মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন
মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন। ভালো ইঞ্জিন অয়েল বা মবিল সবসময়ই মোটরসাইকেলের ইঞ্জিন ও পারফরমেন্স ভালো রাখে। মবিল মোটরসাইকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ইঞ্জিনের ভেতররপার্টস সচল রাখতে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়।
এই আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কোনটি আপনার বাইকের জন্য
সবচাইতে ভালো ইঞ্জিন অয়েল বা মবিল এবং দাম কত। আমরা সবাই কমবেশি মোটরসাইকেল
পছন্দ করি, আর এই মোটরসাইকেলটিকে সবচাইতে ভালো রাখে ইঞ্জিন অয়েল। জেনে নিন,
আপনার বাইকের জন্য সবচাইতে প্রয়োজনীয় মবিল কোনটি কেন ব্যবহার করবেন।
সূচিপত্রঃ মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন
- মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন
- মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম
-
ইঞ্জিন অয়েল বা মবিল কি?
- সিনথেটিক ইঞ্জিন অয়েল বা মবিল কি?
- সেমি-সিনথেটিক ইঞ্জিন অয়েল বা মবিল কি?
-
কত সিসি বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন?
-
নকল বা খারাপ মবিল চেনার উপায়
-
মোটরসাইকেলের ইঞ্জিন পারফরমেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণ কি?
-
ইঞ্জিন ক্লিনার কখন ব্যবহার করবেন?
-
মোটরসাইকেলের মবিল ট্রেন দেওয়ার সতর্কতা
মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন
শখের মোটরসাইকেলটি ভালো মোবাইল না ব্যবহার করার ফলে নষ্ট করছেন না
তো? হাজারো বাইক লাভার তো সঙ্গী বদলায়, বন্ধু বদলায় কিন্তু শখের বাইকের
সাথে ভালোবাসা বদলায় না। আর এই মোটরসাইকেলের পারফরমেন্স ভালো
রাখতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার মোটরসাইকেলটির জন্য কোন মবিলটি
সবচাইতে পারফেক্ট। এই আর্টিকেলটিতে মবিল সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া আছে।
মোটরসাইকেলের সিসি অনুযায়ী ইঞ্জিন অয়েলের প্রকারভেদ নির্ধারণ করে দেয়
বাইক কোম্পানিগুলো। বাংলাদেশ ও ইন্ডিয়াতে যে সকল মবিল ব্যবহৃত হয় সেগুলো
সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত ১৪৯ বা তার কম, দ্বিতীয় ১৫০
সিসি থেকে ৩০০ সিসি পর্যন্ত এবং তৃতীয় ৩০০ সিসির বেশি। এ সমস্ত বিষয়
নিয়ে, আর্টিকেলটি সাজানো হয়েছে, আশা করি সম্পূর্ণ করে উপকৃত হবে।
মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম
মোটরসাইকেলের জন্য ভাল ১০টি মবিল সম্পর্কে জেনে নিন। মবিল বা ইঞ্জিন অয়েল খুবই
গুরুত্বপূর্ণ মোটরসাইকেলের জন্য। ইঞ্জিন অয়েলের প্রধান কাজ হল ইঞ্জিনের
যন্ত্রাংশের ক্ষয় রোধ করা। সবচাইতে গুণগতমান সম্পন্ন ১০টি মবিল সম্পর্কে
আলোচনা করা হলো।
- মতুল (MOTUL): মটুল সারা বিশ্বের বিখ্যাত লুব্রিকেন্ট ব্র্যান্ড। মটুল ব্র্যান্ডের সদরদপ্তর ফ্রান্সে অবস্থিত। মটুল ইঞ্জিন অয়েল এবং লুব্রিকেন্ট তৈরিতে বিশেষজ্ঞ। মটুল মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন অয়েল তৈরি। মটুল ইঞ্জিন ওয়েলের বিভিন্ন প্রকার দাম নির্ধারণ করা থাকে। মটুল ৩০০০ (Motul 3000) মিনারেল ইঞ্জিন অয়েল, সাধারণত ৬০০-৭০০ টাকা। এবং মটুল ৭১০০ (Motul 7100) সিন্থেটিক ইঞ্জিন অয়েল, সাধারণত ৮০০-১০০০ টাকার মধ্যে পাওয়া যায়।
