Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন

Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন। Doxicap বিভিন্ন ধরনের ইনফেকশন এর কাজ করে। ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন গোত্রের একটি বিস্তৃত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়োটিক। এই এন্টিবায়োটিক ওষুধ বাজারে পাওয়া যায় Doxicap 100 mg Capsule ও Doxicap 50 mg Capsule.

Doxicap-100-mg-কি-কাজ-করে-ও-খাওয়ার-নিয়ম-সম্পর্কে-জানুন

ডক্সিক্যাপ বিভিন্ন ধরনের ইনফেকশনের কাজ করে, ডক্সিক্যাপে যে সকল উপসর্গে নির্দেশিত ও নির্দেশনা বলি, এই আর্টিকেলটিতে বিস্তারিত দেওয়া হয়েছে। একটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা করতে ব্যবহৃত হয় তবে খাওয়ার নিয়ম ও কি কি ধরনের রোগে ব্যবহৃত হয় জানা অত্যন্ত জরুরী।

সূচিপত্রঃ Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন

Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন

Doxicap একটি বিস্তৃত বর্ণালীর জীবাণুর প্রতিরোধকারী ওষুধ। Doxicap জীবাণু কোষের ভিতরে প্রোটিন উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করে। বর্তমানে বিভিন্ন জটিল সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত একটি এন্টিবায়োটিক ওষুধ। Doxicap এর জেনেরিক নাম ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এটি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ও মাইক্রোব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। এই আর্টিকেলটিতে ডক্সিক্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ডক্সিক্যাপ ওষুধ তৈরি করে বাংলাদেশি ফার্মাসিটিক্যাল কোম্পানি "Renata Limited". ডক্সিক্যাপ ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। যৌন সংক্রামিত রোগ, অন্ত্র সংক্রমণ, চোখের সংক্রমণ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, ত্বকের সংক্রমণ ও গলা ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এই বহুল পরিচিত ওষুধটির সম্পর্কে জেনে আগে সেবন করতে হবে তাহলে এর থেকে যথাযথ ফলাফল পাওয়া যাবে।

Doxicap 100 mg কি কাজ করে?

Doxicap বিভিন্ন ধরনের ইনফেকশনের কাজ করে, ডক্সিক্যাপ যে সকল উপসর্গে নির্দেশিত, তা হল 
  • রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন। যেমন-নিউমোনিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস ও ট্রাকিয়াইটিস। 
  • গ্রাস্ট্রোইনটেসটিনাল ইনফেকশন। যেমন-কলেরা, ট্রাভেলার্স ডায়রিয়া, একিউট নটেসটিনাল এমেবিয়াসিস, সিজেলা ডিসেন্ট্রি, একিউট পেলভিক ডিজিজ, আনকমপ্লিকেটেড ইরেথ্রাল, এন্ডোসারভাইকাল, রেক্টাল ইনফেকশন, গনোরিয়া, সিফিলিস, পাইলোনেফাইটিস ইত্যাদি।
  • এছাড়াও গনোরিয়া ও সিফিলিস এর চিকিৎসায় পেনিসিলিন এর বিকল্প হিসাবে ব্যবহৃত হয়।
শরীরের বিভিন্ন রোগ ভালো করার জন্য এই ওষুধ ব্যবহৃত হয়। Doxicap ক্যাপসুল বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে। সাধারণত যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয় তা নিম্নে দেওয়া হল।
  • গনোরিয়া
  • চুলকানি
  • ডায়রিয়া
  • দাঁত ও মাড়ির রোগ
  • গলা ব্যথা
  • সর্দি কাশি
  • ত্বক
এছাড়াও বিভিন্ন ধরনের রোগের এন্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। এই ওষুধ ব্যবহারের পূর্বেই অবশ্যই নিয়ম জেনে ও রোগ নির্ণয় করে খাওয়া অত্যন্ত জরুরি।

Doxicap কি ভাবে কাজ করে?

