Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন
Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন সাথে জেনে নিন 100 ml, 200 ml এর দাম সহ বিভিন্ন বিষয় সম্পর্কে। এই সিরাপ ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে কাজ করে। অনেকের ধারণা জোভিয়া গোল্ড সিরাপ খেলে কি মোটা হয়?
জোভিয়া গোল্ড সিরাপ খেলে কি কি উপকারিতা পাওয়া যাবে এবং এর ক্ষতিকারক বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই আর্টিকেলে। অর্থাৎ আর্টিকেলটি সম্পূর্ণ বিস্তারিত পড়ে জেনে নিন Zovia Gold Syrup সম্পর্কে যত রকম তথ্য আছে।
সূচিপত্রঃ Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন
- Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন
- Zovia Gold Syrup এর উপকারিতা
- Zovia Gold Syrup খাওয়ার নিয়ম
- Zovia Gold Syrup এর উপাদান
- জোভিয়া গোল্ড সিরাপ কিভাবে কাজ করে?
- শিশুদের Zovia Gold Syrup খাওয়া যাবে কি?
- জোভিয়া গোল্ড সিরাপ খেলে কি মোটা হয়?
- চুল ও ত্বকের যত্নে Zovia Gold সিরাপ
- জোভিয়া গোল্ড সিরাপ এর দাম কত?
- Zovia Gold Syrup এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন
Zovia Gold Syrup (জোভিয়া গোল্ড সিরাপ) এটি একটি Multivitamin &
Multimineral Supplement, যা শরীরের ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে সহায়ক
এবং অতি দ্রুত কাজ করতে সহায়ক। এই সিরাপ শরীরের দুর্বলতা, ক্লান্তি ও
বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। জোভিয়া গোল্ড Opsonin
Pharma Ltd. কোম্পানির একটি সিরাপ যা 100 ml, 200 ml পাওয়া যায়।
জোভিয়া গোল্ড সিরাপ সাধারণ নিরাপদ বলে বিবেচিত করা হয় তবে এর
কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন করা জরুরী।
জোভিয়া গোল্ড সিরাপ থেকে যথাযথ উপকার পেতে অবশ্যই আপনাকে
সঠিক নিয়ম জানতে হবে। নিয়ম না জানা থাকলে এই সিরাপ খেয়ে বিপদের সম্মুখীন
হতে পারে। এই আর্টিকেলটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, কিভাবে আপনি জোভিয়া
গোল্ড সিরাপ থেকে যথাযথ উপকার পাবেন ও খাওয়া বা ব্যবহারের নিয়ম খুব সুন্দর
হবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেন আপনার জন্য এই সিরাপ খাওয়া জরুরী আজ
জানতে অবশ্যই সম্পন্ন পড়ুন।
Zovia Gold Syrup এর উপকারিতা
জোভিয়া গোল্ড সিরাপ মুখে রুচি বাড়ানোর 100% কার্যকরী ঔষধ। অনেকে
ভাবেন চিকন স্বাস্থ্য নিয়ে? কিভাবে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া
মোটা হবেন। তাহলে আপনার জন্য এই ঔষধ হতে পারে শতভাগ
কার্যকারী। এই সিরাপ মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল (এ-জেড সিরাপ
প্রিপারেশন) যা মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে
পারে। তাই আসুন আমরা জেনে নেয়, Zovia Gold Syrup এর কার্যকরী উপকারিতা গুলো।
- বিভিন্ন পুষ্টি ঘাটতি দূর করেঃ জোভিয়া গোল্ড সিরাপ এ বিভিন্ন প্রকার ভিটামিন এর উপাদান রয়েছে যা নিম্নে দেওয়া হয়েছে। এ সকল ভিটামিন শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি দূর করে এবং শরীরকে সতেজ করে।