- মবিল সুপার ৪টি (Mobil Super 4T): মবিল সুপার ৪টি ইঞ্জিন অয়েল সাধারণত মোটরসাইকেলের ফোর স্ট্রোক সাইকেলের ইঞ্জিনের জন্য তৈরি করা হয়েছে। মবিল সুপার ৪টি ইঞ্জিন অয়েল, ইঞ্জিনকে পরিষ্কার পরিছন্নতা ও সুরক্ষা প্রদান করে। Mobil Super 4T দাম বিভিন্ন প্রকারভেদের উপর নির্ভর করে। তবে সাধারণত ৫০০-৬০০ টাকার মধ্যে হয়ে থাকে।
- ইয়ামাহা সুপার স্পোর্ট (Yamaha Super Sport): Yamaha Super Sport 10W-40 একটি ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েল সাধারণত ইয়ামাহা মোটরসাইকেলের ব্যবহার হয়ে থাকে। এই ইঞ্জিন অয়েল কর্মক্ষমতা এবং ইঞ্জিনিয়ারিং স্থায়িত্ব বৃদ্ধি করে। এই ইঞ্জিন অয়েল সমগ্র বাংলাদেশের সাধারণত ১১০০-১৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।
- লিকুই মলি (Liqui Moly): Liqui Moly ইঞ্জিন অয়েল জাপানিজ একটি বিশ্ব বিখ্যাত ব্যান্ড। মোটরসাইকেলের জন্য এই ইঞ্জিন অয়েলটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ইঞ্জিন কে পরিষ্কার রাখে এবং ঘর্ষণ কমায়। এই ইঞ্জিন অয়েলটির ১ লিটারের দাম ১৪৫০ টাকা।
- শেল (Shell Advance): Shell Advance ইঞ্জিন অয়েল বাইকের জন্য খুবই জনপ্রিয়। এটি বাংলাদেশের বিভিন্ন ধরনের বাইকের ইঞ্জিনিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। শেল ইঞ্জিন অয়েলের কয়েকটি প্রকার আছে যেমন-সেল এডভান্স, সেল এডভান্স আল্ট্রা, সেল এডভান্স ফুয়েল সেভ। বাংলাদেশে এই মবিলটির দাম ৯৩০-১৪৫০ ঢাকা।
- হ্যাভোলিন (Havoline) : Havoline ইঞ্জিন অয়েল টেক্সাকো এবং শেভরন কোম্পানির ইঞ্জিন অয়েল। এই কোম্পানির ইঞ্জিন অয়েল বিভিন্ন গ্রেটের হয়। যেমন- Havoline Super 4T 20W40, Havoline Extra SAE 10W-40, Havoline Super 4T Semi-Synthetic SAE 10W-40. এই ইঞ্জিন অয়েলটির দাম ৫০০-৮৫০ টাকা।
- ক্যাস্ট্রল (Castrol): Castrol ইঞ্জিন অয়েল অত্যন্ত জনপ্রিয় মোটরসাইকেলের ব্যবহারের জন্য। এই মবিল সাধারণত সব ধরনের মোটরসাইকেলে ব্যবহার করা যায়। বাংলাদেশের সব ধরনের মোটরসাইকেলে ব্যবহার হয়ে আসছে জনপ্রিয়তার সাথে। এই ইঞ্জিন অয়েলটি সাধারণত ৪৫০-৬৫০ টাকা।
- মবিল অন (Mobil 1): Mobil 1 অত্যন্ত উন্নত মানের একটি ইঞ্জিন অয়েল। এটি সাধারণত মোটরসাইকেলের জন্য তৈরি মোবিল। এটি সিনথেটিক যুক্ত মবিল যা মোটরসাইকেলে ইঞ্জিন কে সুরক্ষা রাখে। Mobil 1 মবিল গ্রেট বা প্যাকেজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। সাধারণত ৬০০-১৫০০ টাকা।
- কোডেক্স (Codex): Codex ইঞ্জিন অয়েল বিভিন্ন ধরনের বাইকে ব্যবহার করা যায়। এই মোবিল এর মধ্যে বিভিন্ন রকমের গ্রেট রয়েছে। যেমন-20W50, 10W30 বিভিন্ন ধরনের বাইকের জন্য উপযুক্ত বাংলাদেশের সাধারণত ৪৫০-৭২০ টাকা এর দাম রয়েছে।
- ভিস্কো (Visco): Visco ইঞ্জিন অয়েল বাইককে অনেক সুরক্ষা এই দেয়। এটি ইঞ্জিন কে পরিষ্কার রাখে। সাধারণত এই মবিল কয়েক গ্রেডের হয়ে থাকে। যেমন- 20W-50, BP Visco 3000. বিভিন্ন গ্রেডের বিভিন্ন রকম দাম হয়ে থাকে। তবে এক লিটার বোতলের দাম ৫৮০ টাকা (20W-50)।
ইঞ্জিন অয়েল বা মবিল কি?
