মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম

মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন উপকারিতা জেনে নিন। Myolax 50mg সাধারণত পেশির সংকোচন এবং খিচুনির মতো সমস্যা দূর করতে এই ঔষধ দেওয়া হয়। তবে এর বাইরেও অনেক সমস্যার সমাধান দিতে পারে মায়োলাক্স ট্যাবলেট।
মায়োলাক্স-50-এর-কাজ-কি-ও-খাওয়ার-নিয়ম

মায়োলাক্স 50 এর কাজ হচ্ছে মানব দেহের স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত সকল রোগ থেকে মুক্তি দেওয়া। এই ঔষুধ খাওয়ার নিয়ম ও কাজ সম্পর্কে জানলে আপনি এই ঔষুধ থেকে যথাযথ উপকার পাবেন। বিশেষ করে শরীরের বিভিন্ন জায়গার সমস্যার সমাধানে মায়োলাক্স ট্যাবলেট অত্যন্ত কার্যকর।

সূচিপত্রঃ মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম

মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম

মায়োলাক্স প্রতিটি ট্যাবলেটে রয়েছে টলপেরিসোন হাইড্রোক্লোরাইড আইএনএম ৫০ মি.গ্রা.। ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর একটি ঔষধ। মায়োলাক্স এর মূল গ্রুপের নাম "Tolperisone Hydrochloride" এটি বাংলাদেশে পাওয়া যায় দুই ধরনের Myolax 50mg এবং Myolax 100mg. এই ঔষুধের কাজ কেন্দ্রীয়ভাবে কাজ করা পেশি শীতলকারী। এই ঔষধ মেফেনেসিনের একটি অ্যানালগ এবং পেশীর খিচুনি এবং পেশীর সাথে যুক্ত ব্যথা কমাতে ব্যবহৃত হয়।
মায়োলাক্স 50 ঔষুধ অতিরিক্ত জ্বরের পরিমাণ হ্রাস করে ও শরীরের মধ্যে ক্যান্সার কোষ গুলিকে নষ্ট করতে পারে। এই ট্যাবলেট হালকা ব্যথা থেকে মাঝারি ব্যথা ভালো করতে পারেন খুব দ্রুত। এরকম বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় এই ঔষুধ ব্যবহার করা হয়। এর বাইরেও অনেক চিকিৎসায় এই ঔষুধ ব্যবহৃত হতে পারে এবং নিয়ম অনুসরণ করে এই ঔষুধ সেবন করলে অনেক কার্যকারিতা পাওয়া যায়। এই আর্টিকেলটি মায়োলাক্স 50 সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার আমার অত্যন্ত উপকার করবে। বিস্তারিত জেনে নিন এবং এই ঔষুধ থেকে যথাযথ উপকার নিন।

মায়োলাক্স 50 এর কাজ কি?

মায়োলাক্স 50 ট্যাবলেট জৈবা স্নায়ুতান্ত্রিক সমস্যার মধ্যে সম্পর্কিত সকল প্রকার রোগের ঔষধ। সাধারণত মায়োলাক্স 50 ট্যাবলেট কাজ করে যেকোনো ধরনের পেশি সমস্যা বা ব্যথা কমাতে। মানবদেহের সংকুচিত হওয়া পেশি কে স্বাভাবিক রাখতে অত্যন্ত কার্যকরী এই ঔষধ। মায়োলাক্স 50 ট্যাবলেট এর কাজ সম্পর্কে জেনে নিন ও নিয়ম জেনে সেবন করুন।
  • পেশির টোন বৃদ্ধিঃ মাংস পেশির যেকোনো ব্যথা। যেমন-বাত জনিত ব্যথা, ব্যাক পেইন, মেরুদণ্ড ব্যথা ও মাংস পেশি যেকোনো ব্যথা সারাতে মায়োলাক্স 50 ট্যাবলেট খেতে পারেন।
যে সকল সমস্যা জন্য এই ওষুধ দেওয়া হয় সেগুলো হচ্ছে-পেশী শক্ত হলে, পেশী টান কমাতে, পেশী ব্যথা কমাতে ও যেকোনো ধরনের পেশী ব্যথা হলে এই ঔষধ খেতে পারেন। এ সকল সমস্যার জন্য ডাক্তারেরা এই ঔষধ দিয়ে থাকেন।

মায়োলাক্স 50 খাওয়ার নিয়ম?

