ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন

ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন সাথে জেনে নিন পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং নির্দেশনা। ছাফী (SAFI) মূল্যবান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী গুণসম্পূর্ণ হারবাল ওলি ফার্মাসিটিক এর একটি ওষুধ।

ছাফী-(SAFI)-সিরাপ-খেলে-কি-ওজন-কমে-উপকারিতা-ও-খাওয়ার-নিয়ম-জানুন

ছাফী সিরাপ অত্যন্ত কার্যকারী একটি ঔষধ যা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা সেবন করে থাকি। নানান রোগের জন্য এই সিরাপটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেকের ভাবেন ছাফী (SAFI) সিরাপ খেলে ওজন কমে নাকি বৃদ্ধি হয়? এর জন্য কিছু নিয়ম অবলম্বন করলে আপনি সঠিকটা পাবেন।

সূচিপত্রঃ ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন

ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন

ছাফী সিরাপ একটি আয়ুর্বেদিক রক্ত পরিশোধক হিসাবে বহুল পরিচিত। সাধারণত ছাফী সিরাপ সম্পর্কে আমরা জানলেও এর মূল্যবান উপাদানগুলো কি জানিনা। উপাদানগুলো হল-সোনা পাতা, কালকাসুন্দে ও হরিতকির মত মূল্যমান প্রাকৃতিক সম্পদ রয়েছে যা শরীরের বিভিন্ন উপকারিতা বয়ে আনে। এডি শরীরের বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে পারে।
তার জন্য অবশ্যই আপনাকে নিয়ম অনুযায়ী এবং উপকারিতা ও অপকারিতা জেনে সেবন করতে হবে তাহলেই এর থেকে যথাযথ উপকার পাওয়া সম্ভব। এই আর্টিকেলটিতে ছাফী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিভাবে আপনি শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নিন এবং খাওয়ার নিয়ম জেনে নিন। বিস্তারিত নিম্নে দেওয়া হল।

ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে?

বিভিন্ন ধরনের অসুখের সমাধান হিসেবে ডাক্তাররা। সাফি সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে কিছু মানুষ মনে করেন এই সিরাপটি খেলে ওজন কমে যাবে। মূলত এটি সরাসরি ওজন কমায় না। এটি একটি আয়ুর্বেদিক ঔষধ এটি সরাসরি ওজন কমানোর জন্য তৈরি করা হয়ন... তবে এটি পরিপাকতন্ত্রকে উন্নত করে রক্ত প্রয়োগ পরিশোধন এবং হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। 

বদ হজম দূর করতে সাহায্য করে এই আয়ুর্বেদিক ঔষধটি। আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে ত্বকের স্বাস্থ্য রক্ষা। যেহেতু এটি পুরো শরীরটা সুস্থ রাখতে সাহায্য করে,। সাধারণ মানুষ ভাবে এটি শরীরের অতিরিক্ত অস্বাভাবিক ওজন কমিয়ে ফেলে।, তবে প্রকৃত অর্থে কেউ যদি শুধুমাত্র ওজন কমানোর জন্য এই ওষুধ সেবন করে তাহলে সে সুস্থ থাকবে বটে তবে ওজন কমবে না।

ছাফী (SAFI) সিরাপের উপকারিতা

সাফী সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেরাপ । এটি বিভিন্ন রোগের নিরাময়ক হিসেবে কাজ করে। মেয়েদের একটি প্রধান আকর্ষণের কারণ হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি। এটি ত্বকের বর্ণ হওয়া থেকে বিরত রাখে। এছাড়াও পুরো বিশ্বে মেয়েদের একটি সাধারণ সমস্যা হচ্ছে প্রসাবের জ্বালাপোড়া। গুরুত্বপূর্ণ এই ঔষধটি ইউরিন প্রদাহ কমিয়ে দেয়। এছাড়াও এটি শরীরের বিবর্ণতা দূর করে।