ইঞ্জিন অয়েল বা মবিল এক প্রকার তৈলাক্ত পদার্থ। এটা এক
ধরনের লুব্রিক্যান্ট যা ইঞ্জিনের ভেতরে থাকা সকল পার্টকে চালাতে সাহায্য
করে। ইঞ্জিনের ভিতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে সব সময় ঘর্ষণ হয়। এখান
থেকে ইঞ্জিন প্রতিনিয়ত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য মূলত ইঞ্জিন অয়েল ব্যবহার
হয়। এর বাইরেও বিভিন্ন ইঞ্জিনের সুরক্ষা ও সচরা রাখতে ইঞ্জিন অয়েল
ব্যবহার করা হয়।
প্রতিটি যানবাহনের ইঞ্জিনের জন্য ইঞ্জিন কয়েল ব্যবহার করা হয়। তবে
মোটরসাইকেল ছোটজান বড় না পাওয়ার ফলে, এই যানবাহনে যে কোন মবিল ব্যবহার করা
যায় না। মোটরসাইকেলে নির্দিষ্ট সময় পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়।
ইঞ্জিনের ভেতরে থাকা ময়লা গুলোকে বের করা হয় ইঞ্জিন ইঞ্জিন অয়েল এর
মাধ্যমে।
সিনথেটিক ইঞ্জিন অয়েল বা মবিল কি?
সিনথেটিক ইঞ্জিন অয়েল এক ধরনের রাসায়নিক এটি খনিজ মবিলের
চাইতে উন্নত মানের। এক কথায় বলতে গেলে, এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়।
সিনথেটিক ইঞ্জিন অয়েলের দিনকে দিন বেড়েই চলছে এর অন্যতম কারণ হচ্ছে এটি
দীর্ঘদিন ব্যবহার করা যায়। সিনথেটিক মবিল অন্যান্য মিনারেল মবিলের চেয়ে
স্থিতিশীল এবং টেকসই।
সিনথেটিক ইঞ্জিন অয়েল ইঞ্জিনের শক্তি বাড়ায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।
নিয়মিত সিনথেটিক ইঞ্জিন অয়েল বাইকে ব্যবহার করলে ইঞ্জিন ভালো থাকে। ইঞ্জিনের
সার্ভিস ভালো পাওয়া যায় এবং স্পিড ঠিক থাকে। তবে অন্যান্য মবিলের চাইতে এর
দাম বেশি।
সেমি-সিনথেটিক ইঞ্জিন অয়েল বা মবিল কি?
সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে, সিনথেটিক ও মিনারেল মিশ্রিত অয়েল।
দুইটি সংমিশ্রণে তৈরি করা হয় সেমি-সিনথেটিক ইঞ্জিন অয়েল। মোটরসাইকেল ইঞ্জিনে
বিভিন্ন গ্রেটের এই ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। মোটরসাইকেলের ভালো
পারফরম্যান্স পেতে অবশ্যই, ভালো গ্রেডের ইঞ্জিন অয়েল বা মবিল ব্যবহার করা
অত্যন্ত জরুরি।
মোটরসাইকেল অনুযায়ী, মোটরসাইকেল কোম্পানিগুলো বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল
ব্যবহার করার সাজেশন দিয়ে থাকে। সেই সাজেশন অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার করা
খুবই জরুরী। কেননা কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে অন্যান্য মবিল ব্যবহার
করলে। সাধারণত বাংলাদেশের বাইকে যেসব ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। সেগুলো
হচ্ছে- 5 W-40, 10 W-20, 10 W-30, 10 W-40, 10 W-50.
কত সিসি বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন?
সিসি অনুযায়ী বাইকে ইঞ্জিন অয়েল ব্যবহার করা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি
মোটরসাইকেলের নিজস্ব কোম্পানি, যে ইঞ্জিন অয়েল ব্যবহার করার নির্দেশনা
দেয় সেই ইঞ্জিন অয়েল ব্যবহার করা সবচেয়ে উত্তম। সাধারণত আপনার বাইকে কোন
গ্রেডের ইঞ্জিন ব্যবহার করবেন অয়েল অভিজ্ঞ মেকানিক দ্বারা পরামর্শ নিতে
পারবেন। অথবা নিম্নে দেওয়া ইঞ্জিন অয়েল ব্যবহারের সাধারণ নির্দেশিকা জেনে
নিন।
- ৫০-১০০ সিসিঃ মিনারেল বা হেভি গ্রেট মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়।
- ১০০-১২৫ সিসিঃ সাধারণ মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। অথবা সেমি-সিনথেটিক মবিল ব্যবহার করা হয়।
- ১৫০-২০০ সিসিঃ সিনথেটিক বা সেমি-সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়।
- ২০০+ সিসিঃ সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়।
নকল বা খারাপ মবিল চেনার উপায়
মবিল বা ইঞ্জিনিয়ার ওয়েল একটি মোটরসাইকেলের ইঞ্জিন কে সচল রাখে। আর এই
মবিল যদি হয় নকল বা খারাপ তাহলে আপনার মোটরসাইকেলটি একেবারেই অচল হয়ে যেতে
পারে। বর্তমানে অনেক বাইকার নিজের অজান্তেই নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করে
চলছেন দিনের পর দিন। তাই আপনার মোটরসাইকেলটির ভালো পারফরমেন্স ও গতি ঠিক
রাখতে সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।
মোটর সাইকেলের বিভিন্ন সমস্যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ব্যবহার করা ইঞ্জিন
ওয়েলটি নকল। যেমন- নকল ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে বাইকের মাইলেজ কমে যাবে। অনেক
সময় দেখা যায় নফল ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে গিয়ার শিফটিং এর সমস্যা হয়
ও অতিরিক্ত ফুয়েল খরচ হতে পারে। আপনার বাইকটির ধুয়ার গন্ধ ও বাজে শব্দ হবে। তাই
ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখুন।
মোটরসাইকেলের ইঞ্জিন পারফরমেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণ কি?
মোটরসাইকেলের ইঞ্জিন পারফরমেন্স না করার পিছনে ইঞ্জিন অয়েল সবচেয়ে বড় কারণ।
আপনার মোটরসাইকেলটি সঠিক পারফরমেন্স না দিলে বুঝতে হবে আপনাকে আপনার ইঞ্জিন
অয়েলের সমস্যা রয়েছে। অনেক সময় দেখা যায় সঠিক ইঞ্জিন অয়েল
ব্যবহার করার পরেও বাইকের পারফরম্যান্স আগের মত থাকে না। এর অন্যতম
কারণ হতে পারে অপর্যাপ্ত পরিমাণে ইঞ্জিন অয়েল ব্যবহার করা। অথবা দীর্ঘদিন
মোটরসাইকেল না চালানোর ফলে মবিলের টেম্পার নষ্ট হয়ে যায়।
নিয়মিত বাতাসের ফিল্টার পরিষ্কার করুন। স্পার্ক প্লাগ সঠিকভাবে কাজ করছে কিনা বা
জ্বালানি প্রবাহিত হচ্ছে কিনা নিয়মিত পরীক্ষা করুন। মোটরসাইকেলে ব্যবহার করুন
এবং ভেজালমুক্ত অকটেল ব্যবহার করুন। তেলের ভিতরে ময়লা থাকার কারণে ইঞ্জিনিয়ার
পারফরমেন্স নষ্ট হয়ে যায়। অতিরিক্ত গরমে কলিং সিস্টেমের সমস্যা হতে পারে,
সেদিকে লক্ষ্য করুন। মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন
এবং সঠিক মবিল নির্বাচন করুন।
ইঞ্জিন ক্লিনার কখন ব্যবহার করবেন?
