স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন ও নাইট ক্রিম
ব্যবহারের আগে অবশ্যই আপনাকে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরী সেগুলো নিয়েই এই
আর্টিকেলটি লিখা হয়েছে।স্থায়ীভাবে ত্বক ফর্সা করতে হলে অনেক কিছু নিয়ম
জেনে আপনাকে পদক্ষেপ নিতে হবে। বর্তমানে স্থায়ীভাবে ত্বক ফর্সা করা এটি একটি সহজ
বিষয় তবে নিয়ম অনুসরণ করলে যথাযথ উপকার পাওয়া যায়।
স্থায়ীভাবে ত্বক ফর্সা করতে নাইট ক্রিম এর চেয়ে বর্তমানে লেজার থেরাপির মতো
চিকিৎসা করছে। কারণ সঠিক নাইট ক্রিম নির্বাচন করতে পারছি না বিধায়। নাইট
ক্রিম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বা দাগ কমাতে সাহায্য করে তবে অনেকেই সঠিক নাইট
ক্রিম ব্যবহার না করার ফলে এ সকল কার্যকারিতা থেকে বঞ্চিত হচ্ছে।
সূচিপত্রঃ স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন
স্থায়ীভাবে ফর্সা হতে চান অনেকেই তবে স্থায়ীভাবে ফর্সা হওয়া ধারণটা
সবসময় সঠিক হয় না কারণ ত্বক ফর্সা হওয়ার বা না হওয়া মূলত ত্বকের প্রকৃতি
মেলানিনের উপর অনেকটা নির্ভর করে। তবে বর্তমান বাজারে কিছু নাইট ক্রিম পাওয়া
যায় যা ফর্সা হওয়ার জন্য বেশ ভালো ভূমিকা রাখতে পারে। তবে এসব নাইট ক্রিম আপনার
ত্বকে করে তুলবে সতেজ ও প্রাণবন্ত। এইসব ক্রিম ব্যবহার করলে ত্বকের আদ্রতা
বাড়ায় এবং কোলাজেন উৎপাদনে বৃদ্ধি করে। এসব নাইট ক্রিম দারুন ভূমিকা রাখে
মেছতা, ত্বকের কালো দাগ, ব্রনের দাগ ইত্যাদি দাগ দূর করতে।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম ব্যবহার করলে, আপনাকে অবশ্যই পার্শ্ব
প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে হবে তা না হলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন।
হ্যাঁ নাইট ক্রিম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তার জন্য আপনাকে অবশ্যই
কিছু নিয়ম অনুসরণ করে ব্যবহার করতে হবে এবং সঠিক ব্রান্ড নির্বাচন
করতে হবে। এই আর্টিকেলটিতে সঠিক ব্র্যাড সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং
ব্যবহার করে কিভাবে যথাযথ উপকার পাবেন সে বিষয়গুলো জানতে আর্টিকেলটি সম্পন্ন
করার অনুরোধ রইলো।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম
বিভিন্ন অনুসন্ধান অনুযায়ী এখানে ৭টি নাইট ক্রিম সম্পর্কে দেওয়া হয়েছে যেগুলো
ব্যবহার করে মানুষ উপকৃত হয়েছে। বর্তমান বাজারে এসকল নাইট ক্রিম এর অভাব নেই তবে
আপনাকে জানতে হবে কোনটা সবচাইতে কার্যকর নাইট ক্রিম যা থেকে আপনি যথাযথ উপকার
পাবেন। এ সফল নাইট ক্রিম এ আছে প্রাকৃতিক গুনাগুন সমৃদ্ধ বিভিন্ন উপাদানের
নির্যাস যা ত্বককে ভিতর থেকে গ্লো করতে সাহায্য করে। তাই আসুন আমরা জেনে নেই
স্থায়ীভাবে খরচা হওয়ার ৭টি কার্যকরী নাইট ক্রিমের নাম।
-
Mamaearth Overnight Repair Face Cream: মামাঅর্থ ওভার নাইট রিপেয়ার
ফেইস ক্রিম অত্যন্ত কার্যকরী একটি নাইট ক্রিম। এই ক্রিমে রয়েছে সিলিকন এবং
পেরাবেন ফ্রি যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী আরো রয়েছে-শিয়া বাটার, আলমন্ড
অয়েল, গ্লিসারিন, অ্য়াকুয়া ইত্যাদি যা ত্বকের ভিতর থেকে সুন্দর করে
এবং স্থায়ীভাবে ফর্সা করে তোলে। এই ফেস ক্রিমটিতে থাকে
