বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন

বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংক। আমরা অনেকেই, বিভিন্ন সময় বাংলালিংক সিমের নাম্বার চেক করার প্রয়োজন হয়। তবে আপনি বাংলালিংক সিমের নাম্বার চেক করা কোড জানলে, এক মিনিটেই আপনার কাঙ্খিত নাম্বারটি দেখতে পাবেন।

বাংলালিংক-সিমের-নাম্বার-চেক-করুন-১-মিনিটে-ও-সকল-প্রয়োজনীয়-কোড-জানুন

এই আর্টিকেলটিতে বাংলালিংক সিমের নাম্বার চেক করার সহজ পদ্ধতি ও বিভিন্ন প্রয়োজনীয় কোড দেওয়া হয়েছে। যাতে করে আপনি খুব সহজে, বিভিন্ন প্রকার কোড জেনে, ফলাফল দেখতে পান। এতে করে বিভিন্ন প্রকার অফার অথবা অনাকাঙ্ক্ষিত টাকা কেটে নেওয়ার সমস্যা থেকে বাঁচা যায়।

সূচিপত্রঃ বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন

বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন

বিভিন্ন সময়ে আমাদের নানান প্রয়োজনে বাংলালিংক সিমের নাম্বার চেক করার প্রয়োজন হয়। আবার বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কোড জানা থাকলে খুব সহজেই Banglalink সিম থেকে খুব ভালো সার্ভিস পাওয়া যায়। এ সকল কোড জানা থাকলে আপনি, এক মিনিটেই আপনার সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। আমাদের মোবাইল ফোন থেকে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত টাকা কেটে নেই, নিজের অজান্তে। কোন সার্ভিস থেকে কেন টাকা কাটলো সেগুলো আমরা নিজেই জানিনা। এ সকল সার্ভিস বন্ধ করতে অবশ্যই আর্টিকেলটি সম্পন্ন করার অনুরোধ রইল।
২০০৬ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশের প্রথম বেসরকারি মোবাইল ফোন সেবা প্রতিষ্ঠান হিসেবে বিটিটিবি সংযোগ করে। বাংলালিংক গ্রাহক সংখ্যার বিবেচনায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জিএসএম ভিত্তিক মুঠোফোন নেট অফ সেবা দান প্রতিষ্ঠান। বাংলাদেশের সুপরিচিত মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক সিমের যাবতীয় কোড মানুষের প্রয়োজন নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। তাই নাম্বার চেক থেকে শুরু করে বিভিন্ন কোড জেনে রাখুন এতে করে, বিভিন্ন সার্ভিস খুব সহজেই পাবেন।

বাংলালিংক সিমের নাম্বার চেক (Number Check) কারার নিয়ম

বাংলালিংক সিমের নাম্বার চেক করার নিয়ম খুবই সহজ। বাংলালিংক সিম ব্যবহারকারীদের অনেকেই নাম্বার ভুলে যায় এবং নতুন সিমের নাম্বার অনেকে মনে থাকে না। বাংলালিংক সিমের নাম্বার চেক করতে হলে, CODE: *511#  ডায়াল করতে হবে। নিম্নে পদ্ধতি দেওয়া হল।
  • প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করুন।
  • টাইপ করুন *511#
  • কল বাটনে ক্লিক করুন।
  • এখন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার নাম্বারটি প্রদর্শিত হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ এই পদ্ধতিতে আপনি, আপনার বাংলালিংক সিমের নাম্বার চেক করতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করলে, কোন চার্জ প্রযোজ্য নয়। এই সার্ভিসটি একেবারে ফ্রিতে দেখতে পারবেন। 

