আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন খুব সহজেই ঘরে বসে। আপনি কি ঘরে বসেই আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড ও অনলাইনে চেক করতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। খুব সহজভাবে বিস্তারিত দেওয়া হয়েছে।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ প্রবাসী ভাই ও বোনদের।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশীদের
জন্য " আমি প্রবাসী" অ্যাপ চালু করেছে। এই অ্যাপসটির সার্ভিস সমস্ত
বাংলাদেশি নাগরিক ব্যবহার করতে পারবেন। তবে নিয়ম জেনে এটি ব্যবহার করতে
হবে।
সূচিপত্রঃ আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ডাউনলোড করুন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক করার নিয়ম
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
-
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট কি?
-
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট করতে কি কি লাগে?
-
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার নিয়ম
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ও PDO ট্রেনিং সার্টিফিকেট এর পার্থক্য?
- TTC সার্টিফিকেট কি ও যেভাবে পাওয়া যায়
-
কোন কোন সার্টিফিকেট অনলাইনে চেক করা যাবে?
-
আমি প্রবাসী যোগাযোগ ও হেল্পলাইন নাম্বার
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন
আপনি বিদেশে যেতে চাইলে অবশ্যই আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট কি অথবা কিভাবে
পাওয়া যায় সাথে যাবতীয় তথ্য জানা অত্যন্ত জরুরী। এই সার্টিফিকেট পেতে হলে
অবশ্যই আপনাকে তিন দিনের একটি ট্রেনিং বা কোর্স করতে হয়। তারপর আমি প্রবাসী
ট্রেনিং সার্টিফিকেট অথবা PDO ট্রেনিং সার্টিফিকেট প্রদান করা হয়। এই
সার্টিফিকেটের রেজিস্ট্রেশন ফি মাত্র ১০০ টাকা।
বিদেশ যাওয়ার পূর্বে কারিগরিব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩ দিন, ৭ দিন, ৬ মাস, ৮
মাসের ট্রেনিং করার পর আরপিএল পরীক্ষা দিতে হয়। এরপরে আমি প্রবাসীর
সার্টিফিকেট পাওয়া যায়। আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট কিভেবে দ্রুত
সময়ের মধ্যে পাওয়া যায় ও ডাউনলোড করা যায় অথবা আপনার সার্টিফিকেটটি চেক করার
সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। আমি প্রবাসী ট্রেনিং
সার্টিফিকেট এর যাবতীয় তথ্য নিম্নে বর্ণনা করা হয়েছে।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক করার নিয়ম
আমি প্রবাসী ট্রেন সার্টিফিকেট অনলাইনে চেক করার তিনটি মাধ্যম রয়েছে।
কিভাবে আপনি খুব সহজেই এর মাধ্যম গুলো ব্যবহার করবেন, তা আলোচনা করা হয়েছে। আসুন
আমরা জেনে নেই মাধ্যমগুলো ব্যবহার করার সহজ নিয়ম।
-
"আমি প্রবাসী" অ্যাপ এর মাধ্যমে আপনার কাঙ্খিত ফলাফল চেক করতে পারবেন। তবে এর
জন্য আপনাকে প্রথমে, আপনার মোবাইল ফোনে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এরপর
আপনার পাসপোর্ট অনুযায়ী নিজ তথ্য দিন। তারপর আপনার ট্রেনিং সার্টিফিকেটটি
দেখতে পারবেন।
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিজস্ব ওয়েবসাইট ভিজিট করলে, আপনার তথ্য দিয়ে সার্টিফিকেটটি দেখতে পাবেন। অথবা এই সাইডে প্রবেশ করুন- https://amiprobasi.com
-
আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে, আপনার ট্রেনিং সার্টিফিকেট সম্পর্কে
জানতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, টাইপ করুন-AMI<Passport
Number> এরপরে পাঠিয়ে দিন ১৬২১৬ নাম্বারে। ফিরতি মেসেজে আপনার সকল তথ্য
জানতে পারবেন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে চাইলে, দুটি মাধ্যমে
ডাউনলোড করা যায়। বর্তমানে ডাউনলোড করার যে দুটি মাধ্যম রয়েছে, সেগুলো থেকে খুব
সহজেই ডাউনলোড করা যায়। আপনি এখানে অ্যাপের মাধ্যমে ও ডাউনলোড করতে পারেন অথবা
ওয়েবসাইটে গিয়েও আপনার প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন।
বিস্তারিত দেওয়া হল-কিভাবে খুব সহজেই আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড
করা যায়।
অ্যাপসের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
- প্রথমেই অ্যাপে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- POD- Pre-Deprature-Orientation অপশনে ক্লিক করুন।
- Download Certificate অপশনে ক্লিক করুন।
-
এরপর পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
-
১০০ টাকা পেমেন্ট করুন। (আপনি যে মাধ্যম দিয়ে পেমেন্ট করতে চান। যেমন-বিকাশ,
রকেট অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন)
- এরপর Download Certificate অপশনে ক্লিক করুন। দেখুন আপনার আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে।
অ্যাপসের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
- প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। https://amiprobasi.com
-
মেনুবার থেকে POD অপশনে ক্লিক করুন।
- Download Certificate অপশনে ক্লিক করুন।
- পাসপোর্ট নাম্বার দিন।
- Captcha ঘরে ক্লিক করুন।
- এরপর Search অপশনে ক্লিক করুন।
- Download অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করুন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট কি?