শিয়া বাটার আছে ভিটামিন ই জাতীয় ত্বককে উজ্জ্বল মসৃণ।
-
Collagen Whitening Body Cream: কোলাজেন হোয়াইটটিং বডি ক্রিম সব ঋতুতেই
ত্বককে আদ্রতা ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে এটি একটি বেস্ট
ক্রিম। এটি একটি কোরিয়ান ফর্সা হওয়ার ক্রিম। এই ক্রিম মাত্র ৭-১০
দিনের মধ্যে সম্পূর্ণ শরীরকে ফর্সা ভাব নিশ্চিত করতে পারে তেমন কোন
পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়ায়। এই ক্রিম শরীরের যেকোনো জায়গায় ব্যবহার
করা যায়। শরীরের যে কোন দাগ দূর করতে দারুন ভূমিকা রাখে। এই ক্রিম, সাদা
করা, বলিরেখা রোধক, হাইড্রেটিং অপুষ্টিকর।
-
Yuja Niacin Brightening Sleeping Mask: ইউজা নিয়াসিন প্রেম
উজ্জ্বলতা বৃদ্ধির স্লিপিং মাস্ক ঘুমের সময় ত্বককে উজ্জ্বল ও পূর্ণ
জীবিত করার জন্য অত্যন্ত কার্যকর। এটি একটি কোরিয়ান ব্যান্ড। এই ক্রিম
ব্যবহারে আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল যা বাজারে পাওয়া যায়
৬০ গ্রাম আকারে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি এই
মাস্কটি প্রয়োজনীয় হাইড্রেশন এবং পুষ্টি প্রদান করে যা আপনার ত্বককে
নরম ও কোমল এবং ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করে।
-
Shwe Pyi Nann Night Cream: খানাকা হোয়াইটটিং বডি
ক্রিম অত্যন্ত একটি কার্যকরী নাইট ক্রিম। খানাকা একটি
ঐতিহ্যবাহী বার্মি উপাদান যা থানাকা গাছের ছাল থেকে তৈরি করা হয়।
এটি দীর্ঘস্থায়ী ত্বককে সাদা করতে খুবই কার্যকর ও রোদে পোড়া দাগ কমায়
এবং ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেয়। স্থায়ীভাবে খরচা হওয়ার জন্য এই
ক্রিম হতে পারে আপনার জন্য।
-
Simple Kind To Vital Vitamin Night Cream: সিম্পল কাইন্ড টু স্কিন
ভাইটাল ভিটামিন নাইট ক্রিম একটি হালাল ও কার্যকরী নাইট ক্রিম। এই নাইট
ক্রিম ও হাইড্রেশন করে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। যে সকল
মানুষ নাইট ক্রিম ব্যবহার করে থাকেন তাদের মধ্যে অন্যতম পছন্দের নাইট
ক্রিম এটি। বেঁচে থাকা ভিটামিন বি-৫ ত্বককে করে সফট ও ভেতর থেকে ভালো
দাগ দূর করে ত্বককে স্থায়ীভাবে ফর্সা করতে পারে।
-
Himalaya Rich Cocoa Butter: হিমালয়া বডি ক্রিম অত্যান্ত পুষ্টিকর একটি
বডি ত্বকের শুষ্ক রাখতে সাহায্য করে এতে রয়েছে কোকা মাখন যা
ত্বকের ময়েশ্চারাইজ করে তুলে ও ভিতর থেকে দীর্ঘ স্থায়ীভাবে ফর্সা করতে
পারে। এটি ত্বকের সুস্থতা ও রুক্ষতা দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা
রাখে এবং এটি ব্যবহারের পর ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল হয়। এই নাইট
ক্রিমে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নেয়।
-
Laikou Sakura Night Cream: সাকুরা পার্মানেন্ট বডি হোয়াইটটিং নাইট
ক্রিম অত্যন্ত জনপ্রিয় কার্যকরী নাইট ক্রিম। বিশেষ করে, এই নাইট ক্রিমের
বিশেষত্ব হচ্ছে এটি ত্বককে উজ্জ্বল ও মুসলিম করে এবং ভিতর থেকে স্থায়ীভাবে
ফর্সা করতে পারে। এবং ত্বকের বিভিন্ন কালো দাগ দূর করে তাই এটি নিঃসন্দেহে
ব্যবহার করতে পারেন। স্থায়ীভাবে দ্রুত ফর্সা হওয়ার জন্য, আপনার বেস্ট নাইট
