাড়ির
টায়ারের কন্ডিশন ইত্যাদি পরীক্ষা করে নিতে হবে।
প্রশ্নঃ নির্ধারিত গতির চেয়ে অধিক গতিতে গাড়ি চালানো শাস্তি কি?
উত্তরঃ প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ ৩০ দিন কারাদণ্ড বা ৩০০
টাকা জরিমান অথবা উভয়দন্ড। দ্বিতীয়বার অপরাধের জন্য ৩০ দিন কারাদণ্ড
বা ৩০০ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা
একমাস স্থগিত হবে। ১৯৮৩ এর ১৪২ ধারা
প্রশ্নঃ "ফোর হুইল" গাড়ি বলতে কি বুঝায়?
উত্তরঃ সাধারণত যে সকল গাড়িতে চারটি চাকা সম্মিলিত গাড়ি। অর্থাৎ
সাধারণত ইঞ্জিল হতে গাড়ির পেছনের দুই চাকার পাওয়ার ক্ষমতা। কিছু
কিছু গাড়িতে বিশেষ প্রয়োজন এর সামনের দিকে ও পিছন দিকে চারটি
চাকায় ক্ষমতা থাকে।
প্রশ্নঃ পাহাড় ও উঁচু জায়গায় উঠতে গাড়ির কোন গিয়ার ব্যবহার করতে হয়?
উত্তরঃ গাড়ির প্রথম গিয়ার ব্যবহার করতে হয়।
প্রশ্নঃ পার্শ্বরাস্তা থেকে প্রধান রাস্তার প্রবেশ করতে কি কি শর্ত
মানতে হয়?
উত্তরঃ গাড়ির গতি কমাতে হয়। প্রধান রাস্তার গাড়ি দেখে প্রধান
রাস্তায় প্রবেশ করতে হয়। এক্ষেত্রে অবশ্যই প্রধান রাস্তার গাড়ি না
থাকলে অথবা দেখে পার হতে হবে।
প্রশ্নঃ বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন?
উত্তরঃ বিমানবন্দরে প্রচুর শব্দে ও গাড়ির চালক হঠাৎ বিচলিত হতে পারে।
তাই বিচক্ষণ হয়ে গাড়ি চালাতে হবে।
কার বা ফোর হুইল ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ পেশাদার ২০ বছর, অপেশাদার ১৮ বছর।
প্রশ্নঃ গাড়ির ইঞ্জিন কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই দুই প্রকার। পেট্রোল ইঞ্জিন অ ডিজেল ইঞ্জিন
প্রশ্নঃ গাড়ির ব্রেক কত প্রকার?
উত্তরঃ সাধারণত দুই প্রকার। পায়ের ব্রেক এবং হাতের ব্রেক।
প্রশ্নঃ গাড়ির হ্যান্ড ব্রেক এর কাজ কি?
উত্তরঃ এটি একটি যান্ত্রিক ব্রেক যা পার্কিংয়ের সময় স্থির করে
রাখতে ব্যবহার করা হয়।
প্রশ্নঃ গাড়ির এসি সিস্টেম কতদিন পর পর পরিষ্কার করা
উচিত?
উত্তরঃ ছয় মাস থেকে এক বছর পর পর এসি সিস্টেম সার্ভিস করা উচিত।
সাধারণত মৌখিক বা ভাইবা পরীক্ষায় বিভিন্ন চিহ্ন দেখে উত্তর দিতে হয়।
একজন সাধারণ মানুষ চিহ্ন দেখে উত্তর দিতে পারবে। যে চিহ্ন গুলো ব্যবহার করা
হয় সে চিহ্নগুলো আমাদের দৈনিক চলার পথে পরিচিত।
ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ভারী যানবাহন চালানোর জন্য কি কি কাগপত্র প্রয়োজন হয়?
উত্তরঃ গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট,
ট্যাক্স টোকেন, ইন্সুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স (ভারী যান
যানবাহনের জন্য উপযুক্ত)
প্রশ্নঃ গাড়ির চাকা ফেটে গেলে কি করনীয়?
উত্তরঃ স্টেয়ারিং শক্ত করে ধরে রাখতে হবে। এক্সিলারেটর থেকে
পা সরিয়ে ব্রেক করে ধীরে ধীরে গতি কমাতে হবে।
প্রশ্নঃ গাড়ির ড্যাশবোর্ডে কি কি ইন্সট্রুমেন্ট থাকে?
উত্তরঃ স্পিড মিটার, ট্রিপ মিটার, টেম্পারেচার গেজ ও ফুয়েল গেজ
ইত্যাদি।
প্রশ্নঃ গাড়িতে কি কি লাইট থাকে?
উত্তরঃ হেডলাইট, ব্রেক লাইট, রিভার্স লাইট, ইন্ডিকেটর
লাইট, পার্কিং লাইট, ফগ লাইট ও নাম্বার প্লেট লাইট।
প্রশ্নঃ টুলবক্স কি?