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট যা সরকারিভাবে প্রদান করা হয় যোগ্য
ব্যক্তিদের। আপনি বিদেশে গিয়ে কাজ করতে পারবেন এমন যোগ্যতা রয়েছে আপনার অথবা
জ্ঞান অর্জন করেছেন। এই সার্টিফিকেটের মাধ্যমে মূলত একটি অভিজ্ঞতা প্রমাণ করে।
বিদেশ যাওয়ার পূর্বে বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং করানো হয়। এই ট্রেনিং
সফলতার সাথে উত্তীর্ণ হলেই সার্টিফিকেট প্রদান করা হয়।
এই ট্রেনিং সফলভাবে শেষ করা হলে বিএমইটি থেকে একটি স্বীকৃতি পত্র বা
সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেই বলা হয় আমি প্রবাসী ট্রেনিং
সার্টিফিকেট বা POD সার্টিফিকেট। প্রবাসকে আমি ব্যক্তিদের জন্য বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী সরকার অনুমোদিত প্রবাসী কর্মসংস্থান এবং প্রশিক্ষণ
অধিদপ্তর থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট সকল বাংলাদেশী
নাগরিক নিতে পারবেন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট করতে কি কি লাগে?
সক আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টের প্রয়োজন
হয়। সেগুলো আবেদনের পূর্বেই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এসব ডকুমেন্ট যদি
আপনার সংগ্রহ করে থাকে তাহলে কোন ঝামেলা ছাড়াই আপনি প্রবাসী প্রশিক্ষণ
সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন খুব সহজে। আসুন আমরা জেনে নেই কি কি কাগজের
প্রয়োজন হয়।
- শিক্ষাগত যোগ্যতার সনদঃ সর্বশেষ সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত সহ।
-
এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি।
-
জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের ফটোকপি।
- ট্রেনিং সেন্টারের ভর্তির ফি।
- পাসপোর্ট এর ফটোকপি।
অনেক সময়, মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন হতে পারে।
অনলাইন অথবা সরাসরি আবেদন করা যায়।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার নিয়ম
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার নিয়ম জানা থাকলে আপনি ঘরে
বসেই নিজে নিজে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এই সার্টিফিকেট
রেজিস্ট্রেশন করতে আপনাকে আমি প্রবাসী অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর
বাইরেও রেজিস্ট্রেশন করা যায়, ট্রেনিং সেন্টারে গিয়ে (TTC)। আমি প্রবাসী
ট্রেনিং সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে চাইলে ৩০০ টাকা ফ্রি প্রদান করতে
হবে। আসুন আমরা রেজিস্ট্রেশন নিয়মগুলো জেনে নেই।
- আমি প্রবাসী অ্যাপ অথবা ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
-
মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন।
-
বিএমইটি রেজিস্ট্রেশন BMET Registration অপসনে ক্লিক করুন।
-
আপনার প্রয়োজনীয় তথ্য দিন-পাসপোর্ট অনুযায়ী, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে
দিন।
-
৩০০ টাকা ফি প্রদান করুন।(বিকাশ, রকেট ও অন্যান্য মাধ্যমে প্রদান করতে
পারবেন)
- এরপর সফলভাবে রেজিস্ট্রেশন করুন।
-
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি, আপনার বিএমইটি কার্ডটি ডাউনলোড করতে
পারবেন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ও PDO ট্রেনিং সার্টিফিকেট এর পার্থক্য?