ক্রিম হতে পারে এটি।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারের নিয়ম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম সাধারণত রাত্রে ব্যবহার করা হয়। বিশেষত রাত্রে
ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম ব্যবহার করা হয়। স্থায়ীভাবে ত্বকে ফর্সা করতে
উপরের যে ৭টি নাইট ক্রিম দেওয়া হয়েছে সেগুলো সাধারণত রাত্রে ব্যবহার
করলে যথাযথ ফলাফল পাওয়া যায়। এর বাইরেও যে কোন নাইট ক্রিম আপনাকে রাত্রে
ব্যবহার করতে পারবেন।
ঘুমাতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকের মেরামত ও পূর্ণ জীবিত করতে
পারে যা ত্বককে ময়েশ্চারাই করে তোলে এবং ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে।
আসুন আমরা ব্যবহারবিধি জেনে নেয়।
- ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
-
এরপর, পরিমাণমতো নাইট ক্রিম ত্বকে লাগিয়ে সারা রাত্রি রেখে দিতে হবে।
- সকালে ধুয়ে ফেলুন।
বিশেষ দ্রষ্টব্যঃ মনে রাখবেন, বয়স এবং ত্বকের ধারণার উপর ভিত্তি করেন
নাইট ক্রিম নির্বাচন করা অত্যন্ত জরুরি যা আপনাকে একজন ডাক্তার সঠিক পরামর্শ
দিতে পারে।
নাইট ক্রিমের উপকারিতা
স্থায়ীভাবে ফর্সা হতে নাইট ক্রিম এর উপকারিতা অনেক রয়েছে। স্থায়ীভাবে
ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম ব্যবহার করা হয় এটি একেবারেই নয় স্কিনের জন্য
নাইট ক্রিম ব্যবহার করা হয়। ত্বকের যত্নে দিন ও রাতের আলাদা রুটিন অনুষ্ঠান
করা জরুরী। দিনের বেলা তোকে সূর্যের আলো দূষণ থেকে রক্ষা করা অত্যন্ত জরুরী
তাহলে ত্বকের উজ্জ্বলতা ভাব নষ্ট হয়ে যেতে পারে। আর এ সকল ক্ষতিকারক দিক থেকে
রক্ষা করতে পারে, দৈনিক নাইট ক্রিম ব্যবহার করলে। আসুন আমরা নাইট ক্রিম
ব্যবহার করলে কি কি উপকারিতা রয়েছে জানার চেষ্টা করি।
- ত্বকের গভীর ময়েশ্চরাইজিং করে তোলে।
- ঘুমের সময় টক নিজে নিজেকে মেরামত ও পূর্ণ গঠন করতে পারে।
- ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
- ত্বকের কালচে ভাব দূর করে ফর্সা করে তুলে।
- দাগ ও র্যাস দূর করে।
- ব্রনের সমস্যা দূর করে।
- বার্ধক্যজনিত সমস্যা দূর করে।
- ত্বককে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে।
নাইট ক্রিমে সাধারণ উপাদান
সাধারণত স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম গুলোতে যে সকল উপাদান থাকে
তা জানা অত্যন্ত জরুরি। আপনি যদি নাইট ক্রিম ব্যবহার করেন তার পূর্বে এ সকল
উপাদান জেনে নিন। সাধারণত নাইট ক্রিমের যে সকল উপাদান থাকে সেগুলো হচ্ছে
- ভিটামিন
- গ্লিসারিন
- এসিড
- অ্যাকোয়া
- সোডিয়াম
- হাইড্রোক্সাইড
- অ্যালোভেরা জেল
- অয়েল
"স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন"
আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে বিস্তারিত জেনে নিন কিভাবে দ্রুত ফর্সা হওয়া
যায় কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এখানে সাধারণত যে সকল উপাদান
থাকে নাইট ক্রিম এর সেগুলো দেওয়া হয়েছে।
৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম
আগেকার যুগে কালো মানুষ কালো থেকে যাওয়ার কারণে তাকে সমাজে অনেক খেয়েও
প্রতিপন্ন হতে হত কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নয়নের কারণে মাত্র ৭ দিনেই
