অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই!

অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই! এড দেখে টাকা ইনকাম করা যায় ঘরে বসেই এবং বিকাশে পেমেন্ট পাওয়া যায় এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। বর্তমানে অনেক ওয়েবসাইট ব্যবহার করে এড দেখে টাকা ইনকাম করা যাচ্ছে। তার জন্য অবশ্যই কিছু নিয়ম ও সঠিক ওয়েবসাইট নির্ণয় করা অত্যন্ত জরুরী।
অ্যাড-দেখে-টাকা-ইনকাম-বিকাশে-পেমেন্ট-নিন-ঘরে-বসেই!
আপনার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিন। অযথা মোবাইল ব্যবহার করে সময় নষ্ট না করে কিছু এড দেখে ইনকাম করা অত্যন্ত ভালো হতে পারে। কিভাবে টাকা ইনকাম করবেন এর জন্য ভালো কিছু মাধ্যমে এর প্রয়োজন। তাই চলুন, কোন কোন ওয়েবসাইট এড দেখে টাকা ইনকাম করা যায় জেনে নেয়।

সূচিপত্রঃ অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই!

অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই!

বর্তমানে শুধুমাত্র অ্যাড দেখেই প্রতিদিন নিজের হাত খরচের টাকা ইনকাম করা যায়। অনেকের কাছে বিষয়টি অজানা হলেও বর্তমানে এর প্রচারণ দিনকে দিন বেড়েই চলছে। আপনার স্ত্রী থাকার সময়টাকে কাজে লাগিয়ে মোবাইল ফোন থেকে টাকা ইনকাম করা যায়। অনলাইন যুগে অ্যাড দেখে টাকা ইনকাম করার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বাড়তি অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছে। এ সকল অ্যাড দেখে বিভিন্ন উপায়ে টাকা উইড্রো করা যায়। যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে থেকে আপনি খুব সহজেই এ সকল ইনকামের টাকা উত্তোলন করতে পারবেন।
এই অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য কঠিন কোন কাজ করতে হয় না কিছু বিশ্বস্ত অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ভিডিও, ছবি দেখানো হয় সাথে অ্যাড আসে, সেখান থেকে টাকা ইনকাম করা যায়। তবে অ্যাড দেখে খুব সহজে টাকা ইনকাম করা যায় অনেক ওয়েবসাইটে তবে উত্তোলন করা যায় না। এই আর্টিকেলটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আপনি কিভাবে বা কোন কোন ওয়েবসাইট থেকে এড দেখার মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

অ্যাড দেখে টাকা ইনকাম করার পদ্ধতি

অ্যাড দেখে টাকা ইনকাম করার পদ্ধতি জানা অত্যন্ত জরুরী কেননা এগুলো বেশিরভাগ সাইট, স্ক্যান সাইড হয়ে থাকে। অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য কিছু বিশ্বাস তো অ্যাপ নিম্নে বর্ণনা করা হয়েছে। এখানে Rx Power Shops, Swagbucks, InboxDollars এর মত অ্যাপ্লিকেশন রয়েছে। আপনার পছন্দমত যেই ওয়েবসাইটটি সিলেক্ট করবেন সেখানে আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।

অ্যাড দেখে টাকা ইনকাম করার পদ্ধতি অনুসরণ করুন।
  • প্রথমে একটি ওয়েবসাইট আপনাকে নির্ধারণ করতে হবে।
  • তারপর ওয়েবসাইটে আপনার তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  • এ সকল ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখার সুযোগ রয়েছে। বিজ্ঞাপন গুলো দেখে পয়েন্ট বা অর্থ উপার্জন করা যায়।
  • এগুলোর মধ্যে অনেক ওয়েবসাইটে কিছু ছোট ছোট সার্ভে পূরণ করা হয় যার মাধ্যমে পয়েন্ট পাওয়া যায়।
  • সকল ওয়েবসাইট গুলো থেকে যত বেশি পয়েন্ট পাবেন ঠিক তত বেশি টাকা উপার্জন করতে পারবেন।
নিম্নে কিছু ওয়েবসাইট দেওয়া হল যেখান থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন।

