জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম
জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম জানুন বিস্তারিত
কুরআন ও হাদিসের আলোকে। জানাজার নামাজ সঠিকভাবে পড়া খুবই গুরুত্বপূর্ণ। জানাজার
নামাজ, ফরজে কেফায়া অর্থাৎ কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজ আদায় করলে সকলের
পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে যাযা।
জানাজার নামাজের নিয়ম জানার পাশাপাশি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার নিয়ম জানা
অত্যন্ত জরুরী। আজকের আলোচনার বিষয়, কিভাবে জানাজার নামাজ শুদ্ধভাবে পড়তে
হয় ও কিভাবে জানাজার নামাজের ইমামতি করা যায় এবং জানাজার নামাজের সম্পর্কে
বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে দলিল সহ।
সূচিপত্রঃ জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম
- জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম
- জানাজার নামাজের নিয়ম
- জানাজার নামাজের গুরুত্বপূর্ণ বিষয়
- মহিলাদের ক্ষেত্রে জানাজার নামাজ
- নাবালক ছেলের জন্য দোয়া করার নিয়ম
-
নাবালিকা মেয়ের জন্য দোয়া করার নিয়ম
- সবার জন্য ছোট দোয়া-যদি বড় দোয়া না জানার থাকে
-
গায়েবী জানাজার নামাজের নিয়ম
-
জানাজার পর দাফন পর্যন্ত থাকার ফজিলত
- মৃত ব্যক্তিকে দাফন করার নিয়ম
জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম
জানাজার নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জানাজার নামাজের গুরুত্ব ইসলামে অনেক
বেশি। কোন মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ আদায় করা, পুরুষদের জন্য ফরজে
কিফায়া ও জানাজার নামাজে নারীদের অংশগ্রহণ করা মুস্তাহাব। মহানবী
(সা.) যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির জানাজার নামাজে অংশ নেয় এবং দাফনে অংশ
নেয়, সে দুটি কীরাত সওয়াব লাভ করে, প্রতিটি কীরাত ওহুদ পাহাড়ের
সমান। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করে, সে এক কীরাত সমান
সোয়াব লাভ করে।
কোন মুসলিম ব্যক্তি মারা গেলে মাগফিরাতের জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে
দোয়া করা হয়, সাধারণত সেটিকেই জানাজার নামাজ বলা হয়। জানাজায় লোক সংখ্যা বেশি
হওয়া মুস্তাহাব। জানাজার নামাজ মৃত ব্যক্তির দোয়া ও ইস্তেগফার। এটি মৃত
ব্যক্তির জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং জীবিত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। জানাজার
নামাজ পড়তে গেলে, মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আর জানাজার নামাজের ও মৃত
ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম একজন মুসলিমের জন্য আবশ্যক। নিম্নে জানাজার নামাজ
সম্পর্কিত আলোচনা করা হলো।
জানাজার নামাজের নিয়ম
জানাজার নামাজের নিয়ত
জানাজার নামাজের নিয়ত করতে হবে। মনে মনে নিয়ত করতে হবে। নিয়তের আরবি বা
বাংলা বাক্য পড়া জরুরী নয়।(ইমামের পিছনে ফরজে কিফায়া, জানাজার নামাজ চার
তাকবীরের সহিদ, কেবলামুখী হয়ে, আদায় করিতেছি)
প্রথম তাকবীর
"আল্লাহু আকবর" বলে হাত বুকে বাধতে হবে। এরপর সানা পড়তে হবে।
"সানা" আরবি উচ্চারণঃ সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া
বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা
ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।
"সানা" বাংলা অর্থঃ হে আল্লাহ! তুমি পবিত্র, সকল প্রশংসা তোমার। তোমার নাম
বরকতময়, তোমার মর্যাদা সুউচ্চ, তোমার প্রশংসা মহান এবং তুমি ছাড়া কোন ইলাহ
নেই।
দ্বিতীয় তাকবীর
"আল্লাহু আকবর" (বুকে হাত বাধা অবস্থায়)
