হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন

হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন এবং অপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে নিন। বিশেষ করে যৌন সমস্যা ও মানব দেহের বিভিন্ন সমস্যা নিয়ে প্রাচীন কাল থেকে এই উদ্ভিদটি ব্যবহৃত হয়ে আসছে। তবে এর মারাত্মক ক্ষতিকারক দিক রয়েছে।

হাতিশুড়-গাছের-শিকড়-খাওয়ার-নিয়ম--১৫-টি-বিশেষ-পকারিতা-জানুন

আমরা হাতিশুড় গাছের নাম শুনেছি কিন্তু এই গাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের ধারণা নেয়। তবে এই হাতিশুড় গাছটি প্রাচীনকাল থেকে বিভিন্ন ভেষজ ঔষধি ব্যবহৃত হয়। এই গাছের সম্পর্কে জানলে আপনি মুগ্ধ হবেন। ইউনানী ও কবিরাজি শাস্ত্রে এই গাছটি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এই আর্টিকেলটিতে বিস্তারিত ১৫ কোনটি বিশেষ উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সূচিপত্রঃ হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন

হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন

হাতিশুড় গাছ একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম "Heliotropium Indicum" এই উদ্ভিদটিকে এশিয়া মহাদেশে দেখা যায়। হাতিশুড় গাছ সাধারণত ওষুধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। এই গাছের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকে। হাতিশুড় গাছ একপ্রকার একবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। এই গাছটি সাধারণত বিভিন্ন আগাছা জনিত জায়গায় দেখা যায়। বর্ষাকালে বাড়ির আশেপাশে ও বন জঙ্গলে বা রাস্তার পাশে দেখা যায় এই গাছ।

আরও পড়ুনঃ বিটরুট খাওয়ার ২০ টি উপকারিতা ও গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা

হাতিশুড় গাছের শিকড় ও পাতা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভেষজ চিকিৎসায় এটি ব্যবহার হয় বিভিন্ন রোগের ওষুধ হিসাবে। হাতিশুড় গাছের পাতার রস ক্ষত, ফোড়া ও চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনি যদি হাতিশুড় গাছের নিয়ম জেনে এর ব্যবহার করেন তাহলে এর উপকারিতা অনেক। হাতিশুড় গাছের বিভিন্ন উপকার ও অপকার সহ কিভাবে মানব দেহের জন্য যথাযথ উপকার পাওয়া যায় সবকিছুই এই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে সবচাইতে কার্যকারী ১৫ টি বিশেষ উপকারিতা সম্পর্কে।

হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম

বিভিন্ন ওষুধি গুণসম্পন্ন হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম জেনে যথাযথ উপকার নিন। আমরা অনেকেই হাতিশুড় গাছের উপকারিতা সম্পর্কে জানি কিন্তু নিয়ম না জানার ফলে, অনেক সময় পুরোপুরি কার্যকারিতা পাওয়া যায় না। আপনি যদি নিয়ম জেনে এই উদ্ভিদটি ব্যবহার করেন অথবা খান তাহলে অবশ্যই এর থেকে ভালো উপকার পাবেন। তাই আসুন আমরা জেনে নেয়, হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম

  • হাতিশুড়া গাছের শিকড় সংগ্রহ করে, ভালোভাবে পরিষ্কার করার পরে, চিবিয়ে খেতে পারেন।
  • যৌন সমস্যা দূর করতে, প্রতিদিন সকালে, অল্প পরিমাণ শিকড় নিয়ে পানির সাথে মিশিয়ে খেতে পারেন।
  • অধিক পরিমাণ স্বাদ পেতে মধু মিশিয়ে খেতে পারেন।
  • প্রতিদিন সকালে অথবা সহবাসের পূর্বে পানির সাথে হাতিশুড় শিকড় পানের সাথে মিশিয়ে খেলে স্থায়িত্ব বৃদ্ধি হয়।
  • তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মোটা শিকড় হলে ১ ইঞ্চি পরিমাণ অথবা চিকন শিকড় হলে  হলে ২-৩ পরিমাণ খাওয়া যাবে।