- শরীরের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি করেঃ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার পরে শরীর দুর্বলতা ও স্ট্রেসের পর, শরীরের শক্তি ও ক্ষমতা বৃদ্ধির জন্য জোভিয়া গোল্ড সিরাপ অত্যন্ত কার্যকরী। এবং সাধারণ মানুষের জন্যও ক্লান্তি ও দুর্বলতা দূর করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ জোভিয়া গোল্ড সিরাপ এ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- হজম শক্তি বৃদ্ধি করেঃ যেকোনো ধরনের হজমের সমস্যা থাকলে যা দ্রুত সমাধান করতে পারে এই Zovia Gold Syrup এবং ক্ষুধা বৃদ্ধি করে।
Zovia Gold Syrup খাওয়ার নিয়ম
Zovia Gold Syrup খাওয়ার নিয়ম জেনে সেবন করা অত্যান্ত জরুর কারণ নিয়ম
জেনে সেবন করার ফলে খুব দ্রুত যথাযথ উপকার পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক ও শিশুদের
জন্য নির্দিষ্ট ডজ রয়েছে যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে যখন যেই ঔষধ সেবন
করেন না কেন অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন
করা উচিত। নিম্নে সাধারণ প্রাপ্তবয়স্ক ও শিশুদের জোভিয়া গোল্ড সিরাপ
খাওয়া ও ব্যবহারের নিয়ম নিম্নে দেওয়া হল
প্রাপ্তবয়স্কদের জন্য Zovia Gold Syrup খাওয়ার নিয়ম
- ৩ থেকে ৪ চা চামচ প্রতিদিন সেবন করতে পারবেন। প্রতি এক চা চামচ সিরাপ সমান ৫ মিলিমিটার যা Zovia Gold Syrup এ ভিটামিন ও মিনারেল বিদ্যমান রয়েছে।
শিশুদের জন্য Zovia Gold Syrup খাওয়ার নিয়ম
- ১ থেকে ২ চা চামচ প্রতিদিন সেবন করতে পারবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া বাচ্চাদের যেকোনো ধরনের ওষুধ সেবন থেকে বিরত রাখুন।
Zovia Gold Syrup এর উপাদান
Zovia Gold Syrup এর উপাদান জেনে রাখা অত্যন্ত জরুরি তাহলে এই সিরাপের
কার্যকারিতা সম্পর্কে জেনে সেবন করা যাবে যা যেকোনো রোগ, আরোগ্য করতে সাহায্য
করে। নিম্নে উপাদান সমূহ দেওয়া হল।
জোভিয়া গোল্ড সিরাপ একটি মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল সম্পূরক
যা ভিটামিন A,C,D3,E,B কমপ্লেক্স (B1,B2,B3,B6,B12) রয়েছে। যা শরীরের
বিভিন্ন পুষ্টি ঘাটতে পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
প্রতি ৫ মি.লি অর্থাৎ এক চা চামচ Zovia Gold Syrup এ কি পরিমান উপাদান
থাকে জেনে নিন।
- ভিটামিন A
- ভিটামিন C
- ভিটামিন D3
- ভিটামিন E
- ভিটামিন B1-থায়ামিন
- ভিটামিন B2- রাইবোফ্লাভিন
- ভিটামিন B3-নিয়াসিন
- ভিটামিন B6-পাইরিডক্সিন
- ভিটামিন B12
- ভিটামিন K
- ফলিক অ্যাসিড
- প্যান্টোথেনিক অ্যাসিড
- ম্যাগনেসিয়াম
- পটাশিয়াম
- আয়োডিন
- ফসফরাস
- আয়রন
- ক্যালসিয়াম
- সিলিকন
ইত্যাদি, এছাড়াও প্যারা অ্যামিনো বেনজয়িক এসিড
(PABA), ইনো সিটল, পলিন ও লুটিন ইত্যাদি উপাদান রয়েছে। উল্লেখিত
উপাদানের বাইরেও বিভিন্ন উপাদান রয়েছে।
জোভিয়া গোল্ড সিরাপ কিভাবে কাজ করে?