Doxicap গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ডক্সিসাইক্লিন 30s Ribosomal subunit এর সাথে  বাইন্ড করে ব্যাকটেরিয়ার Protein Synthesis কে বাধা দেয় যার ফলে ব্যাকটেরিয়া বিস্তার লাভ করতে পারে না। তাই সেফপোডক্সিম দ্বারা হালকা সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।

ডক্সিসাইক্লিন হল টেট্রাসাইক্লিন শ্রেণীর একটি ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটি প্রোটিন উৎপাদনে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে। ডক্সিক্যাপ নতুন গঠনসীল পেপটাইড চেইনে নতুন অ্যামাইনো এসিডের সংযোজন এ বাধা দিয়ে জীবাণুর প্রোটিন উৎপাদন প্রক্রিয়া বাধা দেয়।

Doxicap খাওয়ার নিয়ম

ডক্সিক্যাপ খালি পেটে মুখ দিয়ে খেতে হয়। এই এই ক্যাপসুল খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে খেতে হবে। সাধারণত প্রতিদিন দুইবার খাওয়া যায়। বিভিন্ন রোগের ক্ষেত্রে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন।
Doxicap সাধারণ ডোজঃ 
  • প্রথম দিন ২টি ক্যাপসুল।
  • এরপর ৭ থেকে ১০ দিন, প্রতিদিন একটি করে ক্যাপসুল।
গুরুতর সংক্রমণ ডোজঃ
  • প্রাথমিকভাবে ১০ দিন খেতে হবে।
  • প্রতিদিন ২০০ মিলিগ্রাম সেবন করা যাবে।
ব্রণ দূর করার ক্ষেত্রে ডোজঃ
  • ব্রণ না ভালো হওয়া পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
  • প্রতিদিন ১০০ মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়।
  • ব্রণ না থাকলেও ত্বকের যত্ন ব্যবহার করা যায়।

গলা ব্যথায় Doxicap

Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন এবং জেনে নিন গলা ব্যথায় ডক্সিক্যাপ কিভাবে কাজ করে ও খাওয়ার নিয়ম কি কি? গলা ব্যথায় অত্যন্ত কার্যকর একটি ঔষধ হতে পারে Doxicap। সাধারণত, আমাদের বিভিন্ন ঠান্ডা জনিত সমস্যার কারণে গলা ব্যথা হয় তবে এই সমস্যা থেকে খুব দ্রুত সমাধান দিতে পারে Doxicap ক্যাপসুল। কারণ এই ক্যাপসুল ইনফেকশনের বিরুদ্ধে দারুণ কাজ করে।

গলায় যদি ইনফেকশনের জন্য ব্যথা হয় তাহলে অবশ্যই Doxicap ক্যাপসুল খাওয়া যেতে পারে। গলা ব্যথায় ডক্সিক্যাপ একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক। গলা ব্যথার জন্য যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ দায়ী হয় তবে ডক্সিক্যাপ দ্রুত সমাধান করতে পারে।

গলা ব্যথা হলে ডক্সিক্যাপ ব্যবহারের নিয়মঃ
  • প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ১-২ বার একটি করে ক্যাপসুল খাওয়া যায়।
  • ৮ বছরের নিজের শিশুদের ক্ষেত্রে ডক্সিক্যাপ ক্যাপসুল খাওয়া যাবেনা।
  • রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Doxicap এর ব্যবহার

Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন এবং সাথে জেনে নিন, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডক্সিক্যাপ এর ব্যবহার।

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেঃ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডক্সিক্যাপ ক্যাপসুল না খাওয়াই উচিত। কারণ গর্ভাবস্থায় এমন একটি অবস্থা যে অবস্থা সময়ে শরীরের ভিতর আরো একটি ভ্রুন তৈরি হয়। ডক্সিক্যাপ ঔষধ ভ্রুনের হাড় বৃদ্ধিতে ঝুঁকির কারণ হতে পারে অবশ্যই গর্ভাবস্থায় যেকোনো ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

স্তন্যদানকালেঃ স্তন্যদানকালে মায়েদের ডক্সিক্যাপ খাওয়া একেবারে উচিত নয়। কারণ ডক্সি সাইক্লিন মায়ের দুধে প্রবেশ করে এবং এই ওষুধ গ্রহণকারী মায়েরা তাদের দানের বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা উচিত। যদি ডক্সিক্যাপ খাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

শিশুদের Doxicap ক্যাপসুল খাওয়া যাবে কি?