হাতিশুড় গাছের ১৫ টি বিশেষ উপকারিতা জানুন

হাতিশুড় গাছ তার অসাধারণ ঔষধি গুণাবলীর জন্য অনেক সুপরিচিত। এই গাছের বিভিন্ন অংশ মানব দেহের জন্য অনেক উপকারিতা বয়ে আনে। এটি শ্বাসকষ্ট, হাঁপান, জ্বর সহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। এ উদ্ভিদটির শিকড়, কাণ্ড, পাতা ও ফুল ঔষধি কাজ ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে বর্তমানকাল। তাই এই আর্টিকেলটি সাজানো হয়েছে ১৫ টি বিশেষ উপকারিতা নিয়ে, আসুন আমরা জেনে নেই উপকারিতা গুলো কি?
  1. যৌনশক্তি বৃদ্ধি করেঃ হাতিশুড় গাছ যৌন শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হয়। এটি পুরুষদের ক্ষেত্রে যৌন ইচ্ছা বৃদ্ধি করে ও স্থায়িত্ব বাড়ায়।
  2. যৌন অক্ষমতা ভালো হয়ঃ পুরুষদের যৌন অক্ষমতা সমাধানে, প্রাচীনকাল থেকেই এই উদ্ভিদ ব্যবহৃত হয়ে আসছে। এই গাছের শিকড় খাওয়ার ফলে, পুরুষদের যৌনাঙ্গে রক্ত চলাচল উন্নত করে ও সক্রিয় করে।
  3. শরীরের ক্লান্তি দূর করেঃ হঠাৎ করে ক্লান্ত হয়ে যাওয়া সমস্যা থেকে মুক্তি পেতে। প্রতিদিন হাতিশুড় গাছের শিকড়ের সাথে পান মিশিয়ে খেতে পারেন।
  4. হরমোন জনিত সমস্যা দূর করেঃ হাতিশুড় গাছের শিকড় নিয়মিত খেলে, শরীরের হরমোন ভারসাম্য বজায় রাখে।
  5. কাশি ও জ্বর নিরাময় করেঃ হাতিশুড় গাছের শিকড় ও পাতা এবং মূল উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে খেলে কাশি ও জ্বর ভালো হয়।
  6. শরীরের বিভিন্ন ব্যথা দূর করেঃ দীর্ঘদিনের ব্যথা দূর করতে হাতিশুড় গাছ ব্যবহার করুন। ব্যথা যুক্ত জায়গায়, গাছের পাতা ব্লেন্ড অথবা পিসে লাগিয়ে দিতে পারেন।
  7. হঠাৎ ফুলে যাওয়া জায়গা ভালো হয়ঃ লক্ষ্য করা যায় শরীরের বিভিন্ন জায়গা অ্যালার্জিজনিত কারণে অথবা যেকোনো কারণে ফুলে যায়। গাছের পাতা ব্লেন্ড অথবা পিসে লাগিয়ে দিতে পারেন।
  8. শরীরের ছত্রাক দূর করেঃ শরীরে বিভিন্ন জায়গায় লাল চাকা চাকা দাগ দেখা দেয়। এ সমস্ত দাগ দূর হয় হাতিশুড় গাছের পাতার রস বেটে দিলে।
  9. দাঁত ও মাড়ির সমস্যা দূর হয়ঃ দাঁত ও মাড়ি ফুলে গেলে, হাতিশুড় গাছের কাঁচা শিকড় চিবালে সমস্যা দূর হয়।
  10. ত্বকের রোগের চিকিৎসাঃ হাতিশুড় গাছের পাতা থেকে তৈরি পেস্ট বিভিন্ন সমস্যা দূর করে। দীর্ঘদিনের দাগ, ব্রণের দাগ, ও চুলকানি দূর করে।
  11. চোখ পরিষ্কার রাখেঃ চোখের যে কোন সমস্যায় হাতিশুড় গাছ ব্যবহৃত হয়। যেমন টকটকে লাল বা খচখচ করলে এই গাছটি ব্যবহার করা হয়।
  12. শ্বাসকষ্ট দূর করেঃ হাতিশুড় গাছের পাতার রস শ্বাসকষ্ট, হাঁপানি এবং খুশখুসে কাশি দূর করে।হাতিশুড় গাছের পাতার রস সেবন করলে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  13. হজম শক্তি বাড়ায়ঃ হাতিশুড় গাছের মূল এবং পাতার রস হজম শক্তি বাড়ায়। নিয়মিত খেলে পেটে কোন প্রকার গ্যাসের সমস্যা দেখা দেয় না।
  14. ক্ষতস্থান দ্রুত ভালো হয়ঃ হাতিশুড় গাছের পাতা বেটে ক্ষতস্থানে ব্যবহার করলে দ্রুত ক্ষতস্থান ভালো হয়।
  15. একজিমা রোগ দূর করেঃ দীর্ঘদিন শরীরে থাকা একজিমা রোগ দূর করে। হাতিশুড় গাছের পাতা বেটে নিয়মিত ব্যবহার করলে, একজিমা রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
হাতিশুড়-গাছের-শিকড়-খাওয়ার-নিয়ম--১৫-টি-বিশেষ-পকারিতা-জানুন