জোভিয়া গোল্ড সিরাপ খুব দারুণ একটা পদ্ধতিতে কাজ করে।এর কাজ করার ধরনটি আপনি যদি
জানেন তাহলে আপনি নিজেই জোভিয়া এর সিরাপের প্রতি নতুন ভাবে আগ্রহ তৈরি হবে। চলুন
তবে জেনে নেই কিভাবে জোভিয়া গোল্ড কাজ করে।
- প্রথমেই এই সিরাপটি খাওয়ার পর মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণকারী অংশকে সক্রিয় করে তোলে। যার ফলে মানুষের ক্ষুধা বেড়ে যায়।
- এরপর যখন মানুষ স্বাস্থ্যকর সুষম খাদ্য খায় তখন তার দেহের পুষ্টির ঘাতটির চাহিদা পূরণ হয়।যেমন ভিটামিন, খনিজ পদার্থ, আমিষ, শর্করা ইত্যাদি।
- ফলশ্রুতিতে দেহের ওজনও ক্রমান্বয়ে বাড়তে থাকে। কেননা যেহেতু এই সময় মানুষের শরীরে খাবারের চাহিদা বেশি থাকে।
- এবং এরই ফলশ্রুতিতে আবার শরীরে এনার্জি প্রোডাকশন খুব দ্রুত এবং বেশি হয়। যার ফলে রোগী তার আগের তুলনায় অনেক বেশি পরিমাণে শক্তি পাই
শিশুদের জোভিয়া গোল্ড সিরাপ খাওয়া যাবে কি?
শিশুদের জোভিয়া গোল্ড দেয়া যাবে কিনা সেটা নিতান্তই নির্ভর করে ডাক্তারের
পরামর্শের উপর। তাই শিশুদের বয়স ওজন ও সমস্যার কথা ডাক্তারের কাছে বলেই এটি
গ্রহণ করা উচিত। তবে হ্যাঁ, সাধারণত শিশুদের ক্ষুধা না থাকলে এবং অপুষ্টিতে ভুগলে
ডাক্তাররা এটা সাজেস্ট করেন। অনেক সময় শিশুদের অস্বাভাবিক ওজন হ্রাসের কারণেও এই
জোভিয়া গোল্ড সিরাপটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে অবশ্যই এর
সাইডইফেক্ট এর দিকে আপনার নজর রাখতে হবে।
চলুন শিশুদের ক্ষেত্রে এর কিছু সাইড ইফেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি।
যেহেতু এই সিরাপটিতে সাইপ্রোহেপটাডাইন জাতীয় উপাদান থাকে তাই অনেক সময় এই সিরাপ
গ্রহণের পর শিশুদের ঘুমঘুম ভাব, অলসতা অথবা বেশি খাবার খাওয়ার চাহিদা বেড়ে যেতে
পারে। ফলে অতিরিক্ত ওজন বাড়ার একটা ঝুঁকি থাকতে পারে। তাই সবচেয়ে উত্তম উপায়
হলো সমস্যার কথা বলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপ গ্রহণ করা শিশুদের
ক্ষেত্রে বিশেষ করে।
জোভিয়া গোল্ড সিরাপ খেলে কি মোটা হয়?