সাফি সিরাপের আরও একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে।। কোষ্ঠকাঠিন্য একটি গুরুতর সমস্যা মানব জীবণে। এই সমস্যার সঠিক সমাধান পেতে অনেক ডাক্তাররা সাফি সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও এটি ফুসকুড়ি, ফোড়া, খোসপচর, নাকের রক্তক্ষরণ এসব রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে।

এছাড়াও মানব জীবন সুস্থ রাখার জন্য এবং ক্যান্সারের ভয়াবহতা থেকে বাঁচার জন্য রক্ত পরিশোধন খুব গুরুত্বপূর্ণ।। রক্ত পরিশোধনের জন্য এই ছাফির সিরাপ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। ছাফি সিরাপ রক্তকে পরিশোধন করে ভিতর থেকে উজ্জ্বলতা প্রদান করে। তবে অবশ্যই এই ওষুধ সেবন করার পূর্বে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
ছাফী-(SAFI)-সিরাপ-খেলে-কি-ওজন-কমে-উপকারিতা-ও-খাওয়ার-নিয়ম-জানুন

ছাফী (SAFI) সিরাপ খাওয়ার নিয়ম

প্রত্যেক ঔষধ সেবনেরই একটি নির্দিষ্ট নিয়ম থাকে। সাফী সিরাপ ও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকেরই উচিত নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ঔষধ সেবন করা। চলুন জেনে নেই সাফি সিরাপ কিভাবে সেবন করতে হয়। ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন।

আরও পড়ুনঃ Tryptin 10 কিসের ঔষধ? খাওয়ার নিয়ম ও সতর্কতা

  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেঃ দিনে দুইবার দুই চামচ করে সেবন করতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে আহার গ্রহণের পর জলসহ এই ঔষধ প্রযোজ্য। বয়স্কদের ক্ষেত্রে তিনবার খাওয়া যেতে পারে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে।
  • শিশুদের ক্ষেত্রেঃ ছয় থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের দিনে দুইবার এক চামচ করে খেতে হবে। তবে প্রত্যেককেই খাবার গ্রহণের পর জলসহ এই ওষুধটি সেবন করতে হবে।
তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে এই ওষুধ সেবন করার ফলে এসিডিটি বেড়ে যেতে পারে। তাই অবশ্যই সাথে গ্যাসের ওষুধ সেবন করতে হবে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মিলে তিনি বুঝতে পারবেন আপনার কোন গ্যাসের ওষুধ প্রযোজ্য। তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ দিয়ে সেবন করবেন।

ছাফী (SAFI) সিরাপ কতদিন খাওয়া যায়

এত কিছু জানার পর নিশ্চয় এত কিছু জানার পর নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে গুরুত্বপূর্ণ এই ওষুধটি ঠিক কতদিন খাওয়া উচিত। ঠিক কতদিন খেলে এর যথার্থ উপকারিতা পাওয়া যাবে। চলুন জেনে নেয়া যাক এই বিষয়টি।। সাধারণত এই সিরাপটি সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত খাওয়া যেতে পারে। ধীরে ধীরে কাজ করলেও স্থায়ীভাবে আপনার রোগ নিরাময় করবে এবং আপনাদের সুস্থ ও সতেজ করে তুলবে।

তবে আপনি যদি নির্দিষ্ট কোন রোগের জন্য খেতে চান, তাহলে অবশ্যই ডাক্তার আপনাকে নির্ধারিত সময় বলে দিবে। কেননা একেক রোগের জন্য একেক রকম ডোজ থাকতে পারে। এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উনারাই বলে দিবেন সঠিক সময়টি। যেহেতু ঔষধ সারা জীবন সেবন করা যায় না, তাই ডাক্তারের পরামর্শ না নিয়ে কেউ দীর্ঘকাল এই ওষুধ সেবন করবেন না। অনেক মেয়েরা আছে যারা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এবং রক্ত পরিশোধনের জন্য দীর্ঘকাল ধরে একই ওষুধ সেবন করে থাকেন। তাদের জন্য আমার এই সতর্কবার্তা যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ওষুধ সেবন করবেন।