আমরা অনেকেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ইঞ্জিন ক্লিনার ব্যবহার করি।
তবে অতিরিক্ত ইঞ্জিন ক্লিনার ব্যবহার করা একেবারেই উচিত নয়। আবার মোটরসাইকেল
পুরনো হলে ইঞ্জিন ক্লিনার ব্যবহার করা উচিত নয়। পুরনো বাইকে ইঞ্জিনের ভিতরের
সিলগুলোতে সমস্যা থাকে। তাই ইঞ্জিন ক্লিনার ব্যবহার করার আগেই অবশ্যই সতর্ক
হওয়াটা অত্যন্ত জরুরি।
আরও পড়ুনঃ সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক ২০২৫
আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে যদি প্রচুর পরিমাণে ময়লা বা গ্রীজ জমে থাকে তাহলে
আপনি ইঞ্জিন ক্লিনার ব্যবহার করতে পারেন। অথবা ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়
কিংবা স্পিড কমে যায় তাহলে ইঞ্জিন ক্লিনার ব্যবহার করতে পারেন। তবে কিছুদিন
পর পর ইঞ্জিন ক্লিনার ব্যবহার করা উচিত এতে ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে। তবে
কোনোভাবেই প্রতিবার মবিল পরিবর্তনের সময় করা যাবে না।
মোটরসাইকেলের মবিল ট্রেন দেওয়ার সতর্কতা
মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন ইতিমধ্যে আমরা জেনেছি তবে
মবিল পরিবর্তন করার ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। এই সর্তকতা
অবলম্বন করতে পারলে ইঞ্জিন দীর্ঘ মেয়াদী পারফরম্যান্স করে এবং কার্যকারিতা ঠিক
থাকে। তাই অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখুন।
আপনার মোটরসাইকেলটির সাথে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত এ বিষয়ে সচেতন
হন। অবশ্যই নিয়ম অনুসারেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। পরিমাণ মতো ইঞ্জিন অয়েল
ব্যবহার করুন। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই আপনার ইঞ্জিনটি
ঠান্ডা করার পরে নতুন ইঞ্জিন অয়েল ইঞ্জিলে ঢালুন। সব সময় টেকনিশিয়ানের ভরসা না
করে নিজে মবিল পরীক্ষা করুন।
শেষ কথাঃ মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন
মোটরসাইকেলের জন্য ভালো ১০টি মবিল ও দাম সম্পর্কে জানুন এই আর্টিকেলটি সম্পূর্ণ
পড়ে। এই আর্টিকেলটি পড়লে আপনি আপনার শখের বাইকের কোন ইঞ্জিন অয়েল টি ব্যবহার
করবেন এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন
করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন ওয়েলের গ্রেড
থাকে।
এখানে বাংলাদেশের চলা প্রতিটি মোটরসাইকেলে কি কি ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত
সবকিছু বিস্তারিত দেওয়া হয়েছে। সব সময় আমরা সাধারণত টেকনিশিয়ান এর উপরে ভরসা
করি কিন্তু অনেক সময় টেকনিশিয়ানরা না বুঝে বিভিন্ন রকমের মবিল পরিবর্তন করে
দেয়। এতে করে ইঞ্জিনের ক্ষমতা নষ্ট হতে পারে। আপনার শখের বাইকে সব সময় ভালো
মবিল ব্যবহার করুন। ধন্যবাদ
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url