ফর্সা হওয়ার সম্ভব। বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান যেমন ভিটামিন সি, কজিক
এসিড, নায়াসিনামাইড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এছাড়া বিভিন্ন ধরনের নাইট
ক্রিম পাওয়া যায় যেগুলো সাতদিনের মধ্যেই ত্বকের প্রত উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
তার মধ্যে অন্যতম একটি নাইট ক্রিম হচ্ছে লোটাস হারবাল হোয়াইট গ্লো স্কিন
ব্রাইটেনিং এন্ড নওরেসিং নাইট ক্রিম। এটি সেনসিটিভ ত্বকের জন্য
উপযুক্ত। । এটি ধাপে ধাপে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রথমে এটি ত্বকের তেল
দূর করে এরপর ত্বকের ডার্ক স্পট কমিয়ে ত্বককে ফর্সা করে তোলে। এরপর ত্বকের
যেকোনো ধরনের ব্রণ রিমুভ কড়ে।
উল্লেখ্য যে, প্রোডিউসাররা বলেন এটি প্রাকৃতিক উপায়ে ত্বককে ফর্সা করে এবং এর
কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে এসব নাইট ক্রিমের কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।
বরং অনেক তথ্যসূত্রে জানা যায় যে এ সকল কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম কিছুদিনের
জন্য ত্বকের উজ্জ্বলতা প্রদান করলেও এগুলো ত্বকের জন্য ক্ষতিকর। এমনকি এসব নাইট
ক্রিম দীর্ঘকাল ব্যবহারের ফলে ক্যান্সারের মতন রোগ দেখা দিতে পারে। তাই স্কিন
কেয়ার এর কোন প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে এর সতর্কতা সম্পর্কে যাচাই
করুন।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম ছেলেদের
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন এবং জেনে নিন স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম ছেলেদের। বর্তমান সময়ে যেকোন মানুষের খরচা ও স্মার্ট না হতে চাওয়া এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে আপনাকে জানতে হবে কোনটি ব্যবহার করে আপনি সবচাইতে ভালো ফলাফল পাবেন। কোন ক্রিম গুলো ব্যবহার করলে তাড়াতাড়ি ফর্সা হওয়া যায় তা জেনে নেওয়া অত্যন্ত জরুরী কেননা বাজারে অনেক রকম ক্রিম পাওয়া যায় যেগুলো খুব সহজে কাজ করে না আবার কাজ করলেও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই আসুন জেনে নেয়, কার্যকরী ছেলেদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম।
- Olay Natural White Night Cream
- Oil Controlar Moistuiser Night Cream
- Loreal Man Expret White Active Night Cream
- White Perfect Night Cream
- Gaenier Man Power Night Cream
- Emami Fair and Hansome Night Cream
স্থায়ীভাবে শরীর ফর্সা করার উপায়
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন এবং স্থায়ীভাবে শরীর ফর্সা করার উপায় সাধারণত অনেক কঠিন। তবে আর্টিকেলটিতে যে সকল নাইট ক্রিম ব্যবহার করার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো করলে আপনি অবশ্যই সাদা হতে পারবেন বা গায়ের রং ফর্সা হবে। যদিও স্থায়ীভাবে শরীরের রং পরিবর্তন করা সম্ভব নয়, কারণ গায়ের রং মূলত জেনেটিক বা বংশগত হয়ে থাকে।