ছাফী (SAFI) সিরাপের উপাদান

যেহেতু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ, তাই চলুন জেনে যা নেয়া যাক আসলেই এই সিরাপ এর মধ্যে কোন কোন উপাদান বিদ্যমান। প্রত্যেক সচেতন ব্যক্তির ওই উচিত ঔষধ সেবনের পূর্বে ঠিক করে দেখে নেয়া এতে কোন কোন উপাদান রয়েছে। এতে করে যদি তার কোন উপাদানে এলার্জি বা নেগেটিভ সাইড ইফেক্ট থাকে তাহলে বুঝতে পারবেন সহজেই। ঔষধের দুটি ভার্সন রয়েছে, একটি সেরাপ এবং অন্যটি ক্যাপসুল।

উপাদানসমূহঃ প্রত্যেক পাঁচ মিলি সিরাপে রয়েছে রেউচিনি ১৩ মিলিগ্রাম, সোনাপাতা ১৭ মিলিগ্রা্‌ম, তুলসী 2.5 মিলিগ্রাম, তেউরিফুল ২.০০ মিলিগ্রাম, গোলাপ ফুল ২.০০ মিলিগ্রাম, রক্ত চন্দন ১.২৫ মিলিগ্রাম, গুলঞ্চ ১.২৫ মিলিগ্রা্‌ম, শাপলা ফুল ১.২৫ মিলিগ্রা্‌ম, শিশু পাতা 1.25 মিলিগ্রা্‌ম, নীল পন্থী ২.০০ মিলিগ্রা্‌ম, একাঙ্গী ১.২৫ মিলিগ্রাম, চিরতা 1.25 মিলিগ্রা্‌ম, রক্ত কাঞ্চন ১.২৫ মিলিগ্রাম,কালো মেঘ 1.25 মিলিগ্রা্‌ম, ১.২৫ মিলিগ্রাম, হলুদ ১.২৫ মিলিগ্রাম এবং সহযোগী উপাদান পরিমাণ মতো।

ছাফী (SAFI) সিরাপের দাম

ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন সাথে জেনে নিন দাম সম্পর্কে। বাংলাদেশে প্রায় সকল ফার্মেসিতেই এই সিরাপ পাওয়া যায়। এটি একটি আয়ুর্বেদিক ওষুধ হলেও সাধারণত সব জায়গায়তেই পাওয়া যায়। এমন কি বর্তমানে অনলাইনে বিক্রয় হচ্ছে এই ওষুধ। তবে আপনি দামটা জেনে ক্রয় করতে গেলে আপনার জন্য সুবিধা হবে।

হামদাম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দাম নিম্নে দেওয়া হলো
  • ছাফী সিরাপঃ ১০০ মিলি=৯০ টাকা
  • ছাফী সিরাপঃ ২২৫ মিলি=১৬০ টাকা
  • ছাফী সিরাপঃ ৪৫০ মিলি=২৩০ টাকা

ছাফী (SAFI) সিরাপ খেলে কিভাবে ত্বক উজ্জ্বল হয়?

ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন এবং জেনে নিন কিভাবে চক উজ্জ্বল হয় এই সিরাপ খেলে। ছাফী সিরাপ মানুষের ত্বককে ন্যাচারালি উজ্জ্বল করতে পারে। মুখের বিভিন্ন রকমের ব্রণের সমস্যা ও র‍্যাস থাকলে, এগুলো সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়। ছাফী আন্টি অ্যান্টিবায়োটিক সিরাপ যা ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং বিস্তার রোধ করে।

ছাফী মূল্যবান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ের প্রস্তুত বহুমুখী গুন সম্পন্ন হারবাল কোয়ালি ফার্মেস্টিক্যাল ওষুধ। বিভিন্ন চর্মরোগ ও রক্ত সমস্যায় সমাধান করে থাকে যার ফলে ছাফী সিরাপ খেলে বা ব্যবহার করলে ওকে উজ্জ্বলতা বাড়ে। ছাফী নির্দিষ্ট দিক-নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো মেনে এই সিরাপ ব্যবহার করলে অবশ্যই ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং লাবণ্য বাড়বে সাথে বয়সে ছাপ দূর করতে পারে।

ছাফী (SAFI) সিরাপ সিরাপ নাকি ট্যাবলেট কোনটি খাবেন?

ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন এবং এটাও জানা খুবই জরুরী সিরাপ খাবেন নাকি ট্যাবলেট? ছাফী সিরাপ এবং ট্যাবলেট উভয়ে আয়ুর্বেদিক ওষুধ যা রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। এবং বিভিন্ন যে উপকারিতা গুলো আমরা ইতিমধ্যেই জেনেছি সেগুলো সিরাপ অথবা ট্যাবলেট, দুটি ঔষধি কাজ করে। তবে সাধারণ কিছু পার্থক্য আছে এগুলো আমরা জেনে নেয়।
  • ছাফী সিরাপের সুবিধা ও অসুবিধা
সুবিধাঃ ছাফী সিরাপ দ্রুত কাজ করে অর্থাৎ অল্প সময়ের মধ্যে ফলাফল পাওয়া যায়।
অসুবিধাঃ সিরাপ আকারে একটু বড় হয় তাই এটি বহন করা বা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • ছাফী ট্যাবলেটের সুবিধা ও অসুবিধা
সুবিধাঃ এটি দ্রুত কাজ না করলেও বহন করার সহজ হয়। সিরাপের তুলনায় বাজারে অল্প মূল্যে পাওয়া যায়।
অসুবিধাঃ সিরাপের তুলনায় কাজ করতে বেশি সময় নেয়।
ছাফী-(SAFI)-সিরাপ-খেলে-কি-ওজন-কমে-উপকারিতা-ও-খাওয়ার-নিয়ম-জানুন

ছাফী (SAFI) সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া

ছাফী সাধারণত তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সাধারণ কিছু সমস্যা হতে পারে। ছাফী একটি আয়ুর্বেদিক ওষুধ এবং এটিকে রক্ত পরিশোধক হিসেবে বাজারজাত করলেও বিভিন্ন রকম অসুখের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। সাধারণত কিছু ব্যক্তির যেগুলো সমস্যার সম্মুখীন হতে পারে সেগুলো দেখে নেওয়া যায়।
  • ত্বকের র‍্যাস সমস্যা
  • ত্বকে ব্রণের সমস্যা
  • শরীরে ফোড়া হতে পারে
  • কোষ্ঠকাঠিন্য হতে পারে
  • ত্বকের অ্যালার্জি হতে পারে
বিশেষ দ্রষ্টব্যঃ গর্ভবতীকালীন বা স্তন্যদান কালীন সময়ে ছাফী সিরাপ ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

উপসংহারঃ ছাফী (SAFI) সিরাপ খেলে কি ওজন কমে? উপকারিতা ও খাওয়ার নিয়ম জানুন

ছাফী একটি বহুল জনপ্রিয় ইউনানী ওষুধ যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। ছাফীর অন্যতম প্রধান কাজ রক্ত পরিষ্কার করা হলেও এর ব্যবহার অনেক। এই আর্টিকেলটিতে ছাফী সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি সম্পন্ন করলে জানতে পারবেন যে ছাফী সিরাপ থেকে কিভাবে যথাযথ উপকার পাওয়া যায়।

অনেকের ধারণা ছাফী সিরাপ খেলে ওজন কমে তবে বাস্তবতা হচ্ছে ছাফী সঠিকভাবে সেবন করলে আপনি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন। তার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে সেবন করতে হবে তাহলে যথাযথ উপকার পাবেন। তাই এই আর্টিকেলটিতে সুস্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে এই সিরাপ সম্পর্কে। ছাফী সিরাপ নিয়ম মেনে সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তে দারুন ভূমিকা রাখে। আসুন আমরা বিস্তারিত জেনে নেয় এবং সুস্থ থাকি। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url