সাধারণত শিশুদের ক্ষেত্রে ডক্সিক্যাপ ওষুধ খাওয়া যায় তবে শিশুর বয়স ও ওজন সবকিছু বিবেচনা করে, ডাক্তারেরা শিশুদের ক্ষেত্রে Doxicap খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে অনেক ডাক্তারের পরামর্শ দেন ৮ বছরের নিচে বাচ্চাদের ডক্সিক্যাপ ক্যাপসুল না খাওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে ৫০ থেকে ৫৫ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা যায়।
শিশুদের দাঁতের গঠনের সময় টেট্রাসাইক্লিন ব্যবহারে স্থায়ী রাতের রং পরিবর্তন হতে পারে। তাই এই সময় টেট্রাসাইক্লিন ব্যবহার করা উচিত নয়। আপনার শিশুকে যদি ডক্সিক্যাপ খাওনোর প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করান।

Doxicap ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া

Doxicap ক্যাপসুল খাওয়ার পরে বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডক্সিক্যাপ ব্যবহারের পরে যে সকল পার্থক্য প্রতিক্রিয়া হতে পারে, সেগুলো হচ্ছে-
  • বমি বমি ভাব
  • বমি
  • ডায়রিয়া
  • চুলকানি
  • ত্বকের ফুসকুড়ি
  • হেমোলাইটিক অ্যানিমিয়া
তবে সাধারণত, এইসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। যদি আগে থেকে অন্যান্য রোগ শরীরে না থাকে। তবে অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সতর্কতা অবলম্বনের জন্য ডাক্তারের পরামর্শ নিন।

Doxicap ক্যাপসুলের দাম

সাধারণত বাজারে Doxicap ক্যাপসুল দুই ধরনের পাওয়া যায়। Doxicap 100 mg Capsule ও Doxicap 50 mg Capsule.

Doxicap 100 mg Capsule এর দাম
  • প্রতিটি Doxicap 100 mg Capsule এর দাম=২.২০ টাকা।
  • ১ স্ট্রিপে ১০টি ক্যাপসুল থাকে।
  • ১ স্ট্রিপ ডক্সিক্যাপ ক্যাপসুল এর দাম=২২ টাকা।
  • ১ বক্স ডক্সিক্যাপ ক্যাপসুল এর দাম=২২০ টাকা।
Doxicap 50 mg Capsule এর দাম
  • প্রতিটি Doxicap 100 mg Capsule এর দাম=১.৪২  টাকা।
  • ১ স্ট্রিপে ১০টি ক্যাপসুল থাকে।
  • ১ স্ট্রিপ ডক্সিক্যাপ ক্যাপসুল এর দাম=১৪.২০ টাকা।
  • ১ বক্স ডক্সিক্যাপ ক্যাপসুল এর দাম=১৪২ টাকা।

Doxicap-100-mg-কি-কাজ-করে-ও-খাওয়ার-নিয়ম-সম্পর্কে-জানুন

Doxicap ক্যাপসুলের অল্টারনেটিভ (Alternative) ঔষধ

Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন এবং জেনে নিন Doxicap ক্যাপসুলের অল্টারনেটিভ (Alternative) ঔষধ গুলো কি কি? 

ডক্সিসাইক্লিন ঔষধের এর ব্রান্ড নাম
  • Doxicap 100 mg/50 mg
  • Doxin 100
  • Doxacil 100
  • Doxacil
  • Aristodox
  • Ipradox
  • Doxysina
  • Doxygen
  • Doxy A
ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটি। এক এক কোম্পানির Doxycycline এক এক ধরনের ব্র্যান্ড নামের বাজারে পাওয়া যায়।

উপসংহারঃ Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন 

"Doxicap 100 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন" আর্টিকেলটি বিস্তারিত করে জেনে নিন ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন এন্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত। Doxicap 100 mg/50 mg এমন একটি ঔষধ যা মানব দেহের শরীরের জন্য অত্যন্ত উপকারী বা বহুল রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তবে এই ওষুধ থেকে যথাযথ উপকার পেতে আপনাকে জানতে হবে, এই এন্টিবায়োটিক কিভাবে কাজ করে।

এই আর্টিকেলটিতে Doxicap ডক্সিক্যাপ সম্পর্কে দেওয়া হয়েছে, Doxicap কি কাজ করে ও খাওয়ার নিয়ম, গলা ব্যথা হলে ডক্সিক্যাপের ব্যবহারের নিয়ম, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Doxicap এর ব্যবহার, শিশুদের কি কি রোগে ব্যবহার করা যাবে ও ব্যবহারের নিয়ম, পার্থ প্রতিক্রিয়া ও সতর্কতা এবং বাজারে কি কি অল্টারনেটিভ ব্রান্ডে এই ঔষধ পাওয়া যায় ইত্যাদি। তাই আর্টিকেলটি সম্পূর্ণ বিস্তারিত পড়ে, Doxicap ক্যাপসুল থেকে যথাযথ উপকার নিন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url