যৌন সমস্যায় হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম

যৌন সমস্যায় হাতিশুর গাছের শিকড় ও পাতা প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে যৌন ক্ষমতার সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। হাতিশুরা গাছ খাবার সঠিক নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরী কারণ সঠিক নিয়ম না জেনে সেবন করলে এই উদ্ভিদ উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে। যৌন সমস্যা কি হবে সঠিক উপকার পাওয়া যায় তা জানার চেষ্টা করি।
যৌন শক্তি বৃদ্ধিতে হাতিশুড় গাছের ব্যবহার জেনে নিন। হাতিশুড় গাছের শিকড় গুড়ো করে ১-২ গ্রাম গুরো হালকা কুসুম পানির সাথে মিশিয়ে খেতে পারেন। এতে শরীরের ক্লান্তি দূর হবে যৌন ও আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে।

মোটা শিকড় ১ ইঞ্চি পরিমানের সাথে পান মিশিয়ে মিলনের আগে খেতে পারেন। এতে করে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। শিকড় যদি চিকন হয় তাহলে ২-৩ ইঞ্চি পরিমাণে নিতে পারেন। পানের মত চিবিয়ে খেতে হবে। অধিক পরিমাণের স্বাদ পেতে, মধু মিশাতে পারেন।

সহবাসের পূর্বে হাতিশুড় গাছ খাওয়ার নিয়ম

হাতিশুড় গাছের গুরুত্ব অত্যন্ত স্থায়িত্ব বৃদ্ধি করার। হাতিশুড় গাছ যৌন মিলনে অত্যন্ত উপকারী। প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে পুরুষদের, যৌন সমস্যা ভালো করতে। হাতিশুড় গাছের শিকড় প্রতিদিন নিয়ম অনুযায়ী আপনি যদি খেতে পারেন তাহলে আপনার যৌনজীবনে কোন প্রকার সমস্যা আসবে না। আবার অনেকেই চাই সহবাসের কিছুক্ষণ আগে খেতে।

সহবাসের অন্তত ১৫ মিনিট আগে আপনি যদি হাতিশুড় গাছের শিকড় খেতে পারেন তাহলে অধিক তৃপ্তি ও স্থায়িত্ব বৃদ্ধি পাবেন। মোটা শিকড় ১ ইঞ্চি পরিমাণ পানির সাথে মিশিয়ে খেলে দীর্ঘ সময় স্থায়িত্ব পাওয়া যায়। অথবা শিকড় চিবিয়ে খাওয়া যায় মধু কিংবা অন্যান্য ফলের সাথে। এতে করে যৌন জীবন মধুর হয়।

হাতিশুড় গাছের ডালের উপকারিতা

হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন আর্টিকেলটিতে হাতিশুড় গাছের ডালের উপকারিতা জানাও অত্যন্ত জরুরী। কেননা হাতিশুড় গাছের ডালের অনেক ঔষধি গুনাগুন রয়েছে। ডাল সংগ্রহ করে দীর্ঘদিন বাড়িতে রাখা যায়। যার ফলে যারা দৈনিক ব্যবহার না করতে চান, তাদের জন্য হাতিশুড় ডালের উপকারিতা যেন অত্যন্ত জরুরী।

হাতিশুড় গাছের ডালে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুনাগুন। যেমন আপনি, ছত্রাক জনিত সমস্যায় পড়লে এই ডাল তৎক্ষণিক ব্যবহার করতে পারে। অথবা অনেক সময় দাত ও মাড়ি ফোলে গিয়ে গেলে এই ডাল ব্যবহার করা হয়। এই ডাল ঘরে দীর্ঘদিন সংগ্রহ করে রাখা যায়।

হাতিশুড় গাছের পাতা খাওয়ার নিয়ম

আমরা ইতিমধ্যেই উপকারিতা সম্পর্কে জেনেছি কিন্তু এই উপকার পেতে অবশ্যই খাওয়ার নিয়ম জানা অত্যন্ত জরুরী। তাই আসুন আমরা যথাযথ নিয়ম মেনে হাতিশুড় কোন গাছের পাতা থেকে উপকারিতা নেয়। হাতিশুড় পাতা খাওয়ার নিয়ম নিম্নে দেওয়া হল।
  • তাজা হাতিশুড় গাছের পাতা সংগ্রহ করে, রস বের করুন এবং বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করুন।
  • হাতিশুড় গাছের পাতা চিবিয়েও খাওয়া যায়।
  • কুসুম গরম পানিতে পাতার সিদ্ধ করে, মুখের মধ্যে গড়গড়া করলে দাঁতের ও মাড়ির উপকার পাওয়া যায়।
  • অনেক রোগের ক্ষেত্রে হাতিশুড় গাছের পাতার রস হালকা কুসুম গরম পানিতে মিশিয়া খেতে হয়।