অ্যাড দেখে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইট

অনলাইনে সার্চ দিলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায়। তবে কিছু কিছু ওয়েবসাইটে কিছুদিন পেমেন্ট দেওয়ার পরে অনেক সময় সমস্যা হতে পারে। তবে নিম্নে কিছু বিশ্বস্ত ওয়েবসাইট দেওয়া হলো যেগুলো থেকে বছরের পর বছর মানুষ অ্যাড দেখে টাকা ইনকাম করছে। তাই সতর্ক থাকুন, আপনি অ্যাড দেখতে পারবেন কিন্তু তার বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন না এই সাইটগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। বছরের পর বছর থেকে যে সকল ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায় সেগুলো দেওয়া হল।
  • NeoBux : এই সাইডের ব্যবহারকারীরা অ্যাডে ক্লিক করে টাকা উপার্জন করতে পারবে। এটি একটি PTC ওয়েবসাইট।
  • InboxDollars : এই সাইট ব্যবহারকারীদের ভিডিও ও অ্যাড দেখে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এটি একটি জনপ্রিয় GPT প্ল্যাটফর্ম যা দীর্ঘদিন হতে ব্যবহৃত হয়ে আসছে।
  • Silidejoy : এই সাইডের একটি বিশেষত্ব হচ্ছে, আপনার মোবাইলে এর অ্যাপটি ইন্সটল করলেই আপনার ফোনের লক স্ক্রিনে বিজ্ঞাপন আসবে। প্রতিবার মোবাইলের লক খুললে বা বিজ্ঞাপন দেখলে সেখান থেকে পয়েন্ট পাওয়া যায়।
  • PrizeRebel : এটি একটি  GPT প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজ দেওয়া হয়, সেটি সম্পূর্ণ করলে পুরস্কার বা নগদ টাকা উত্তোলন করার সুযোগ দেওয়া হয়।
  • AppTrailers : এই সাইট দীর্ঘদিনের ও অত্যন্ত জনপ্রিয় ভিডিও অ্যাপ যেখানে নতুন নতুন অ্যাপ বা গেম এবং মুভির ট্রেলার দেখানো হয়। তার মধ্যে বিভিন্ন রকমের অ্যাড দেওয়া হয়।
  • QuikRewards : এটি একটি  GPT প্ল্যাটফর্ম, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক। এখানে ছোট ছোট ভিডিও ক্লিপ ও অ্যাড দেখার মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
  • AdWallet : এই সাইডে ৩০ সেকেন্ডের ছোটো ভিডিও বা এড দেখে টাকা ইনকাম করা যায়। প্রতিটি অ্যাড দেখার পরে কিছু সহজ প্রশ্ন থাকে যা উত্তর দিলেই ডলার পাওয়া যায়।
  • Free Cash : এই সাইটে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায়। সাইট দিতে কাজ করলে আপনি নিশ্চিত ক্যাশ রিওয়ার্ড পাবেন।
  • Clicksense : এই সাইডে পেমেন্ট হিসাবে গিফট কার্ড পাওয়া যায়। এখানে কিছু সার্ভের উত্তর দিতে হয় এবং বিজ্ঞাপন দেখার মাধ্যমে টাকা উপার্জন করা যায়।
  • SwagBucks : এই সাইডে অ্যাড দেখে, ভিডিও দেখে এবং সার্ভে করে টাকা ইনকাম করা যায়। প্রতিটি কাজে নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট পাওয়া যায় তা দিয়ে টাকাতে রূপান্তর করা যায়।

অ্যাড দেখে টাকা ইনকাম করার বিশ্বস্ত অ্যাপ

অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই! উপরের সব ওয়েবসাইট থেকেই এড দেখার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে কিছু বিশ্বস্ত অ্যাপ দেওয়া হল যেগুলো থেকেও আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। নিম্নে অ্যাপ গুলো জেনে নিন, যেগুলোর মাধ্যমে মানুষ বসের উপর বছর ডলার ইনকাম করে থাকে।
  • Daily Taka
  • Mode Earn App
  • Make Money: Play & Cash
  • Paid Work- Make Money
  • Cash'em All- Play, Watch & Win
  • ySense- Earn Clicking Ads & Surveys
  • BuzzBreak- Watch News & Ads, Earn Rewards
  • Modw Earn App
  • AddWallet- Watch Ads That pay
  • AppTRailers- Watch Short Video Ads to Earn
  • CashKarma- Watch Vzideo & Complete Offers
  • FeaturePoints- Earn Rewards by Watching Ads & More
  • AppNana- Get Paid to Watch Ads & Try App
  • GrabPoint- Watch Video & Ads for Real Cash
  • TV-Two- Watch TV & Ads, Earn Crypto
  • WowApp- Get Paid For Watching Ads
  • Earnably- Easy for Watching Ads
  • Scarlet Clicks- Watch Ads, Get Paid Instantly
  •  ClipClaps- Watch Fun Vzideos & Earn Cash
অ্যাড-দেখে-টাকা-ইনকাম-বিকাশে-পেমেন্ট-নিন-ঘরে-বসেই!