স্থায়ীভাবে শরীরকে ফর্সা করতে চাইলে, আপনাকে এগুলো নাইট ক্রিম ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপায় খুঁজে বের করতে হবে যা নিম্নে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম আপনাকে অসুস্থ করে জীবন যাপন, দূষণ এবং সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। বাজারে যেগুলো স্থায়ীভাবে ফর্সা করার ক্রিম এর বিজ্ঞাপন দেখা যায় সেগুলো থেকে যথাযথ উপকার পাওয়া যায় না অনেক সময় বা বিপদের সম্মুখীন হতে হয় অনেক সময়।
কম দামে ভালো নাইট ক্রিম
বাজারে কম দামে নাইট ক্রিম পাওয়া একটু কঠিন কেননা কম দামি নাইট ক্রিম পাওয়া যায় ঠিকই তবে ভালো মানের নাইট ক্রিম পেতে হলে আপনাকে অবশ্যই কিছু বাড়তি টাকার যোগ করে ক্রয় করতে হবে। তবে আপনাকে অবশ্যই আপনার ত্বকের ধরন বুঝে ক্রিম নির্বাচন করতে হবে। আপনার ত্বক যদি তৈলাক্ত ত্বকের জন্য হালকা ও নন-কোমেডজেনিক তখন আপনাকে এক ধরনের ক্রিম ব্যবহার করতে হবে অথবা ভিন্নরকম ত্বক হলে অবশ্যই ভিন্নরকম নাইট ক্রিম ব্যবহার করতে হবে।
তবে যেকোনো নাইট ক্রিম ব্যবহার করার পূর্বে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেগুলো নাইট ক্রিম নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেগুলো কার্যকরী। সেগুলো বর্তমান বাজার অনুযায়ী খুব অল্প দামেই পাওয়া যায়। তাই আপনি পছন্দ মতো ও আপনার সাধ্যমত যে কোন একটি নাইট ক্রিম নির্বাচন করুন এবং ব্যবহার করুন।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়
আমরা ইঅনেকেই মনে করেন তো বাজারে পাওয়া যায় যেসব নাইট ক্রিম যায়, সেগুলো মেখে স্থায়ী ভাবে ফর্সা হওয়া যায়। ধারণাটি পুরোটাই ভুল। বরং এদের ক্ষতির পরিমাণই বেশি। চলুন আজকে আলোচনা করি কিভাবে স্থায়ীভাবে সত্যিই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায়। স্থায়ীভাবে ত্বকের ব্রাইটনেস বাড়াতে হলে আপনাকে নিয়মিত ত্বকের পরিচর্যা করতে হবে।চলুন কয়েকটি ঘরোয়া পদ্ধতি জেনে নিন।
অ্যালোভেরা :সপ্তাহে দুই থেকে তিনবার অ্যালোভেরা জেলের সাথে করে মুখে লাগিয়ে নিন। এখানে চালের আটা ক্রাব হিসেবে কাজ করে, যেটা নাকের ব্ল্যাকহেড দূর করতে সাহায্য করে। এবং অ্যালোভেরা জেলের পুষ্টিগণ ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
নিমপাতা ও হলুদ :কাঁচা হলুদের সাথে নিমপাতা পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিন। এরপর ৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। আদিকাল থেকে এই রূপচর্চা হয়ে আসছে। হলুদ এবং নিমপাতা মুখের ব্রণ দূর করে এবং ভেতর থেকে গ্লো করে।
মধু:ময়েশ্চারাইজার হিসেবে আর্টিফিশিয়াল প্রোডাক্ট না ইউজ করে মধু করতে পারেন। এদিক ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে।
মন্তব্যঃ স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম
জানুন
"স্থায়ীভাবে ফর্সা হওয়ার ৭টি নাইট ক্রিম ও ব্যবহারের নিয়ম জানুন" আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার ত্বককে কিভাবে স্থায়ীভাবে ফর্সা করা যায়। বাংলাদেশের বাজারে অনেক নাইট ক্রিম আছে, কিন্তু সবগুলাই আপনার ত্বকের সাথে মানানসই নাও হতে পারে। তাই এসব বিষয় নিয়ে এই আর্টিকেলটি লিখা হয়েছে।
আশা করা যায় আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনার ত্বকে স্থায়ীভাবে ফর্সা করতে খুবই কার্যকর হবে এই সমস্ত নাইট ক্রিম।
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url