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ও PDO (Pre-Deprature-Orientation) ট্রেনিং
সার্টিফিকেটের পার্থক্য রয়েছে। আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ও
PDO ট্রেনিং সার্টিফিকেট দুইটি ভিন্ন জিনিস ও ভিন্ন সার্টিফিকেট। আসুন
আমরা জেনে নেয়।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হয়। যা সাধারণত
"আমি প্রবাসী" অ্যাপ এর মাধ্যমে প্রদান করা হয়। এই সার্টিফিকেটটি বুয়েসলের
স্বীকৃতি রয়েছে। এটি বিদেশ কর্মীদের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বলা হয়।
PDO (Pre-Deprature-Orientation) ট্রেনিং সার্টিফিকেট
PDO (Pre-Deprature-Orientation) ট্রেনিং সার্টিফিকেট, একটি নির্দিষ্ট ট্রেনিং
প্রোগ্রামের সার্টিফিকেট যা বিদেশগামী কর্মীদের জন্য সরকারের পক্ষ থেকে
বাধ্যতামূলক করা হয়। বিদেশ কর্মী যাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে তিন দিন
প্রশিক্ষণ করার মাধ্যমে এই সার্টিফিকেট পাওয়া যায়।
TTC সার্টিফিকেট কি ও যেভাবে পাওয়া যায়
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন নিয়ম জানার
সাথে সাথে আপনাকে অবশ্যই TTC সার্টিফিকেট কি ও কিভাবে পাওয়া যায় জানা অত্যন্ত
জরুরী। TTC সার্টিফিকেট প্রদান করা হয় কারিগরি প্রশিক্ষণ
কেন্দ্র(Technical Training Center) থেকে। যা একজন মানুষের দক্ষতা যাচাই করে,
সার্টিফিকেট দেওয়া হয়। সাধারণত বিদেশ যাওয়ার জন্য কর্মীদের এটি গুরুত্বপূর্ণ
সার্টিফিকেট, যা তাদের দক্ষতা প্রমাণ করে থাকে।
প্রথমে আপনাকে নির্দিষ্ট পরিমাণের ফি জমা দিয়ে TTC তে ভর্তি হতে হবে। নির্দিষ্ট
পরিমাণের ক্লাসে অংশ নিতে হবে। তারপর আপনাকে পরীক্ষা দিতে হবে। সেখানে উত্তীর্ণ
হলে সার্টিফিকেট প্রদান করা হয়। এর সম্পূর্ণ নিয়ম জানতে হলে আপনাকে TTC অথবা
DEMO অফিসে যোগাযোগ করতে হবে।
কোন কোন সার্টিফিকেট অনলাইনে চেক করা যাবে?
কোন কোন সার্টিফিকেট গুলো অনলাইনে আপনি চেক করতে পারবেন এগুলো জানা অত্যন্ত
জরুরী। কেননা সব সার্টিফিকেট অনলাইনে চেক করা সম্ভব হয় না। তাই আপনাকে
অবশ্যই সার্টিফিকেট চেক করার পূর্বেই আপনাকে জানতে হবে আপনার সার্টিফিকেট
ঠিকই অনলাইনে চেক করা যায়? আসুন আমরা জেনে নেই কোন ধরনের সার্টিফিকেট
অনলাইনে চেক করা যায়।
বিদেশে গিয়ে কাজ করতে চাইলে অবশ্যই PDO ট্রেনিং সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ।
যারা PDO ট্রেনিং সার্টিফিকেট করেননি তাদের জন্য রয়েছে জেনারেল সার্টিফিকেট
অথবা হোম ট্রেনিং সার্টিফিকেট। এ ধরনের সার্টিফিকেট সবগুলোই আপনি অনলাইনের
মাধ্যমে চেক করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন।
আমি প্রবাসী যোগাযোগ ও হেল্পলাইন নাম্বার
আমি প্রবাসী সার্টিফিকেটের জন্য আপনাকে যোগাযোগও হেল্প নাম্বার জানা দরকার। কেননা
যে কোন প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে, আপনার সার্টিফিকেট সম্পর্কে জানতে
পারবেন। আপনি যদি " আমি প্রবাসী" অ্যাপসে কোন ধরনের সমস্যাই পড়েন, তাহলে
হেল্পলাইনে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখানে সব সময় আপনাকে সার্ভিস দিবে।
যে কোন সমস্যায় যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করুন
এবং আপনার সমস্যাটি ব্যাখ্যা করুন।
- +880 1709647281
- +88 01713652942
- +880963801676
- Email: support@amiprobashi.com
শেষ কথাঃ আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করুন আর্টিকেলটি
আলোচনা করা হয়েছে সম্পূর্ণ মানুষের উপকারের জন্য। উক্ত আলোচনা জানতে পারবেন, আমি
প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক ও ডাউনলোড করার নিয়ম। আরো জানতে পারবেন
কিভাবে আপনি সার্টিফিকেট পেয়ে দ্রুত বানাতে পারবেন।
এই সার্টিফিকেট বানাতে আপনার কি কি করতে হবে এবং এই আমি প্রবাসী
ট্রেনিং সার্টিফিকেটটি থাকলে আপনার কি কি উপকার হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা
করা হয়েছে। অবশ্যই বিদেশ যাওয়ার পূর্বে এই আমি প্রবাসী সার্টিফিকেট থেকে সংগ্রহ
করবেন। কেননা এই সার্টিফিকেটের মাধ্যমে একজন কর্মীর অভিজ্ঞতা যাচাই করা হয় এটি
থাকলে কাজ পেতেও সুবিধা হয়। ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url