সঠিক উপায়ে ডাক্তারের পরামর্শ নিয়ে জোভিয়া গোল্ড সিরাপটি খেলে অতিরিক্ত মোটা
হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন। তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে এটি মোটা হওয়ার কারণ
হতে পারে। যেমন দীর্ঘদিন ধরে এই ওষুধ সেবন করলে স্বভাবতই ক্ষুধার চাহিদা
অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে, ফলশ্রুতিতে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে
আনএক্সপেক্টেড ফ্যাট জমা হবে। ফলে শরীর ধীরে ধীরে মোটা হতে থাকবে।
কিন্তু সঠিক উপায়ে ব্যালেন্স ডায়েট মেইনটেইন করে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
নির্দিষ্ট সময় ধরে এই সিরাপটি খেলে দারুন উপকারিতা দেয়। সেক্ষেত্রে মোটা হওয়ার
কোন সুযোগ থাকে না। তবে শরীর সুন্দর, সতেজ ও শক্তিমান হয়। এবং ওজন অনেক কম থাকলে
কিছুটা বেড়ে যায়।
চুল ও ত্বকের যত্নে Zovia Gold সিরাপ
চুল ও ত্বকের যত্নে যোভি আগুন সিরাপ চমৎকার কাজ করে। আপনি শুনেই অবাক হবেন
এর ভেতরের রহস্য। যেহেতু জোভিয়া গোল্ড সিরাপ সাধারণত ভিটামিন ও অ্যামিনো অ্যাসিড
থাকে, তাই অতিরিক্ত চুল পড়া থেকে রক্ষা করে এই জোভিয়া গোল্ড সিরাপটি। এবং
ত্বকের শুষ্কতাও দূর করে দেয়।
এছাড়াও যেহেতু এটি ক্ষুধার পরিমাণ বাড়ায় যার ফলে খাবার গ্রহণের কারণে পুষ্টির
পরিমাণও (প্রোটিন) বাড়ায়। তাই চুলের গোড়া শক্ত হয় এবং ত্বকের ক্ষেত্রে কিছুটা
গ্লো আসে। তবে অবশ্যই এর কিছু খারাপ দিক রয়েছে। দীর্ঘদিন যোভিয়া গোল্ড
খেলে ত্বকে তৈলাক্ত ভাব সৃষ্টি হয় ফলে মুখে ব্রণ দেখা দিতে পারে আবার অনেক সময়
পেটে মেদ জমতে পারে। তাই এটি দীর্ঘদিন গ্রহণ করা উচিত নয়।
জোভিয়া গোল্ড সিরাপ এর দাম কত?
Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন এবং দাম
সম্পর্কে জেনে নিন। জোভিয়া গোল্ড সিরাপ দাম সাধারণত বিভিন্ন অনলাইন
ফার্মেসি এবং অফলাইন ফার্মেসী তে দামের পার্থক্য হতে পারে। Zovia Gold
Syrup বাজারে ১০০ মি.লি ও ২০০ মি.লি পাওয়া যায়। যার দাম বর্তমানে
৯০ ঢাকা থেকে ৩৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
- জোভিয়া গোল্ড সিরাপ ১০০ মি.লি এর দাম= ৯০.২৭ টাকা।
- জোভিয়া গোল্ড সিরাপ ২০০ মি.লি এর দাম= ১৮৫.০০ টাকা।
Zovia Gold Syrup এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
জোভিয়া গোল্ড সিরাপ সাধারণত জেনে বুঝে ব্যবহার করলে গুরুতর পার্শ্ব
প্রতিক্রিয়া নেই। এই সিরাপ সাধারণত ভিটামিন ও খনিজ ঘাটতি পূরণ করে। তবে কিছু
কিছু মানুষের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন
- অ্যালার্জিঃ অ্যালার্জি সমস্যা থাকলে এই সিরাপ ব্যবহার করা যাবে না।
- মাতৃত্বকালীনঃ গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের কোন অবস্থায়, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না।
অতএব, এই Zovia Gold Syrup সেবন করার পূর্বে অবশ্যই
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর ব্যবহারের নিয়ম জেনে
ব্যবহার করলে এই সিরাপ থেকে অধিক পরিমাণ ভিটামিন পাওয়া যায়।
উপসংহারঃ Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন
Zovia Gold Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া জানুন সেই
সাথে জেনে নিন জোভিয়া গোল্ড সিরাপ এর সমস্ত প্রশ্নের উত্তর। এই সিরাপ বিভিন্ন
শারীরিক অবস্থার কারণে ভিটামিন ও খনিজ চাহিদা পূরণের উপকারী, যা সুস্থ ও সতেজীবন
উপভোগ করার জন্য অত্যন্ত জরুরী। এই সিরাপ ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে যে সকল
নির্দেশনা দেওয়া রয়েছে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তবে যেকোনো সাপ্লিমেন্ট সে বলার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ
নেওয়া অত্যন্ত জরুরী যা বিশেষ করে যদি আপনার কোন নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা
থাকে বা সাথে অন্যান্য ঔষধ সেবন করে থাকেন। ধন্যবাদ



খুব উপকারী এই ঔষধটা।
ধন্যবাদ