হাতিশুড় গাছের গুড়া খাওয়ার নিয়ম

হাতিশুড় গাছের গুঁড়ো খাওয়ার কিছু নিয়ম রয়েছে। হাতিশুড় ঔষধি সম্পূর্ণ একটি উদ্ভিদ তবে তার কিছু অপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো থেকে দূরে থাকতে অবশ্যই আপনাকে নিয়ম অনুসরণ করে হাতিশুড় গাছ খেতে হবে। তাই আসুন আমরা জেনে নেয় হাতিশুড় গাছের গুড়া খাওয়ার নিয়ম।
  • হাতিশুড় গাছের শিকড় সাধারণত গুঁড়ো করে খেতে হয়। হাতিশুড় গাছের শিকড়ের টুকরো সংগ্রহ করে প্রথমে গুঁড়ো করে নেন। তারপর ১ থকে ২ গ্রাম এক কাপ গরম পানিতে মিশিয়ে পান করুন।
  • ১-২ গ্রাম শিকড় ছোট টুকরা করে পানি দিয়ে সিদ্ধ করুন। ১০-১৫ ভালোভাবে সিদ্ধ করার পরে, পান করুন।
বাজারে কিনতে পাওয়া যায়, হাতিশুড় গাছের শিকড়। নিয়মিত ব্যবহার করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবং উপকারিতা সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি "হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন" আর্টিকেলটিভ থেকে।

হাতিশুড় সংগ্রহ করার উপায়

হাতিশুড় গাছ বাংলাদেশের সকল জায়গায় পাওয়া যায়। হাতিশুড় গাছ অন্যান্য আগাছার মতোই যেখানে সেখানে জন্মায়। বিশেষ করে রাস্তার ধারে অথবা জঙ্গলে বা ঝোপ ঝাড়ে বেশি দেখা যায। গ্রামাঞ্চলে সারা বছর পাওয়া গেল অসাধারণ তো এই গাছটি বর্ষার মৌসুমে বেশি পাওয়া যায়। সরকারি নার্সারি থেকে জনসাধারণের জন্য এই উদ্ভিদের চারা বিক্রি করা হয়।
বাংলাদেশের বিভিন্ন ভেষজ ঔষধ এর দোকানে এসব গাছ বিক্রি করে। হাতিশুড় গাছের শিকড় পাওয়া যায় বিক্রি হয় এসব দোকান বা ফার্মেসিতে। তাই আসুন আমরা হাতিশুড় সংগ্রহ করে, মানবদেহের কল্যাণের জন্য ব্যবহার করি।
হাতিশুড়-গাছের-শিকড়-খাওয়ার-নিয়ম--১৫-টি-বিশেষ-পকারিতা-জানুন

হাতিশুড় অপকারিতা ও সর্তকতা

হাতিশুড় গাছের কিছু সতর্কতা রয়েছে। যদিও এই গাছের উপকারিতা অনেক কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সাধারণত হাতিশুড় গাছের পাতায় তেমন কোন উপকারিতা নেয়। তবে হাতিশুড় গাছের শিকড় অতিরিক্ত পরিমাণের খাওয়া যাবেনা কখনোই। হাতিশুড় গাছের শিকড়ে প্রচুর পরিমাণে যৌন আকাঙ্ক্ষা তৈরি করে। তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই নিয়ম জেনে নিন। সাধারণের জন্য কিছু সতর্কতা নিম্নে দেওয়া হল-
  • ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ব অবস্থায় হাতিশুড় গাছ খাওয়া যাবে না।
  • হাতিশুড় গাছের শিকড় বা পাতা খাওয়ার ফলে অ্যালার্জি অনুভব করলে, খাওয়া বন্ধ করুন।
  • অতিরিক্ত পরিমাণে হাতিশুড় গাছের শিকড় বা পাতা খাওয়ার থেকে বিরত থাকুন।
নিয়ম জানুন অবশ্যই হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন আর্টিকেলটি পরে।

উপসংহারঃ হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন

হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম ও ১৫ টি বিশেষ উপকারিতা জানুন আর্টিকেলটি বিস্তারিত আলোচনা করা হয়েছে হাতিশুড় গাছের উপকারিতা ও সতর্কতা সম্পর্কে। হাতিশুড় গাছের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই উদ্ভিদের যেমন উপকারিতা অনেক রয়েছে ঠিক তেমনি নিয়ম মেনে না খেলে যথাযথ উপকার পাওয়া যায় না।

আয়ুর্বেদিক চিকিৎসায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এই উদ্ভিদটি। তবে আধুনিক বৈজ্ঞানিক গবেষণাই হাতিশুড় গাছের প্রমাণিত ঔষধ গুণাবলী কে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আসুন আর্টিকেলটি সম্পূর্ণ বিস্তারিত করে বিশেষ উপকারিতা গুলো জেনে নিন। হাতিশুড় শিকড় খাওয়ার নিয়ম সহ ১৫ টি বিশেষ উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url