অ্যাড দেখে ইনকামের টাকা বিকাশে পেমেন্ট পাওয়ার নিয়ম

অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই! এরপর নির্দিষ্ট পরিমাণের টাকা বা ডলার তাহলে অবশ্যই উত্তোলন করে ফেলুন। সব প্লাটফর্মে নির্দিষ্ট ডলার উত্তোলন করার সীমা থাকে। যেমন- ৫$ থেকে শুরু করে বিভিন্ন অংকের ডলার থাকতে পারে। তাই আপনি যে অ্যাপসটি ব্যবহার করে টাকা ইনকাম করছেন তা থেকে কী পরিমাণে ডলার হলে উইড্র করতে পারবেন দেখে নিন। এ সকল ওয়েবসাইট থেকে পেমেন্ট পেতে হলে নির্দিষ্ট কিছু ক্রিপ্ট কারেন্সি অ্যাপস এর মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। যেমন-
  • PayPal
  • Payoneer
  • Binance
  • Skrill
এ সকল একাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে এবং এরপরে এ সকল অ্যাকাউন্ট থেকে বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে টাকা নিতে পারবেন। এ সকল অ্যাপসে পেমেন্ট অপশন রয়েছে সেখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে। কোন কোন ক্ষেত্রে১-৩ পর্যন্ত সময়ে লাগতে পারে ডলার থেকে টাকাতে রূপান্তর হতে। এগুলোর মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে PayPal.

অ্যাড দেখে ইনকামের অ্যাপে রেজিস্ট্রেশন ও প্রোফাইল তৈরি করার নিয়ম

অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে এই যে প্ল্যাটফর্ম গুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে মানুষ টাকা ইনকাম করছে। তবে অল্প পরিমাণ ডলার আসলে আপনাকে উইথড্র করে নেওয়া উচিত। এই সমস্ত অ্যাপে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন ও প্রোফাইল তৈরি করার সহজ নিয়ম। তবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার তথ্য সঠিক থাকে। তথ্য সঠিক না থাকার ফলে অনেক সময় পেমেন্ট পেতে সমস্যা হতে পারে। আসুন আমরা জেনে নেই রেজিস্ট্রেশন ও প্রোফাইল তৈরি করতে কি কি নিয়ম অবলম্বন করতে হয় ও প্রয়োজনীয় কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়।

  • প্রথমেই আপনাকে আপনার মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল করতে হবে অথবা ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্য দিতে হবে।
  • আপনার নাম
  • ঠিকানা
  • এবং পেমেন্ট নেওয়ার মাধ্যম দিতে হবে।
  • এরপরে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে যাবে।
এ সকল ওয়েবসাইটে বা অ্যাপে রেজিস্ট্রেশন ও প্রোফাইল তৈরি করার নিয়ম খুবই সহজ।

অ্যাড দেখে কি সত্যি টাকা ইনকাম করা যায়?

অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই! এ কথাটি কতটুকু সত্য এটি অনেকের জানার ইচ্ছা থাকে কাজ করার পূর্বেই। তবে এক কথায় বলতে গেলে হ্যাঁ, বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা সম্ভব তবে এটি লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব নয়। কিছু কিছু ওয়েবসাইট বা অ্যাপ আছে যেগুলোর মধ্যে অনেক ধরনের লোভ দেখাবে কিন্তু পরিশেষে পেমেন্ট পাওয়া যায় না। তাই আপনাকে অবশ্যই সঠিক ওয়েবসাইট নির্বাচন করতে হবে।
এখানে বিভিন্ন রকম চেইনের মাধ্যমে টাকা দেওয়া হয় এবং এই টাকা পেতে হলে আপনাকে সঠিক অ্যাপস বা ওয়েবসাইট নির্বাচন করা জরুরী। তবে আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত আয়ের লোক দেখিয়ে প্রতারণা করে থাকে এইসব ওয়েবসাইট। তাই এই কাজ শুরুর আগে অবশ্যই ভালোভাবে জেনে নিন অথবা আর্টিকেলটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে সিদ্ধান্ত নিন।

অ্যাড দেখে কি পরিমান টাকা ইনকাম করা যায়?