উত্তরঃ যন্ত্রপাতি রাখার বক্স। জরুরী প্রয়োজনে মেরামতের যন্ত্রপাতি থাকে।
প্রশ্নঃ সড়কের ওপর গাড়ি পার্কিং করে রাখলে কি কি শাস্তি হতে পারে?
উত্তরঃ ৫০০ টাকা জরিমানা অথবা মোটরযান খুচরা যন্ত্র বা জিনিসপত্র
বাজেয়াপ্ত করা যাবে। ধরা-১৫৭
প্রশ্নঃ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নাক থেকে গাড়ি চালালে কি শাস্তি
হতে পারে?
উত্তরঃ প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড অথবা ২,০০০
টাকা অর্থদণ্ড ও উভয়দণ্ড। দ্বিতীয়বার অপরাধের জন্য সর্বোচ্চ ছয়
মাস কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা অর্থদণ্ড ও উভয়দণ্ড। এক্ষেত্রে
চালক ও মালিকের উভয়ের দণ্ড হতে পারে। ১৯৮৩ এর ১৫২ ধারা
আরও পড়ুনঃ ঈমান ও আকিদার মধ্যে পার্থক্য
প্রশ্নঃ নিরাপদ ড্রাইভিং বলতে কি বুঝায়?
উত্তরঃ রাস্তা ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও দায়িত্বশীল ভাবে
গাড়ি চালানো।
প্রশ্নঃ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো উচিত নয় কেন?
উত্তরঃ মনোযোগ কম থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুনে বেড়ে যায়।
প্রশ্নঃ লাইন বা লেন পরিবর্তন করার নিয়ম কি?
উত্তরঃ লুকিং গ্লাস দেখে পেছনের গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করতে হয়,
তারপর সঠিক সংকেত পেলে লাইন পরিবর্তন করা যায়।
ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?
উত্তরঃ বাম পাশ দিয়ে। একাধিক লেন থাকলে দ্রুত গতির গাড়ি ডান
পাশের লেন ব্যবহার করবে। তারপরের লাইনে ধীর গতির গাড়ি চলবে।
প্রশ্নঃ আয়তনক্ষেত্রে "চ" লেখা থাকলে কি বুঝায়?
উত্তরঃ পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।
প্রশ্নঃ লাল বৃত্তে একজন "মানুষের ছবি" আঁকা থাকলে কি বুঝায়?
উত্তরঃ পথচারী পারাপার নিষেধ।
প্রশ্নঃ লাল ত্রিভুজে একজন "চলমান মানুষ" এর ছবি আঁকা থাকলে কি বুঝায়?
উত্তরঃ সামনে পথচারী পারাপার, সাবধানে চলতে হবে।
প্রশ্নঃ গাড়ির ইঞ্জিন কত দিন পর পর পরিষ্কার করা উচিত?
উত্তরঃ প্রতি ছয় মাস অন্তর বা ১২,০০০ কিলোমিটার পর।
ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্সের মৌখিক বা ভাইবা পরীক্ষায় কিছু চিত্র
দেখা হয় এবং চিত্র দেখে, চিত্রতে কি নির্দেশনা দিচ্ছে এইসব এর প্রশ্ন করা
হয়। সাধারণত আমরা এসব প্রশ্নের উত্তর জেনে থাকি। ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬ সম্পূর্ণ জানুন।
পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি?
ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬ বিস্তারিত ইতিমধ্যেই আমরা জেনেছি। তবে অনেকেই মনে করেন, ড্রাইভিং লাইসেন্স পেশাদার বা অপেশাদার কোনটি করা উচিত। ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ভাড়াগাড়ি চালানো যায়। যেমন-রেন্ট এ কার, বাস বা ট্রাক। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হয়। যেমন-মোটরসাইকেল, কার। পেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে এবং অপেশাদার লাইসেন্স পাওয়া যায় ১৮ বছর বয়স হলে।
পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ০৫ বছর এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ সাধারণত ১০ বছর হয়।
ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট ও কাগজ লাগে?
ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬ জেনে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করুন। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স অনেক জরুরী এবং সহজেই করা যায় যদি আপনি আগে থেকে ডকুমেন্ট তৈরি রাখেন এবং প্রশ্ন ও উত্তর জেনে রাখেন। নিম্নে ডকুমেন্ট সমূহ দেওয়া হল
- জাতীয় পরিচয় পত্র।
- মেডিকেল সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের ছবি। 150kb
- বিদ্যুৎ বিলের কপি।
- ফি জমা দেওয়ার রশিদ।
- শিক্ষাগত যোগ্যতা।
শেষ কথাঃ ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬
ড্রাইভিং লাইসেন্স লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ২০২৫-২৬ এই আর্টিকেলটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। সাধারণত ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো দেওয়া হয়েছে।
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে, ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে যান, তাহলে কোন প্রকার ঝামেলা ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হবেন। বাংলাদেশের সকল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে সকল প্রশ্ন সাধারণত আসে, সেগুলো দেওয়া হয়েছে। এর বাইরেও কিছু প্রশ্ন পারে। তবে আশা করা যায় এই প্রশ্ন ও উত্তর জানা থাকলে, আপনি উত্তীর্ণ হবেন। ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url