বাংলালিংক সিমের ব্যালেন্স (Balance) চেক কারার নিয়ম

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে চান? কিন্তু কিভাবে চেক করতে হয় জানেন না। তবে জেনে নিন খুব সহজেই banglalink সিমের ব্যালেন্স বা টাকার পরিমান চেক করা যায়। বাংলালিংক সিমের ব্যালেন্স কিভাবে চেক করা যায় একটি হচ্ছে কোড ডায়াল করে ও দ্বিতীয়টি হচ্ছে মোবাইল এপস এর মাধ্যমে। বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড- CODE: *124# 

পদ্ধতি জেনে নিন
  • প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করুন।
  • টাইপ করুন *124# 
  • কল বাটনে ক্লিক করুন।
  • এখন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার মোবাইলে থাকা ব্যালেন্স বা টাকার পরিমান প্রদর্শিত হবে।
এই কোডের বাইরে ও অ্যাপস এর মাধ্যমে মোবাইল ব্যালেন্স জানতে পারা যায়। এর জন্য আপনার মোবাইল ফোনটিতে MyBL (MyBanglalink) নামের অ্যাপসটি ইন্সটল করতে হবে।

বাংলালিংক সিমের এমার্জেন্সি ব্যালেন্স (Emergency Balance) নেওয়ার নিয়ম

বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পদ্ধতি জানা অত্যন্ত জরুরী। নিজেদের অজান্তেই মোবাইলের মূল ব্যালেন্স থাকে না অনেক সময়। সে সময়ের প্রয়োজন মিটাতে অবশ্যই এমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় বাংলালিংক সিমে জানাটা অত্যন্ত জরুরী। আপনি যদি বাংলালিংক সিম ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই এই এমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম জেনে নিন। বাংলালিংক সিমের এমার্জেন্সি ব্যালেন্স নিতে একটি কোড ডায়াল করতে হয়। CODE: *874#

পদ্ধতি জেনে নিন
  • প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করুন।
  • টাইপ করুন *874#
  • কল বাটনে ক্লিক করুন।
  • এরপর ফিরতি মেসেজে, আপনার মোবাইল ফোনের ব্যালেন্সে, এমার্জেন্সি ব্যালেন্স যোগ হবে।
  • ব্যালেন্স চেক করতে, ডায়াল করুন *1215#
এমার্জেন্সি ব্যালেন্স MyBL (MyBanglalink) অ্যাপের মাধ্যমে নেওয়া যায়।

বাংলালিংক সিমের এম বি (Mb) চেক নিয়ম

বাংলালিংক সিমের এমবি চেক করার করার নিয়ম জানুন খুব সহজে। বর্তমানে আমাদের দৈনিক জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসী। মোবাইল ফোনে এমবি আছে কিনা নিয়মিত চেক করাটা খুবই জরুরী। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয়। তাই আগে থেকে সতর্ক থাকার জন্য, আপনার ব্যবহৃত বাংলালিংক সিমে এমবি আছে কিনা চেক করে নিন। এমবি চেক করার সাধারণত বেশ কয়েকটি নিয়ম আছে।
তার মধ্যে অন্যতম, কোড ডায়াল করে। কোড ডায়াল করে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার মোবাইলে কি পরিমাণ এমবি রয়েছে।

পদ্ধতি জেনে নিন
  • প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করুন।
  • টাইপ করুন *121*1# অথবা *5000*500#
  • কল বাটনে ক্লিক করুন।
  • এরপর ফিরতি মেসেজে, আপনার কি পরিমান এমবি রয়েছে, তা জানতে পারবেন।
MyBL (MyBanglalink) অ্যাপের মাধ্যমে, বাংলালিংক সিমের এমবি চেক করা যায়।
বাংলালিংক-সিমের-নাম্বার-চেক-করুন-১-মিনিটে-ও-সকল-প্রয়োজনীয়-কোড-জানুন