মায়োলাক্স 50 খাওয়ার নিয়ম জেনে নিন
  • পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রেঃ রোগীর প্রয়োজনীয়তা এবং সহনশীলতার উপর ভিত্তি করে এই ঔষুধ দেওয়া হয়। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৫০-১৫০ মিলিগ্রাম। দিনে তিনবার পর্যন্ত খাওয়া যায়।
  • শিশুদের ক্ষেত্রেঃ (৩ মাস থেকে ৬ বছর) পর্যন্ত শিশুদের ক্ষেত্রে দৈনিক ৫-১০ মিলিগ্রাম। দিনে তিনবার পর্যন্ত খাওয়া যায়। 
  • শিশুদের ক্ষেত্রেঃ (৬ মাস থেকে ১৪ বছর) পর্যন্ত শিশুদের ক্ষেত্রে দৈনিক ৪৫ মিলিগ্রাম। দিনে তিনবার পর্যন্ত খাওয়া যায়। 
মায়োলাক্স 50 ট্যাবলেট খাওয়ার আগে বা পরে যে কোন সময় খাওয়া যায়। তবে সাধারণত ডাক্তারেরা নির্দেশনা দিয়ে থাকে খাওয়ার পরে ভরা পেটে খাওয়া ভালো। খাওয়ার আগে খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন-মাথা ঘোরা, বমি বমি ভাব ও অনেক সময় বমি হওয়া সাথে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ দ্রষ্টব্যঃ ব্যবহারের পূর্বে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন।

মায়োলাক্স 50 এর উপকারিতা

মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম এবং উপকারিতা সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরু। এই ট্যাবলেট একটি নন স্টেরয়েডাল প্রবাহ বিরোধী ঔষধ যা তীব্র ব্যথা থেকে মুক্তি প্রদান করে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, থ্রম্বোফ্লেবাইটিস, কানের সংক্রমণ, অস্টিওপোরোসিস ডিসমেনোবিয়া ও জ্বর ইত্যাদি রোগের উপসর্গগুলোকে দমন করার জন্য এই ঔষুধ অত্যন্ত কার্যকরী। সাথে বিভিন্ন রকমের ক্যান্সার কোষ গুলিকে বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।

মায়োলাক্স 50 ট্যাবলেট খুব দ্রুত শরীরে কাজ করা শুরু করে এবং শরীরের পেশি গুলোকে শীতল করে। আর সাথে মাংস পেশি স্বাভাবিক রাখে ও প্রয়োজনীয় কাজ করতে কোন প্রকার বাধা প্রদান করে না। যেকোনো আঘাত জনিত ব্যথা দ্রুত সুস্থ করতে দারুন ভূমিকা রাখে এই ট্যাবলেট। পেশির ফোলা ভাব ও টান কমাতে সাহায্য করে। এটি সাধারণত নিয়ম মেনে সব বয়সী লোক সেবন করতে পারে এবং এর থেকে যথাযথ উপকারিতা নিতে পারে। এই ট্যাবলেট খেলে হাত পায়ের রক্ত সঞ্চালন বাড়াই। খুব দ্রুত মায়োলাক্স 50 কাজ করে। নিম্নে পেশির ব্যথা বা টান খেলে কিভাবে এই ট্যাবলেট খেতে হয় জেনে নিন ।
মায়োলাক্স-50-এর-কাজ-কি-ও-খাওয়ার-নিয়ম