অ্যাড বা বিজ্ঞাপন দেখে অর্থাৎ এই ধরনের কাজ থেকে খুব বেশি আয় করা কখনোই সম্ভব নয়। এ সকল ওয়েবসাইট বা অ্যাপ থেকে অল্প কিছু পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। অযথা মোবাইল ব্যবহার করে সময় নষ্ট না করে এই সকল ওয়েবসাইটের সময় দিতে পারেন যা থেকে অল্প পরিমাণে টাকা ইনকাম হয়ে যায়, হাত খরচ হিসাবে ব্যবহার করা যায়। এ সকল ওয়েবসাইট বা অ্যাপ থেকে প্রতি দিন ২০০-৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায়।

আপনি যদি অধিক পরিমাণে ইনকাম করতে চান তাহলে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে ভালো পরিমাণের টাকা ইনকাম করা সম্ভব। এর জন্য বিভিন্ন রকম অনলাইন প্লাটফর্ম রয়েছে যেমন-ফ্রিল্যান্সিং, এফিলেট মার্কেটিং, ইউটিউব, ফেসবুকে এবং ব্লগিং করে অধিক টাকা ইনকাম করা যায়। তবে অ্যাড টাকা ইনকাম করতে চাইলে যেকোনো কাজের পাশাপাশি এই কাজ করতে পারেন।

Rx Power Shops থেকে টাকা ইনকাম করুন

বর্তমানে Rx Power Shops থেকে ইনকাম করার সুযোগ রয়েছে। এই সাইট থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায়। বর্তমানে আরএক্স পাওয়ার সাপে প্রতি এডে দশ টাকা করে দিচ্ছে। এখানে কিছু কমপ্লিট টাস্ক পূরণ করার মাধ্যমে টাকা পাওয়া যায়। কমপ্লিট টাস্ক এর মধ্যে রয়েছে। যেমন ৪+১ কত হয়? বা এরকম ধরনের কিছু সমাধান করতে বলবে। এটা কিভাবে ব্যবহার করে চলুন জেনে নেয়।

প্রথমেই আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন Rx Power Shops অ্যাপসটি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। তারপর এখানে বিভিন্ন রকম Plan রয়েছে। সেগুলোর মধ্যে আপনার ইচ্ছেমতো একটি Plan ক্রয় করুন। Plan কিনতে হলে সাধারণত ২০০-৩০০০ টাকা পর্যন্ত কেনা যায়। Plan এর মেয়াদ ৩০ দিন পর্যন্ত থাকে। ২০০ টাকার Plan এ তিনটি অ্যাড দেখা যায় অনুরূপভাবে যত টাকা দিয়ে Plan কিনবেন তত বেশি অ্যাড দেখার সুযোগ পাবেন। এরপর প্রতিটি অ্যাড দেখলে পাবেন ১০ টাকা করে। এই টাকাগুলো বিকাশ রকেট বা অন্যান্য মাধ্যম থেকে উত্তোলন করতে পারবেন।
অ্যাড-দেখে-টাকা-ইনকাম-বিকাশে-পেমেন্ট-নিন-ঘরে-বসেই!

একসাথে কতগুলো অ্যাড দেখে ইনকাম করার সাইট ব্যবহার করা যায়

অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই! সাথে জেনে নিন একসাথে কতগুলো সাইট ব্যবহার করতে পারবেন। একসাথে কয়েকটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা যায় এক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যা নেই। তবে বেশি অ্যাপ ব্যবহার করলে কিছু কিছু অ্যাপ নাও কাজ করতে পারে সে ক্ষেত্রে ওয়েবসাইটের নিয়মাবলীতে সেগুলো দেওয়া রয়েছে।

অনেক সময় মোবাইলের কনফিগারেশন অনুযায়ী অনেকগুলো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা যায়। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অথবা ল্যাপটপে কতগুলি ফোন ব্যবহার করতে পারবেন তা নির্ভর করছে আপনার ডিভাইসের উপর। তাই এ সকল ওয়েবসাইট অবশ্যই একাধিক ব্যবহার করার পরামর্শ থাকবে কেননা কয়েকটি ওয়েবসাইট বা অ্যাপ থেকে অ্যাড দেখার মাধ্যমে টাকা ইনকাম করলে অধিক ইনকাম করা সম্ভব।

মন্তব্যঃ অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ঘরে বসেই!

অ্যাড দেখে টাকা ইনকাম করা যায় এ কথায় সত্য তবে আপনাকে এ সকল ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই নিয়ম-কানুন জেনে কাজ করতে হবে। আপনি মোবাইলে অযথা সময় নষ্ট না করে, এই সাইড বা অ্যাপ থেকে অ্যাড দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা এ সকল ওয়েবসাইট বেশিরভাগ প্রতারণামূলক ওয়েবসাইট হয়।

এই আর্টিকেলটিতে যে সকল ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো থেকে মানুষ বছরের পর বছর কাজ করে টাকা ইনকাম করছে। তবে অ্যাড দেখে টাকা ইনকাম খুব বেশি করা যায় না। আপনি যদি স্টুডেন্ট হন অথবা কোন কাজের পাশাপাশি এ সকল কাজ করেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত সাহায্যকারী ওয়েবসাইট বা অ্যাপ হতে পারে। তাই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনার পছন্দমত অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ইনকাম করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url