বাংলালিংক সিমের মিনিট (Minute) চেক কারার নিয়ম

বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন এবং বাংলালিংক সিমের মিনিট চেক করার নিয়ম জানুন। আপনি যদি বাংলালিংক সিমের ব্যবহারকারী হন তাহলে, অবশ্যই কিভাবে মিনিট চেক করবেন আপনাকে জানাও অত্যন্ত জরুরী। বাংলালিংক সিমের মিনিট চেক করা যায় দুইটি মাধ্যমে। একটি হল কোড এবং অন্যটি অ্যাপসের মাধ্যমে। কোডের কোডের মাধ্যমে জানতে হলে। CODE: *121*100# ডায়াল করতে হবে।

পদ্ধতি জেনে নিন
  • প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করুন।
  • টাইপ করুন *121*100#
  • কল বাটনে ক্লিক করুন।
  • এরপর ফিরতি মেসেজে, আপনার বাংলালিংক সিমের মিনিট সম্পর্কে জানতে পারবেন।

বাংলালিংক সিমের অফার (Offer) চেক করার নিয়ম

বাংলালিংক সিমের অফার সম্পর্কে আপনাকে নিয়মিত জানতে হবে। তাহলে বাংলালিংক সিমের অফার থেকে মিনিট অথবা এমবি ক্রয় করলে, ভালো সুবিধা পাবেন। অবশ্যই প্রতিদিন আপনাকে অফার চেক করতে হবে। কি কি অফার আপনার জন্য দিয়েছেন আপনার ব্যবহার কৃত বাংলালিংক সিম কোম্পানি। বিভিন্ন অফার দেখে, অফারের মাধ্যমে সার্ভিস নিলে অনেক সুবিধা পাওয়া যায়। প্রতিদিন অফার দেখতে ডায়াল করুন  CODE: *888#
ডায়াল করার পদ্ধতি অনুসরণ করে আপনি প্রতিদিন, আপনার বাংলালিংক সিমের অফার চেক করুন। এরপর আপনার অফার লিস্ট থেকে যে অফারটি পছন্দ হয় যে অফারটি ক্রয় করুন। এখান থেকে পাবেন পছন্দের ইন্টারনেট প্যাক ও মিনিট প্যাক। কম টাকায় দীর্ঘমেয়াদী অফার গুলো নিন।

বাংলালিংক সিমের প্যাকেজ (Packs) চেক কারার নিয়ম

বাংলালিংক সিমের বিভিন্ন প্যাকেজ রয়েছে, যার মধ্যে ইন্টারনেট প্যাক, ভয়েস প্যাক এবং বান্ডেল প্যাক সবচেয়ে বেশি জনপ্রিয়। ব্যবহারকারী, নিজস্ব প্রয়োজন অনুসারে বিভিন্ন মেয়াদে এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন। এর প্যাকেজগুলো ব্যবহারের ফলে গ্রাহক বিভিন্ন রকম সুবিধা ভোগ করতে পারেন। যেমন-বিভিন্ন প্যাকেজ নিলে টাকা সাশ্রয় হয় ও দীর্ঘমেয়াদি হয়। এগুলো সাধারণত অ্যাপস এর মাধ্যমে অথবা ডায়াল করে দেখা যায়।

আপনি বাংলালিংক সিম ব্যবহারকারী হন, প্যাকেজ সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে দুটি মাধ্যম ব্যবহার করতে হবে। একটি হলো মোবাইল অ্যাপ #MyBL (MyBanglalink) আর অন্যটি হচ্ছে, কোড ডায়াল করার মাধ্যমে। CODE: *1214#

অথবা বাংলালিংক প্যাকেট চেক করতে *121*1# এই নাম্বার ডায়াল করুন।

বাংলালিংক সিমের মিসড কল অ্যালার্ট চালু /বন্ধ করুন করার নিয়ম

বাংলালিংক সিমে মিসড কল অ্যালার্ট চালু করে রাখতে অনেকে পছন্দ করেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন বন্ধ থাকলে আপনার ফোনে কোন ব্যক্তি কল করেছেন এ সম্পর্কে জানতে পারবেন এই মিসড কল অ্যালার্ট এর মাধ্যমে। তবে যদি আপনি এই সার্ভিসটি পছন্দ না করেন তাহলে খুব সহজেই, আপনি এটি বন্ধ করতে পারবেন। নিয়ম নিম্নে দেওয়া হলো