"দরুদ শরীফ" আরবি উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা
মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা
হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদী ও ওয়া আলা
আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা
ইন্নাকা হামীদুম মাজীদ।
"দরুদ শরীফ" বাংলা অর্থঃ হে আল্লাহ! মুহাম্মদ (সা.) ও তার পরিবারের উপর
রহমত বর্ষণ কর, যেমন তুমি ইব্রাহিম (আ.) ও তার পরিবারের উপর রহমত বর্ষণ
করেছ। তুমি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ- মুহাম্মদ (সা.) ও তার
পরিবারের উপর বরকত দান কর, যেমন তুমি ইব্রাহিম (আ.) ও তার পরিবারের উপর বরকত
দান করেছ। তুমি প্রশংসিত ও মহিমান্বিত।
তৃতীয় তাকবীর
"আল্লাহু আকবর" (বুকে হাত বাধা অবস্থায়)
তৃতীয় তাকবীর দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া পড়তে হয়, জানাজার
দোয়া বলা হয়।
প্রাপ্ত বয়স্ক মুসলিমদের জন্য দোয়া
"জানাজার দোয়া" আরবি উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলি
হাইয়্যিনা মাইয়্যিতিনা ওয়া শাহিদীনা ওয়া গাইবিনা ওয়া ছাগিরিনা
ওয়া কাবিরিনা ওয়া যাকারিয়া ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু
মিন্নি ফাআহইয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্নি
ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
"জানাজার দোয়া" বাংলা অর্থঃ হে আল্লাহ! আমাদের জীবন
ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, নারী ও পুরুষ সবাইকে ক্ষমা কর।
হে আল্লাহ-আমাদের মধ্যে যাকে জীবিত রাখবে, তাকে ইসলামের উপর জীবিত রাখ। যাকে
মৃত্যু দেবে, তাকে ঈমানের ওপর মৃত্যু দাও। হে দয়াময়-তোমার রহমতের দ্বারা
আমাদেরকে এই সওয়াব থেকে বঞ্চিত করো না।
চতুর্থ তাকবীর
"আল্লাহু আকবর" (বুকে হাত বাধা অবস্থায়) বলা শেষে, কানে ও বামে সালাম ফিরিয়ে
নামাজ শেষ করতে হয়।
জানাজার নামাজের গুরুত্বপূর্ণ বিষয়
- জানাজার নামাজে "সূরা ফাতিহা" পাঠ করতে হয় না।
- জানাজার নামাজে "সানা" পাঠ করতে হয়।
- জানাজার নামাজে রুকু ও সিজদা নাই।
- জানাজার নামাজে বেশি সংখ্যক মানুষ উপস্থিতি উত্তম।
- জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নত।
মহিলাদের ক্ষেত্রে জানাজার নামাজ
পুরুষ ও মহিলাদের জানাজার নামাজের নিয়মে কোন পার্থক্য নেই। মহিলাদের
ক্ষেত্রে জানাজার নামাজ ও পুরুষদের ক্ষেত্রে জানাজার নামাজ একই পদ্ধতিতে আদায়
করতে হয়।
মহানবী (সা.) মহিলাদের জানাজার নামাজে অংশগ্রহণের ব্যাপারে
সরাসরি কিছু বলেননি। তবে বিভিন্ন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।
অনেক ইসলামী স্কলাররা নারীরা জানাজার নামাজে অংশ নিতে পারবেন, তবে পুরুষদের
পেছনের কাতারে দাঁড়িয়ে। আবার অনেক ইসলামী স্কলাররা বলেন নারীদের জন্য জানাজার
নামাজে অংশ না নেওয়া, নারীরা নিজ বাড়িতে জানাজার নামাজ পড়বেন।
উপরে জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম দেওয়া
হয়েছে। একজন মহিলা সেই নিয়ম অনুসরণ করে, জানাজার নামাজ আদায় করতে পারবেন।
নাবালক ছেলের জন্য দোয়া
"নাবালক ছেলের জন্য দোয়া"আরবি উচ্চারণঃ আল্লাহুম্মাজআলহু লানা
ফারাতও ওয়াজআলহা লানা শা-ফিআও ওয়া মুশাফফাআ।
"নাবালক ছেলের জন্য দোয়া" বাংলা অর্থঃ হে
আল্লাহ! এই বাচ্চাকে আমাদের নাজত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার
জন্য যে দুঃখ, তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে
আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।
নাবালিকা মেয়ের জন্য দোয়া করার নিয়ম
"নাবালক মেয়ের জন্য দোয়া"আরবি উচ্চারণঃ আল্লাহুম্মাজআলহু লানা ফারাতও ওয়াজআলহা লানা আজরাও ওয়া জুখারও