মাংস ব্যাথা বা টান খেলে myolax 50mg এর ব্যবহার

মাংসে ব্যাথা বা টান খেলে myolax 50mg এর ব্যবহার জেনে নিন। সঠিক নিয়মে ব্যবহার করলে অবশ্যই দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

মায়োলাক্স 50 ট্যাবলেট ব্যবহারের নিয়ম
  • ৮ ঘন্টা পরপর ভরা পেটে ১টি করে ট্যাবলেট খেতে হবে।
  • সাথে যে কোন গ্যাসের ট্যাবলেট ১২ ঘন্টা পর পর খেতে হবে।
প্রাথমিক ডোজ হিসেবে দিনের ০৩ বার প্রতি ৫০ মিলিগ্রামের ডোজ সেবন করা যায়। তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে ডোজ কম অথবা পেশি হতে পারে। বিভিন্ন সময় রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে ডোজ কম-বেশ করা হয়। অধিক ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী myolax 50mg ট্যাবলেট সেবন করুন।

মায়োলাক্স ঔষধ কিভাবে কাজ করে?

মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম জানুন এবং সাথে জেনে নিন এই ঔষুধ কিভাবে কাজ করে। মায়োলাক্স 50 টলপেরিসোন হাইড্রোক্লোরাইডের কেন্দ্রীয়ভাবে কাজ করে যা মাংসপেশী শিথিলকারক এটি সরাসরি স্নায়ুতন্ত্রের উপর কাজ করে থাকে। তাই সাধারণত মাংসপেশী শিথিলকারী ঔষুধ হিসাবে পরিচিত এই মায়োলাক্স। মাংসপেশিতে অস্বাভাবিক কিছুনি হলে এই ঔষুধ কার্যকরী সমাধান হতে পারে।
ঘাড় থেকে শুরু করে পিঠ এবং কোমরের ব্যথা থেকে অস্বস্তি হয় এমন ব্যথাই খুব তাড়াতাড়ি কাজ করে এই ঔষুধ। এমনকি মেরুদন্ডে ব্যথা হলে বা আঘাত পেলে বিশেষভাবে কাজ করে এই ঔষধ যা অন্যান্য ঔষুধের তুলনায় দ্রুত সুস্থ করে তোলে। মায়োলাক্স ক্যাপসুলের অন্যতম প্রধান কাজ হচ্ছে এটি দ্রুত কাজ করে শরীরের সমস্যা দূর করতে পারে।

মায়োলাক্স ঔষধ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে যে কোন প্রকার ঔষুধ সেবন করতে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী। ডাক্তারের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় টলপেরিসোন একেবারে নিষেধ। সাধারণত গর্ভাবস্থায় জটিল কোন সমস্যা না হলে এ সমস্ত ঔষুধ ডাক্তারের আর কখনো রোগীকে দেন না।

স্তন্যদানকালে মায়োলাক্স 50 ক্যাপসুল ব্যবহার করা যায় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া স্তন্যদানকালে এই ঔষুধ খাওয়া উচিত নয়। যদি এই ঔষুধ খাওয়ার প্রয়োজন অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন।

মায়োলাক্স 50mg ও 100mg দাম কত

সাধারণত ফার্মেসী গুলোতে মায়োলাক্স ট্যাবলেট দুই ধরনের পাওয়া যায়। Myolax 50mg এবং Myolax 100mg. আসুন আমরা জেনে নেয়, এই ট্যাবলেট গুলোর বর্তমান বাজার মূল্য যা ক্রয় করার সময় আপনার কাজে আসবে।
Myolax 50mg এর দাম
  • প্রতি পিস Myolax 50mg ট্যাবলেট এর দাম= ৯ টাকা।
  • এক স্ট্রিপ ১০ টি ট্যাবলেট থাকে।
  • এক স্ট্রিপ মায়োলাক্স ৫০ মি.গ্রা ট্যাবলেট এর দাম= ৯০ টাকা।
  • এক বক্স (এক বক্সে ৭টি স্ট্রিপ থাকে) মায়োলাক্স ৫০ মি.গ্রা ট্যাবলেট এর দাম= ৬৩০ টাকা।
Myolax 100mg এর দাম
  • প্রতি পিচ Myolax 100mg ট্যাবলেট এর দাম= ১৩ টাকা।
  • এক স্ট্রিপ টি ট্যাবলেট থাকে।
  • এক স্ট্রিপ মায়োলাক্স ১০০ মি.গ্রা ট্যাবলেট এর দাম= ১৩০ টাকা।
  • এক বক্স (এক বক্সে ৫টি স্ট্রিপ থাকে) মায়োলাক্স ১০০ মি.গ্রা ট্যাবলেট এর দাম= ৬৫০ টাকা।