  • মিসড কল অ্যালার্ট চালু করার নিয়মঃ আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে টাইপ করুন START লিখে পাঠিয়ে দিন 622 নম্বরে।
  • মিসড কল অ্যালার্ট বন্ধ করার নিয়মঃ আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে টাইপ করুন STOP লিখে পাঠিয়ে দিন 622 নম্বরে।
    বাংলালিংক-সিমের-নাম্বার-চেক-করুন-১-মিনিটে-ও-সকল-প্রয়োজনীয়-কোড-জানুন

বাংলালিংক সিমের অনাকাঙ্ক্ষিত টাকা কাটা-বন্ধ করার নিয়ম

বাংলালিংক সিমে অনাকাঙ্ক্ষিত টাকা অনেক সময় নিজের অজান্তেই কাটতে থাকে। এই টাকা কাটার মূলত কারণ হচ্ছে বিভিন্ন সার্ভিস চালু থাকার। আমরা নিজেই জানিনা, আমাদের ফোনে কি কি সার্ভিস চালু রয়েছে। আবার নিজের অজান্তেই বিভিন্ন রকম সার্ভিস চালু করি আমরা নিজেরাই। কিন্তু এই সার্ভিসগুলো বন্ধ করার নিয়ম জানি না যার ফলে মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়।

এই অনাকাঙ্ক্ষিত টাকা কাটা বন্ধ করতে পারবেন আপনি খুব সহজে। আপনার মোবাইলে যেরকম ধরনের সার্ভিসের জন্য টাকা কাটুক না কেন নিয়ম জেনে এখনই বন্ধ করে নিন। বাংলালিংক সিমের অনাকাঙ্খিত টাকা কাটা বন্ধ করার কোড রয়েছে। এই কোডটি যদি আপনার মোবাইল থেকে ডায়াল করেন তাহলে, সব ধরনের টাকা কাটা সার্ভিস বন্ধ হবে। কোডটি দেওয়া হল- CODE: *121*7*1*2*1#

কোনটি আপনার মোবাইল ফোনে ডায়াল করুন। এরপর banglalink সিমের অনাকাঙ্ক্ষিত টাকা কাটা বন্ধ হয়ে যাবে। বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন, জেনে আপনি সকল প্রকার সার্ভিস নিন।

উপসংহারঃ বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন

বাংলালিংক সিমের নাম্বার চেক করুন ১ মিনিটে ও সকল প্রয়োজনীয় কোড জানুন কারণ এই আর্টিকেলটিতে বাংলালিংক সিমের সব ধরনের কোড নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মানুষের বিভিন্ন প্রয়োজনে সর্ট কোড দেওয়া হয়েছে। যেগুলো মানুষের প্রতিদিনই কোন না কোন ভাবে প্রয়োজন হয়। বাংলাদেশের সিম কোম্পানি গুলোর মধ্যে বাংলালিংক সিম অন্যতম সেরা।

আপনি যদি বাংলালিংক সিমের এ সকল কোড গুলো জানেন তাহলে আপনার বাংলালিংক সিমের নাম্বার চেক করা থেকে শুরু করে ইন্টারনেট, মিনিট, ইমারজেন্সি ব্যালেন্স, টাকা ইত্যাদি খুব সহজে বের করতে পারবেন। এগুলোর নিয়ম খুবই সহজ, আপনি যদি এই কোডগুলো একবার দেখে নেন তাহলে এর মাধ্যমে ১ মিনিটে সকল সার্ভিস পাবেন। কোডগুলো জানুন এবং এর সহজ ব্যবহার জেনে সার্ভিস নিন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজনাির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url