অয়াজআলহা লানা শা-ফিআতাও ওয়া মুশাফফাআহ।
"নাবালক ছেলের জন্য দোয়া" বাংলা অর্থঃ হে
আল্লাহ! এই বাচ্চাকে আমাদের নাজত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার
জন্য যে দুঃখ, তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে
আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।
সবার জন্য ছোট দোয়া-যদি বড় দোয়া না জানার থাকে
দোয়া যদি না জানা থাকে তাহলে এই দোয়াটি পড়তে পারেন।
আরবি উচ্চারণঃ আল্লাহুম্মাগফির লিলুমিনিনা ওয়াল মুমিনাত।
বাংলা অর্থঃ হে আল্লাহ! আপনি মুমিন নারী, পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।
বাচ্চাদের জন্য ছোট দোয়া
আরবি উচ্চারণঃ আল্লাহুম্মা আইজহু মিন আজাবিল কবরি।
বাংলা অর্থঃ হে আল্লাহ! তুমি এই ছেলেটিকে কবরের আজাব থেকে রক্ষা
করো।
গায়েবী জানাজার নামাজের বিধান
গায়েবী বা গায়েবানা জানাজার নামাজ পড়ার কোন বিধান নেই। ইসলামিক স্কলারদের
মধ্যে, একজন মৃত ব্যক্তির গায়েবানা জানাজা তখনই দেওয়া যাবে। যখন তার কোন জানাজা
হয়নি, এমন পরিস্থিতি। মূলত মৃত ব্যক্তির একটি জানাজার নামাজের বিধান রয়েছে। যদি
একটি জানাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে গায়েবী জানাজার নামাজ পড়ার কোন সুযোগ
নেই।
জানাজার জন্য কিছু শর্ত, ইসলামিক স্কলাররা বলে
- জানাজার শর্ত,মাইয়াত উপস্থিত হওয়া।
- জানাজার শর্ত, মাইয়ারকে সামনে রাখা।
জানাজার পর দাফন পর্যন্ত থাকার ফজিলত
জানাজার পর দাফন পর্যন্ত থাকার অনেক ফজিলত রয়েছে। মহানবী (সা.) জানাজার
নামাজ আদায় করার পর দাফন পর্যন্ত উপস্থিত থাকতেন এবং অন্যদেরও উপস্থিত থাকার
পরামর্শ ও উৎসাহিত করতেন। ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে মৃত ব্যক্তির জানাজার
পড়া এবং দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করা বিশ্বনবী (সা.) এর সুন্নত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজার নামাজে
অংশগ্রহণ করল এবং দাফন পর্যন্ত রইল, সে দুই কিরাত পরিমান সওয়াব পাবে, আর যে
ব্যক্তি শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করল এবং দাফন পর্যন্ত অপেক্ষা করলো না, সে
ব্যক্তি এক কিরাত পরিমান সওয়াব পাবে।
মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া
আরবি উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
বাংলা অর্থঃ আল্লাহর নামে এবং রাসূলের (সা.) আদর্শের উপর।
আরবি উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলি লাহা, আল্লাহুম্মা সাব্বিতহু।
বাংলা অর্থঃ হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, হে আল্লাহ! তাকে
অবিচল রাখুন।
মতামতঃ জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম
জানাজার নামাজের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম সম্পর্কে কুরআন
এবং হাদিসের আলোকে এই আর্টিকেল লিখা হয়েছে। জানাজার নামাজ হলো মৃত ব্যক্তির
জন্য দোয়া। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পূর্ব সংঘটিত হলো এ নামাজ। রাসুলুল্লাহ
(সা.) মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে উৎসাহিত করেছেন।
জানাজার নামাজ ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ যা মৃত ব্যক্তির জন্য দোয়া ও
মাগফিরাত কামনা করা হয়। আর এই জানাজার নামাজ অবশ্যই শুদ্ধভাবে পড়তে হবে
একজন মুসলিম ব্যক্তিকে। জানাজার নামাজ পড়া খুবই সহজ অন্যান্য নামাজের মতই।
তবে এই নামাজের কিছু নিয়ম রয়েছে ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া
রয়েছে। প্রত্যেকেরই জানাজার নামাজ শুদ্ধভাবে পড়তে জানা আবশ্যক।
জাযাকাল্লাহ খাইরান
ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url