মায়োলাক্স 50 ট্যাবলেট এর সতর্কতা ও নির্দেশনা

মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম জেনে সতর্কতা জানাও অত্যন্ত জরুরী। এই ঔষুধ গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। নেশাগ্রস্থ অবস্থায় বা মদ্যপান করার সময় এ ঔষুধ গ্রহণ করা উচিত নয় কারণ অ্যালকোহল শরীরের যেকোনো প্রতিক্রিয়াকে বাধা দিতে পারে। তাই স্বাভাবিক অবস্থায় এই ট্যাবলেট সেবন করুন।

নির্দেশনা মেনে এই ট্যাবলেট খাওয়ার ভালো। অতি সংবেদনশীলতা, মায়াসথেনিয়া গ্রাভিস ও স্তন্যদান কালে এটি বিরূপ নির্দেশিত। তাই অবশ্যই এই ঔষুধ থেকে যথাযথ উপকার নিতে সতর্কতা ও নির্দেশনা মনা অত্যন্ত জরুরী।
মায়োলাক্স-50-এর-কাজ-কি-ও-খাওয়ার-নিয়ম

মায়োলাক্স 50 ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া

প্রতিটি ঔষুধের কোন না কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে মায়োলাক্স 50 ট্যাবলেট খুবই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেগুলো ঔষুধ সেবন বন্ধ করলে বা অল্প পরিমাণ সেবন করলে সমস্যার সমাধান হয়। তবে অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের এই সমস্যা দেখা দেয়। আসুন আমরা জেনে নেয়, এই ট্যাবলেট সেবনের ফলে কি সমস্যা সমাধান হতে পারি।

  • মাথাব্যথা হতে পারে।
  • ক্লান্তি অনুভব।
  • মুখ শুকিয়ে যাওয়া।
  • পেট ব্যথা করা।
  • শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি হওয়া।
  • শরীরে ফুসকুড়ি হওয়া।
  • চোখে ঝাপসা দেখা।
  • চোখে লালচে ভাব হতে পারে।
  • পেশার লো হওয়া।
  • ঘুম বেশি হওয়া।
  • বমি বমি ভাব হওয়া।
  • কোন কোন সময় বমি হওয়া।

উপসংহারঃ মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম

মায়োলাক্স 50 এর কাজ কি ও খাওয়ার নিয়ম জেনে এই ঔষুধ সেবন করলে এর থেকে যথাযথ উপকার পাওয়া যায়। মায়োলাক্স ট্যাবলেট মূলত শরীরের স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত সকল রোগের ঔষধ হিসাবে কাজ করে। টলপেরিসোনের প্রতি অতিসংবেদনশীল রোগীদের চিকিৎসায় নির্দেশিত নয়। এই ঔষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই নিয়ম ভালো হবে দেখে নিন।

এই ঔষুধ সাধারণত আলসার, পেশি খিচুনি, রক্তনালীর ও আরো বেশ কিছু রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। এই আর্টিকেলটিতে "মায়োলাক্স 50" সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করা যায় আপনি যদি ভালোভাবে পড়ে থাকেন তাহলে এই ঔষুধের কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাই যথাযথ উপকার পাওয়ার জন্য নিয়ম মেনে এই ঔষধ সেবন করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url